অথবা, ভারতীয় সমাজকর্ম শিক্ষা পর্যালোচনা কমিটির মতে মাঠকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য কয়টি ও কী কী?
উত্তর।৷ ভূমিকা : একটি সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের কতকগুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। বিভিন্ন সংস্থা ও মনীষীগণ মাঠকর্ম অনুশীলনের বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলেছেন ।
ভারতীয় সমাজকর্ম শিক্ষা পর্যালোচনা কমিটির মতে মাঠকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য “The view committee on social work Education India.” মাঠকর্মের ৫টি উদ্দেশ্যের কথা বলেছেন।
এগুলো নিম্নরূপ :
১. (Development of skills in problem solving at micro and macro level.) ক্ষুদ্র ও বৃহৎ পর্যায়ে সমস্যা সমাধানে দক্ষতার উন্নয়ন সাধন করা।
২. (Integration of class room learning with field practices.) শ্রেণিকক্ষের শিক্ষার সাথে বাস্তব শিক্ষার সমন্বয় সাধন করা।
৩. (Development of skills required professional practice.) পেশাগত অনুশীলনের জন্য প্রয়োজন দক্ষতার উন্নয়ন সাধন করা।
৪. (Development of proffessional attitudes and values.) পেশাগত মনোভাব, মূল্যবোধের উন্নয়ন সাধন করা।
৫. (Development of self awareness and professional ideas.)আত্মসচেতন এবং পেশাগত ধারণার উন্নয়ন সাধন করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মাঠকর্ম সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত । এর মাধ্যমে সমাজকর্মের ছাত্রীছাত্রীরা ভবিষ্যৎ সমাজকর্মী হিসেবে গড়ে উঠে এবং তাদের জ্ঞান দক্ষতার বিকাশ ঘটে। মাঠকর্ম সম্পন্ন করতে হলে শিক্ষানবিস সমাজকর্মীদের অবশ্যই কতকগুলো নীতিমালা ও মূল্যবোধ মেনে চলতে হয় ।