R. R. Singh তাঁর ‘Field Work in Social Work Education’ নামক গ্রন্থে মাঠকর্মের কী কী লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছেন?

অথবা, R. R. Singh তাঁর ‘Field Work in Social Work Education’ নামক গ্রন্থে মাঠকর্মের কী কী লক্ষ্য ও উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন তা তুলে ধর।
উত্তর।। ভূমিকা :
একটি সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের কতকগুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। বিভিন্ন সংস্থা ও মনীষীগণ মাঠকর্ম অনুশীলনের বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলেছেন।
R. R. Singh প্রদত্ত মাঠকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য
R. R. Singh তাঁর ‘Field Work in Social Work Education’ (1985, P.44-45) গ্রন্থে মাঠকর্মের যেসব উদ্দেশ্যের কথা বলেছেন সেগুলো নিম্নে দেয়া হলো :
১. (To offer purposeful experience to students thought interaction with life situation under supervisory guidance for professional growth interims of knowledge, skills and attitudes.) ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যমূলক শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করা ব্যবহারিক প্রশিক্ষণের উদ্দেশ্যে। এটি তত্ত্বাবধানের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের জ্ঞান, দক্ষতা এবং মনোভাব বৃদ্ধি করে।

২. (To foster attitudes in the students towards professional self development, increasing self
awareness, appreciation of both capacities and limitation.) পেশাগত আত্মোন্নয়ন, আত্মসচেতনতা বৃদ্ধি, দক্ষ
ও সীমাবদ্ধতাকে প্রশংসার জন্য ছাত্র/ছাত্রীদের মনোভাব বৃদ্ধি করা।
৩. (To develop the students the required skills in helping the needy through organizational work and social work methods.) চাহিদাসম্পন্ন লোকদের সাহায্য করার জন্য ছাত্র/ছাত্রীদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করা। এটি সাধারণত সাংগঠনিক কর্ম এবং সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করা হয়ে থাকে। যেমন- শ্রবণ কৌশল,অংশগ্রহণ, যোগাযোগ ইত্যাদি।
৪. (To enable the student to develop and deepen the capacity to relate theory to practice.) তাত্ত্বিক জ্ঞানগুলোকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ/সম্পর্কযুক্ত করার জন্য ছাত্র/ছাত্রীদের দক্ষতার উন্নয়ন সাধন করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মাঠকর্ম সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। এর মাধ্যমে সমাজকর্মের ছাত্রীছাত্রীরা ভবিষ্যৎ সামজকর্মী হিসেবে গড়ে উঠে এবং তাদের জ্ঞান দক্ষতার বিকাশ ঘটে। এক্ষেত্রে উপযুক্ত বৈশিষ্ট্য বজায় রেখেই মাঠকর্ম সম্পন্ন করতে হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/