সামাজিক সমস্যা কাকে বলে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা,সামাজিক সমস্যা বলতে কী বুঝ? 

অথবা, সামাজিক সমস্যার সংজ্ঞা দাও । 

অথবা, সামাজিক সমস্যা ধারণাটি ব্যাখ্যা কর। 

অথবা, সামাজিক সমস্যা প্রত্যয়টি বর্ণনা কর। 

উত্তর৷ ভূমিকা : অপূর্ণতা হচ্ছে মানবসমাজের একটি অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। সামাজিক বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সমস্যা। বিচিত্র এ মানবজীবন। জীবনের এ বৈচিত্র্যের মাঝে অনেক অবাঞ্ছিত ঘটনা, প্রতিবন্ধকতা এবং নৈরাজ্য মানুষের স্বাভাবিক চলার গতিধারাকে ব্যাহত করে। সুষ্ঠু স্বাভাবিক উন্নয়নের পথ রুদ্ধ করে, যা সমাজ, রাষ্ট্র তথা ব্যক্তি জীবনকে ঈপ্সিত লক্ষ্যে পৌছাতে বাধা সৃষ্টি করে। এ প্রেক্ষিতে সমাজের অধিকাংশ মানুষ এর সংশোধন ও নিরসনের ইচ্ছা পোষণ করে । তখনই অনুরূপ অসুবিধাকে সামাজিক সমস্যা হিসেবে গণ্য করা হয় । 

সামাজিক সমস্যা : সাধারণভাবে সামাজিক সমস্যা বলতে আমরা বুঝি এমন একটি সামাজিক অনভিপ্রেত অবস্থা, যা সমাজের অধিকাংশ লোকের জন্য অনিষ্টকর এবং তাদের অভাব পূরণ ও সামাজিক ভূমিকা পালনের পথে অন্তরায়স্বরূপ। শাব্দিক অর্থে, ইংরেজি ‘Problem’ শব্দের বাংলা পরিভাষা হল সমস্যা। আর ‘Problem’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘Problema’ হতে, যার অর্থ হচ্ছে সমাজ কর্তৃক নিক্ষেপিত এমন একটি ঘটনা, যা সমাজস্থ মানুষের চিন্তাভাবনা বা মনোযোগ আকর্ষণের উপর অবাঞ্ছিত চাপ সৃষ্টি করে। অর্থাৎ, মানুষ যখন কোন নিক্ষেপিত ঘটনা দ্বারা বাধার সম্মুখীন হয়, তখন তা সমস্যারূপে পরিগণিত হয়। সমস্যার সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক এবং প্রচলিত সামাজিক আদর্শ ও মূল্যবোধ সম্পর্কিত থাকায় ‘সামাজিক’ শব্দ দ্বারা সমস্যাকে বিশেষায়িত করা হয়। 

প্রামাণ্য সংজ্ঞা : মনীষীগণ সামাজিক সমস্যা সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হল : 

মনীষী সি. এম. কেস এর মতে, “সামাজিক সমস্যা হল এমন একটি অবস্থা, যা সমাজের উল্লেখযোগ্য সংখ্যক সচেতন ও যোগ্য পর্যবেক্ষকের দৃষ্টি আকর্ষণ করে এবং সে অবস্থা সম্পর্কে যৌথ কার্যক্রম গ্রহণের আবেদন ও অনুভূতি সৃষ্টি হয়।” 

P. B. Horton & J. R. Leslie তাঁদের ‘Sociology of Social Problems’ গ্রন্থে বলেছেন, “সামাজিক সমস্যা হল সমাজ জীবনের এমন একটি অস্বাভাবিক অবস্থা, যা সমাজের উল্লেখযোগ্য অংশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং যার সম্পর্কে যৌথ সামাজিক কার্যক্রমের মাধ্যমে কিছু করার প্রয়োজনীয়তা অনুভূত হয়।” 

সমাজকর্ম অভিধানের ব্যাখ্যানুযায়ী, “সামাজিক সমস্যা হল জনগণের মধ্যে বিদ্যমান এমন অবস্থা, যা কিছু লোকের আদর্শ ও মূল্যবোধের অবক্ষয় এবং আবেগীয় অথবা আর্থিক ক্ষতির কারণরূপে দেখা দেয়। সামাজিক সমস্যার উদাহরণের অন্তর্ভুক্ত হল অপরাধ, সামাজিক বৈষম্য, দারিদ্র্য, বর্ণবাদ, মাদকদ্রব্যের অপব্যবহার সীমিত সম্পদের অসম বণ্টন ।” 

সুতরাং, বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণের আলোকে আমরা বলতে পারি যে, সামাজিক সমস্যা হল সমাজের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় হতে উদ্ভূত এমন এক অপ্রীতিকর অবস্থা, যা অধিকাংশ জনসংখ্যাকে বিরূপভাবে প্রভাবিত করে সমাজ ও জনগণের মধ্যে হতাশা, নৈরাজ্য, উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং যার প্রতি জনগণের একটা নেতিবাচক মনোভাব গড়ে উঠে। যেমন- আমাদের দেশের বিশেষ বিশেষ সামাজিক সমস্যা হল যৌতুক প্রথা, নারী নির্যাতন, কিশোর অপরাধ, জনসংখ্যাধিক্য, ধর্ষণ, পতিতাবৃত্তি ইত্যাদি । 

উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, সামাজিক সমস্যা এক মারাত্মক সামাজিক ব্যাধি, যা সমাজ দেহের অধিকাংশ সদস্যকে প্রভাবিত করে। মূলত সমাজ সৃষ্টির সূচনালগ্ন থেকেই সামাজিক সমস্যার শুরু হয়েছে। প্রাথমিক স্তরে সামাজিক কাঠামো সহজ ও একমুখী থাকায় সমস্যাও ছিল সহজসরল ও একমুখী। কিন্তু কালক্রমে শিল্পবিপ্লবসহ বিভিন্ন কারণে সামাজিক কাঠামো জটিলতার রূপ নেওয়ায় সামাজিক সমস্যাতেও আসে নানা জটিলতা ও যোগ হয় নতুন প্রকৃতি ।