প্রশ্নের উত্তর

বংশধারা কী?

অথবা, বংশধারা বলতে কী বুঝ?
অথবা, বংশধারার সংজ্ঞা দাও।
অথবা, বংশধারা কাকে বলে?
উত্তরা৷ ভূমিকা :
বংশধারা এমন একটি পিতৃ সূত্রীয় গোষ্ঠী যার সদস্যরা একজন অভিন্ন বা একই পূর্বপুরুষ থেকে অবিচ্ছিন্ন বা অখণ্ডিত ধারায় বংশোদ্ভূত।
বংশধারা : বংশধারা বলতে বুঝান হয়ে থাকে বংশের ধারা। বংশের ধারা নিরূপণের বেলায় নৃবিজ্ঞানীদের কাছে জিজ্ঞাসা হচ্ছে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম অর্থাৎ পিতা-মাতা এবং তাদের সন্তান, এ দুই প্রজন্মের সম্পর্ক, কিভাবে সংঘটিত? বংশধারার তাত্ত্বিকদের মতে, প্রতিটি ব্যক্তির সাথে তার পূর্বপুরুষদের সম্পর্ক সংগঠিত হওয়ার ধারাকে বংশধারা বলে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে বংশধারার সংজ্ঞা প্রদান করেছেন। সেগুলো নিম্নরূপ : নৃবিজ্ঞানী ফোর্টস বলেন, একজন ব্যক্তির সাথে তার পিতা-মাতার সম্পর্ক ও পুরুষদের সাথে ব্যক্তির সম্পর্কে বংশধারা বলে । অধ্যাপক মুহাম্মদ হাবিবুর রহমান উল্লেখ করেছেন যে, পূর্বপুরুষের সাথে ব্যক্তির এবং ব্যক্তির সাথে পূর্বপুরুষের সম্পর্কে বুঝানোর জন্য যে প্রত্যয় ব্যবহার করা হয়, তাকে বংশধারা বলে ।
নৃবিজ্ঞানীদের মতে, বংশধারা বা পূর্বপুরুষদের সম্পর্ক দু’ভাবে সংগঠিত হতে পারে। তার বাবার মাধ্যমে, অথবা তার মায়ের মাধ্যমে। তার উত্তরসূরিদের বেলায়, অর্থাৎ তার পরবর্তী প্রজন্মের সাথে, তার সম্পর্ক নিরূপণের মাধ্যমে হতে পারে, হয় তার পুত্রসন্তান বা কন্যা সন্তান। সাধারণত দেখা যায় যে, কোনো একটি বিশেষ লিঙ্গীয় সূত্রিতার উপর জোর দেয়া হচ্ছে না, অপরটির উপর নয়।
উপসংহার : পরিশেষে বলা যায়, জ্ঞাতি সম্পর্কের মধ্যে বংশধারা একটি বিশেষ ভূমিকা পালন করে। এক সূত্রীয় ব্যবস্থায় বংশের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। দুই ভাই ভিন্ন ভিন্ন পরিবার গঠন করে নতুন দুই বংশের প্রধানে পরিণত হতে পারে। তারা অবশ্য একে অপরের আপদে-বিপদে সাহায্য করতে এগিয়ে আসে।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!