কোয়ালিশন সরকার কী?

রকেট সাজেশন
রকেট সাজেশন


অথবা, কোয়ালিশন সরকার বলতে কী বোঝ।

উত্তরঃ ভূমিকা : মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কোয়ালিশন সরকার গঠন করা হয়ে থাকে। নিম্নে কোয়ালিশন সরকার কি তা দেয়া হলো ।কোয়ালিশন সরকার যখন একটি দেশে আইনসভার নির্বাচনে কোন বৃহৎ রাজনৈতিক দল এককভাবে নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভে সক্ষম হতে ব্যর্থ হয় তখন ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো সবাই মিলে যে সরকার গঠন করে তাকে কোয়ালিশন বা সম্মিলিত সরকার বলে। ভারত, বাংলাদেশ প্রভৃতি দেশে কোয়ালিশন সরকার গঠন করা হয়।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, এ ধরনের সরকারের স্থায়িত্ব টেকসই হয় না। কেননা বিভিন্ন দলগুলো মিলিতভাবে সরকার গঠন করে। কিন্তু কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণে মতপার্থক্য বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে এ ধরনের সরকারকে বিদায় নিতে হয়। এ প্রসঙ্গে বলা যায় ভারতে অটল বিহারী বাজপাই, আই. কে. গুজরাল, এইচ. ডি. দেবগৌড়া এরা সবাই কোয়ালিশন সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কেউই পূর্ণ মেয়াদ ক্ষমতায় টিকে থাকতে পারেন নি।