অথবা, অপরাধের প্রকৃতি ও বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ।
অথবা, অপরাধের বৈশিষ্ট্য ও প্রকৃতি সংক্ষেপে উল্লেখ কর।
অথবা, অপরাধের বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধর।
উত্তর৷ ভূমিকা : অপরাধের কতিপয় বৈশিষ্ট্য বা প্রকৃতি রয়েছে। এসব বৈশিষ্ট্য বা প্রকৃতি কোনো কাজ বা আচরণের মধ্যে পরিদৃষ্ট হলে তাকে অপরাধ বলা যায় না। আর তাই এগুলোকে অপরাধের শর্ত বলে আখ্যা দেয়া হয়।
অপরাধের বৈশিষ্ট্য : নিম্নে অপরাধের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। অপরাধ হতে হলে নিম্নলিখিত সবগুলো শর্ত বা বৈশিষ্ট্য পূরণ করা প্রয়োজন। এগুলো হলো :
১. অপরাধ হলো প্রয়োজন একটি কাজ অথবা কোনো বিশেষ কর্তব্যে অবহেলা।
২. কাজটি বা কর্তব্যে অবহেলা যে নিষিদ্ধ তা অপরাধ আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। মূলত কাজ অথবা কর্তব্যে অবহেলা অপরাধের পূর্বশর্ত।
৩. অপরাধের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অপরাধমূলক উদ্দেশ্য। অপরাধ হতে হলে কোনো ব্যক্তির মধ্যে অপরাধ কার্যটি করার অভিপ্রায় বা উদ্দেশ্য থাকতে হবে।
৪. অপরাধ হতে হলে প্রথম ও তৃতীয় শতদ্বয় একই সাথে পূরণ করতে হবে। অর্থাৎ অপরাধমূলক কাজ এবং ঐ কাজটি সংঘটিত করার উদ্দেশ্য এ দুটি বৈশিষ্ট্য অপরাধের জন্য একই সাথে বর্তমান থাকতে হবে।
৫. অপরাধ হতে হলে কাজটি শাস্তিযোগ্য হতে হবে এবং তা অবশ্যই আইনে উল্লেখ থাকবে।
উপসংহার : পরিশেষে বলা যায়, অপরাধ হতে হলে উপর্যুক্ত শর্তসমূহ পূরণ করতে হবে অথবা উপর্যুক্ত বৈশিষ্ট্যসমূহ অপরাধমূলক আচরণে উপস্থিত থাকতে হবে।