অথবা, আধুনিকায়নের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর।
অথবা, আধুনিকায়নের বৈশিষ্ট্যগুলো তুলে ধর।
অথবা, আধুনিকায়নের বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর৷ ভূমিকা : বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীর সূচনালগ্নে আজ মানবসভ্যতার যে চরম বিকাশ এর পিছনে যে নিয়ামকগুলো কাজ করেছে, আধুনিকায়ন (Modernization) তাদের মধ্যে অন্যতম। আধুনিকায়ন সমগ্র বিশ্বের রূপকে বদলে দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। মানুষের জন্ম থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প, বাণিজ্য, রাজনীতি সর্বক্ষেত্রেই আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়। আধুনিকায়ন মানুষের জীবনযাত্রাকে করে তুলেছে সহজ, সরল ও আরামদায়ক ও গতিশীল। আধুনিকতাকে নির্ভর করে মানবজাতি তাই এগিয়ে চলেছে সামনের দিকে।
আধুনিকায়নের বৈশিষ্ট্য : যেসব মানুষের চরিত্র আধুনিকায়ন প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে, তাদেরকে আধুনিক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ বলে ধরা হয়। আধুনিক মানুষের মধ্যে বেশ কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন- এক্ষেত্রে ব্যক্তি তথ্য বিশেষজ্ঞ হয়। আধুনিক ব্যক্তি কুসংস্কারমুক্ত হয়, ভাগ্যের উপর নির্ভরশীল কম হয়, নতুন নতুন ধারণা, বিশ্বাস ও আবিষ্কারের প্রতি আগ্রহশীল হয়, নারী অধিকারের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে, বিভিন্ন Public activities গুলো অংশগ্রহণ করে। ব্যক্তির মধ্যে সচেতনতা থাকে এবং স্বাধীনতার ইচ্ছা থাকে, অন্যকে প্রভাবিত করার ক্ষমতা থাকে । বৈশিষ্ট্যগুলো আরো স্পষ্ট করে নিম্নে দেখানো হলো :
১. নতুন প্রযুক্তির প্রসারতা (Availability of new technology),
২.আধুনিক মনোভাব (Modern attitude),
৩.আধুনিক তত্ত্ব (Modern theory),
৪.শহরায়ণ প্রক্রিয়া (The process of urbanization),
৫.শিল্পায়ন প্রক্রিয়া (The process of industrialization),
৬.বাজার সম্প্রসারণ (Market extention),
৭. সাংস্কৃতিক অগ্রগতি (Cultural advancement).
উপসংহার : আলোচনার পরিশেষে বলা যায় যে, আধুনিকায়নের অন্যতম বৈশিষ্ট্য হলো সর্বত্র নতুন প্রযুক্তির ব্যবহার। আধুনিকায়নের ফলে ব্যক্তির মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং ভালো মন্দের পার্থক্য সুস্পষ্ট করতে পারে।