অথবা, আধুনিকীকরণ বলতে কী বুঝ?
অথবা, আধুনিকীকরণ কাকে বলে?
অথবা, আধুনিকীকরণের সংজ্ঞা দাও।
অথবা, ‘আধুনিকীকরণ’ ধারণাটি ব্যাখ্যা কর।
অথবা, আধুনিকীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর ভূমিকা : ‘আধুনিকীকরণ’ এ প্রত্যয়টির সাথে সংযুক্ত আছে উন্নয়ন প্রক্রিয়ার ধারণা। স্বভাবতই সমাজতত্ত্বের এ প্রত্যয়টি প্রসঙ্গে যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। আধুনিকীকরণ প্রক্রিয়ার সাথে আর্থসামাজিক ও রাজনীতিক দিকও যুক্ত আছে। এ কারণে আধুনিকীকরণের ধারণাকে সংক্ষেপে ও সহজে ব্যক্ত করা যায় না। অর্থাৎ, ‘আধুনিক’ বা ‘আধুনিকীকরণের’ সংজ্ঞা প্রদান সহজসাধ্য নয়।
আধুনিকীকরণের উৎপত্তি : কোনো বিশেষ দেশে বা অঞ্চলে আধুনিকতার সূত্রপাত কবে থেকে হয়েছে সে বিষয়ে সুনিশ্চিত বলা যায় না। এ বিষয়ে মতপার্থক্যের অবকাশ থেকেই যায়। তবে এক্ষেত্রে সাধারণভাবে মানবসভ্যতার ইতিহাসের কতকগুলো যুগান্তকারী ঘটনার উল্লেখ করা হয়ে থাকে। এসব ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রেনেসাঁস, শিল্পবিপ্লব, ফরাসি বিপ্লব প্রভৃতি। আধুনিকতার বৈশিষ্ট্যসমূহ অধিকমাত্রায় উপস্থিত দেখা যায় প্রধানত পাশ্চাত্য দেশসমূহের জীবনধারায় ও সমাজব্যবস্থায়। তবে অগ্রসরতাপ্রাপ্ত পাশ্চাত্য দেশের আধুনিকতার প্রভাব পৃথিবীর অন্যান্য দেশ ও সমাজব্যবস্থার উপর পড়েছে। এ ক্ষেত্রে উপনিবেশিকতা, ব্যবসায় বাণিজ্য, পশ্চিমী শিক্ষা-দীক্ষা, খ্রিস্টধর্মের প্রচার প্রভৃতির
তাৎপর্য ও অবদান অনস্বীকার্য। বর্তমানে এশিয়া ও আফ্রিকার বেশ কিছু উন্নতিশীল দেশে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যার
এবং শিল্পায়নের ব্যাপক প্রয়োগ ও প্রসার পরিলক্ষিত হয়।
আধুনিকীকরণের সংজ্ঞা : উন্নয়ন প্রক্রিয়ার সাথে আধুনিকায়নের ধারণা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এ জন্য সমাজবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে আধুনিকায়নের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়েছে। সাধারণ অর্থে আধুনিকায়ন এমন একটি প্রক্রিয়া যার মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিকসমূহের সম্পৃক্ততা রয়েছে। এ জন্য এক কথায় আধুনিকায়ন ধারণাটির সার্বজনীন সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে আধুনিকীকরণের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েক জনের সংজ্ঞা আলোচনা করা হলো :
কার্ল ডয়েস (Karl Deutsch) আধুনিকীকরণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে গিয়ে একটি পৃথক শব্দ প্রয়োগ করেছেন । আধুনিকীকরণকে তিনি সামাজিক সচলতা (Social Mobilization) হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতানুসারে আধুনিকীকরণ হলো একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ার ক্ষেত্রে আগেকার আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক মূল্যবোধসমূহ অবলুপ্ত হয়এবং জনসাধারণ নতুনতর সামাজিক আচরণ ও নতুনভাবে সামাজিকীকরণ-বিন্যাসের ব্যাপারে তৈরি হয়। জেরি এবং জেরি (Jary and Jary) বলেছেন, “The overall social process including
industrialization by which previously agrarian historical and contemporary societies become developed.” অর্থাৎ, আধুনিকীকরণ হচ্ছে মোটামুটিভাবে একটি সামাজিক প্রক্রিয়া যার মধ্যে নিহিত থাকে শিল্পায়ন যে সমাজ পূর্বে ঐতিহাসিকভাবে ছিল কৃষিভিত্তিক এবং সমাকালীন সমাজের উন্নয়ন।
অধ্যাপক উইলবার্ট মুর (Wilbert E. More) তাঁর ‘Social Change’ শীর্ষক গ্রন্থে আধুনিকীকরণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাঁর মতানুসারে, “আধুনিকীকরণ হলো সমাজের অর্থনীতিক ক্ষেত্রে সমৃদ্ধ ও রাজনীতিক স্থিতিশীলতাযুক্ত উন্নত পশ্চিমী দেশসমূহের প্রযুক্তিগত কলাকৌশল ও আনুষঙ্গিক সামাজিক সংগঠনে সাবেকী ও প্রাক্-আধুনিক সমাজের রূপান্তর বা সামগ্রিক পরিবর্তন।” তিনি বলেছেন, “What is involved in modernization is a total transformation of a traditional or pre-modern society into the types of technology and associated social organization that characterize the ‘advanced’ economically Fod prosperous and relatively politically stable nations of the Western World.” Neil J. Smelser তাঁর ‘Sociology’ গ্রন্থে বলেছেন, “Modernization is a complex set of changes that take place in almost every part of a soc
iety as it attempts to industrialize.” অর্থাৎ, আধুনিকীকরণ হচ্ছে একটি জটিল পরিবর্তন মাধ্যমে সমাজের সকল অংশেই পরিবর্তন সাধন হয় যার লক্ষ্য থাকে শিল্পায়নের প্রতি। তাহলে আমরা বলতে পারি শিল্পায়নের ফলে পরিবর্তিত সমসাময়িক সমাজ ব্যবস্থার প্রক্রিয়াকে আধুনিকীকরণ বলা হয়ে থাকে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আধুনিকীকরণ প্রত্যয়টি উন্নয়ন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট। সমাজের আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতির উন্নয়নকেই আধুনিকীকরণ বলে। এটি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিধায় সমাজবিজ্ঞানে এ প্রত্যয়টির গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।