অথবা, আর. আর. সিংহ প্রদত্ত ব্যবহারিক প্রশিক্ষণ নির্দেশিকা সম্পর্কে ধারণা দাও ।
অথবা, R.R. Sing তার Field Work in Social Work আলোচনা কর।
অথবা, আর আর সিংহ তাঁর Field work in Social work গ্রন্থে মাঠকর্ম সংস্থাপনের যে নির্দেশিকা দিয়েছেন তা আলোচনা কর।
উত্তর।। ভূমিকা : সমাজকর্মে কতিপয় নীতিমালা, মূল্যবোধ, আদর্শ ও পদ্ধতি রয়েছে। এগুলো সমাজকর্মীদের মেনে চলতে হয়। অন্যদিকে মাঠকর্ম সংস্থাপনের জন্যও কতিপয় নির্দেশিকা রয়েছে। এ নির্দেশিকা শিক্ষক, শিক্ষার্থী ও এজেন্সি তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সকলকেই মেনে চলতে হয়।
আর. আর. সিংহ প্রদত্ত ব্যবহারিক প্রশিক্ষণ নির্দেশিকা
R.R. Sing তার Field Work in Social Work নামক গ্রন্থে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণে প্রেরণের পূর্বে কতকগুলো নির্দেশিকা মেনে চলতে হয়। এই নির্দেশিকাগুলো হলোঃ
১. শিক্ষার্থীদের পূর্ব ইতিহাস
২. শিক্ষণের চাহিদা ও এবং শিক্ষার্থীদের সম্ভবনাসমূহ।
৩. শিক্ষার্থীদের আগ্রহের বিষয়।
৪. এজেন্সির চাহিদা ও নীতিসমূহ
৫. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা থেকে এজেন্সির দূরত্ব বিবেচনা করা
৬. এজেন্সি কতজন ছাত্র ও কতজন ছাত্রী বা মোট কতজন প্রশিক্ষণার্থী নেয়ার অনুরোধ করে তা বিবেচনা করা;
৭. তত্ত্বাবধায়কের প্রতিবেদন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী একটি প্রতিষ্ঠানে সংস্থাপন করতে হবে।
৮. স্থানীয় ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, আর আর. সিংহ প্রদত্ত ব্যবহারিক প্রশিক্ষণ নির্দেশিকা মাঠকর্ম অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এসব নির্দেশিকা মেনে চলে শিক্ষার্থীদের মাঠকর্ম সংস্থাপন করা প্রয়োজন।