General Knowledge

সংশোধনমূলক কার্যক্রমের শ্রেণিবিভাগ উল্লেখ কর।

অথবা, সংশোধনমূলক কার্যক্রমের ধরনসমূহ লিখ।
অথবা, সংশোধনমূলক কার্যক্রম কত প্রকার ও কি কি?
অথবা, সংশোধনমূলক কার্যক্রমকে কয়ভাগে ভাগ করা যায় ।
উত্তর।৷ ভূমিকা :
আমেরিকার বোস্টন শহরে John Augustus (জন অগাস্টাস) নামক একজন জুতার কারিগর ব্যক্তিগত উদ্যোগে সর্বপ্রথম প্রবেশনের সূচনা করেন। তিনি ব্যক্তিগতভাবে একজন মাদকাসক্ত ব্যক্তিকে সংশোধনের মাধ্যমে ১৮৪১ সালে এর সূচনা করেন। পরবর্তীতে অপরাধীদের সংশোধনের উদ্দেশ্যে ১৮৭৮ সালে আমেরিকার ম্যাসাসুয়েটস এ সর্বপ্রথম প্রবেশন আইন প্রণীত হয় এবং আরো কিছুকাল পর ১৯২৫ সালে ফেডারেল কোর্ট কর্তৃক প্রবেশন অনুমোদিত হয়।
সংশোধনমূলক কার্যক্রমের শ্রেণিবিভাগ : সংশোধনমূলক কার্যক্রমকে প্রধানত সাতটি শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
১. প্রবেশন
২. প্যারোল,
৩. মুক্ত কয়েদি পুনর্বাসন,
৪. আটক নিবাস বা রিমান্ড হোম,
৫. রোবস্টাল স্কুল,
৬. কিশোর আদালত ও
৭. ট্রেনিং স্কুল।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, সংশোধনমূলক কার্যক্রমের মাধ্যমে অপরাধী বা কিশোর অপরাধীদের চরিত্র সংশোধনের প্রচেষ্টা চালানো হয়। এর মাধ্যমে অপরাধীর হাতকে কর্মীর হাতিয়ারে পরিণত করার চেষ্টা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!