বাংলাদেশে কিভাবে বিবাহবিচ্ছেদ দূর করা যায়?
অথবা, বিবাহবিচ্ছেদ রোধ করার উপায়সমূহ আলোচনা কর।
অথবা, কী কী উপায়ে বিবাহ বিচ্ছেদ দূর করা যায়? আলোচনা কর।
অথবা, বাংলাদেশে বিবাহবিচ্ছেদ দূর করার উপায়সমূহ বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : বিবাহের অন্যতম লক্ষ্য থাকে সুখী দাম্পত্য জীবনযাপন করা। তবে এদের মধ্যে কোনো কারণে বিচ্ছেদ ঘটলেই তা বিবাহবিচ্ছেদ নামে পরিচিতি লাভ করে। বিবাহ বিচ্ছেদ দূর করার উপায় : বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, শারীরিক, মানসিক অবস্থা বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী হলেও তা প্রতিরোধের ব্যাপারটা মূলত প্রত্যক্ষভাবে মনস্তাত্ত্বিক অবস্থার উপর নির্ভর করে। তাই স্বামী-স্ত্রীর মনস্তাত্ত্বিক অবস্থাকে মুখ্য বিবেচনায় এনেই বিবাহবিচ্ছেদ প্রবণতা মোকাবিলা করা দরকার। এ ব্যাপারে সম্ভাব্য
যেসব ব্যবস্থা নেয়া যেতে পারে নিম্নে তা উল্লেখ করা হলো।
সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পারিবারিক দূরত্ব কম রেখে পাত্র পাত্রী নির্বাচন করে বিবাহের কার্যসম্পন্ন করে বিবাহবিচ্ছেদ রোধ করা যায়।
সামাজিক মূল্যবোধ, ধর্মশিক্ষা ও নৈতিক শিক্ষার কার্যকারিতা বৃদ্ধি করে দাম্পত্য জীবনের ভাঙন রোধ করা যায়।
বয়স, শিক্ষা ও দৃষ্টিভঙ্গির সাদৃশ্যতা লক্ষ্য করে বিবাহ ব্যবস্থা করা হলে বিবাহবিচ্ছেদ রোধ করা সম্ভব। পরিবার কেন্দ্রিক সমাজকর্মের সেবাকর্ম ‘পরিবার কল্যাণ’ কর্মসূচি চালু করার মধ্য দিয়ে বিবাহবিচ্ছেদ রোধ
করা যায়। পারিবারিক আয় বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করে দাম্পত্য জীবনের ভাঙন রোধ
করা যায়। যৌতুক প্রথা ও নারী নির্যাতন প্রতিরোধ করার সামাজিক আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েও বিবাহবিচ্ছেদ রোধ করা সম্ভব।
পারিবারিক দায়িত্ব ও সামাজিক শিক্ষাসহ নারী শিক্ষার ব্যাপক প্রসার সাধন করে বিবাহবিচ্ছেদ রোধ করা সম্ভব।
নারী শিক্ষার প্রসার ঘটিয়ে বিবাহবিচ্ছেদ রোধ করা যায়।
যৌন আচরণ শিক্ষা ও যৌনরোগের সুচিকিৎসার সহজ সুযোগ তৈরি করার মধ্য দিয়ে বিবাহবিচ্ছেদ রোধ করা সম্ভব।১০. পারিবরিক আদালত ও বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এর সম্প্রসারণ ঘটিয়ে বিবাহবিচ্ছেদ রোধ করা সম্ভব।
১১. স্বামী স্ত্রীর আয়ের উপর সন্তুষ্ট থেকে জীবনযাপন করলে বিবাহবিচ্ছেদ রোধ করা সম্ভব।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উল্লিখিত উপায়ে বাংলাদেশের বিবাহবিচ্ছেদ মোকাবিলা করা যায়। তবে
মানসিকতার পরিবর্তন ঘটাতে পারলে আমাদের সমাজে বিবাহবিচ্ছেদ যে অনেকাংশে হ্রাস পাবে একথা নিঃসন্দেহে বলা যেতে
পারে। সবার মনে রাখতে হবে বিবাহবিচ্ছেদ সমাজ তথা পারিবারিক মূল্যবোধকে নড়বড়ে করে দেয় যা মোটেও কাম্য নয়।