অথবা,অনমত কাকে বলে?
অথবা,জনমত বলতে কী বুঝ?
অথবা,জনমত কী?
উত্তরা ভূমিকা : জনমত সম্পর্কিত ধারণার উৎপত্তির ইতিহাস অস্পষ্ট। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় জনমত কথাটি নতুন নয়। তবে জনমত সংক্রান্ত ধারণা মোটামুটি প্রাচীন। গ্রিক এবং রোমান আইনে জনমত সম্পর্কিত ধারণার সন্ধান পাওয়া যায়। মধ্যযুগেও এ ধারণা প্রচলিত ছিল। তবে এ সময়কার চিন্তাবিদদের লেখায় এ বিষয়ে সুস্পষ্ট এবং বিজ্ঞানসম্মত আলোচনার অভাব ছিল। সর্বপ্রথম ফরাসি দার্শনিক রুশো এর রচনায় ‘জনমত’ এর রাজনৈতিক পরিচয় পাওয়া যায়।
জনমত : গণতন্ত্র হলো বর্তমান বিশ্বের সর্বজনস্বীকৃত শাসনব্যবস্থা। আর ‘জনমত’ হলো সেই গণতন্ত্রের প্রাণস্বরূপ। এমন একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় সম্পর্কেও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিশেষ মতপার্থক্য বর্তমান। ‘জনমত’ শব্দটির সংজ্ঞা নিয়ে যথেষ্ট মতভেদ আছে। সাধারণভাবে অনেকে বলেন যে, জনগণের অভিমতই হলো জনমত। কিন্তু জনমত সম্পর্কিত ধারণা অস্পষ্ট। তাছাড়া, জনসাধারণ অধিকাংশ ক্ষেত্রেই অসংগঠিত, অম্ল এবং উদাসীন। সেজন্য। জনমত হিসেবে যেসব অভিমত ব্যক্ত হয়, তা আসলে জনগণের মত নয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে জনমতের সংজ্ঞা প্রদান করেছেন :
জে. এ. কেরির মতে , সরকার সম্পর্কে জনসাধারণের এক উল্লেখযোগ্য অংশের দৃঢ় মতামতই হলো জনমত। তিনি বলেন, “Public opinion is a view relating to government held strongly by a considerable number of people to dispose them to a put for action.”
সমাজতত্ত্ববিদ জিলবার্গের মতে, “জনমত বলতে বুঝায় বিভিন্ন জনের মতামতের পারস্পরিক ক্রিয়ার ফলে সৃষ্ট এক সামাজিক ফসল।” (Public opinion is a social product due to the interaction of many minds).
রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস এর মতে, “জন সম্প্রদায়ের কল্যাণ সম্পর্কে জনগণের মতামতের সমষ্টিকে সাধারণত জনমত
বলা হয়।
” মার্কিন চিন্তাবিদ ডিও কী-র মতানুসারে, “ব্যক্তিবর্গের সেই সমস্ত মতই জনমত হিসেবে গণ্য হয় যার গুরুত্ব স্বীকার করে নেয়াটা সরকার যুক্তিযুক্ত বলে মনে করে।
অধ্যাপক লাওয়েল যথার্থই বলেছেন, “জনমত বলে অভিহিত হওয়ার জন্য সমাজের সকলের ঐকমত্য হওয়ার প্রয়োজন হয় না, আবার এর জন্য সংখ্যাগরিষ্ঠের অভিমত হওয়াই যথেষ্ট নয়।” (In order that an opinion may be public a majority is not enough and unanimity is not required.)
রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পিল (Robert Peel) বলেন, “সত্যিকার জনমত হতে হলে একে অবশ্যই জাতীয় কল্যাণ ও স্বার্থভিত্তিক জাতীয় বিষয় ও সমস্যার উপর প্রতিফলিত সজ্ঞান, সচেতন, যুক্তিভিত্তিক সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠের মত হতে হবে।”
মার্কিন মনোবিজ্ঞানী কিমল ইয়ং এর মতে, “জনগণ নির্দিষ্ট কোন সময়ে যে অভিমত পোষণ করে তাই হলো জনমত।” (Public opinion consists of the opinion held by a public at a certain time).
অস্টিন রেনীর মতে, “জনমত বলতে সেই সমস্ত ব্যক্তিগত মতামতের সমষ্টিকে বুঝায় যার প্রতি সরকারি কর্মচারিগণ কিছু পরিমাণে সজাগ থাকেন এবং সরকারি কার্যাবলি নির্ধারণের ক্ষেত্রে তারা এর গুরুত্বের কথা বিবেচনা করেন।
উপসংহার : অবশেষে বলা যায় যে, একটি নির্দিষ্ট সময়ে, যুক্তিযুক্ত এবং কল্যাণকামী জনগণের মতামতই জনমত। অর্থাৎ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কল্যাণধর্মী, যুক্তিভিত্তিক, সুস্পষ্ট উদ্দেশ্য প্রণোদিত, সুচিন্তিত ও সুদৃঢ় মতামতই অনমত যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম।