ক-বিভাগ
কি ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না?
Tommu2D.Wello: Powliot:
উত্তর : দল ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না।
কি ছাড়া কোন সমাজেরই অস্তিত্ব সম্ভব নয়?
উত্তর : দল ছাড়া কোন সমাজেরই অস্তিত্ব সম্ভব নয়।
কার মাধ্যমে মানুষ তার চাহিদা পূরণ ও সমৃদ্ধি অর্জনে সচেষ্ট হয়?
উত্তর : দলের মাধ্যমে মানুষ তার চাহিদা পূরণ ও সমৃদ্ধি অর্জনে সচেষ্ট হয়।
সামাজিক দলের ইংরেজি প্রতিশব্দ কী?
sto boow.Ashed..99 Will A esher: F
উত্তর : সামাজিক দলের ইংরেজি প্রতিশব্দ হলে Social Group |
Grouppo শব্দের অর্থ কী?
bioe nemull to goloslove o
volodovz.T: 17
উত্তর : Grouppo শব্দের অর্থ “An assemblage of person animals so as to from a collective unity.” boowlid A
ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, আনন্দ বা ঘৃণার সাথে মানুষ কোথায় বসবাস করে?
উত্তর : ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, আনন্দ বা ঘৃণার সাথে মানুষ দল ও সমাজে বসবাস করে।
সমাজ কি ধরনের দল দ্বারা গঠিত?
উত্তর : সমাজ অগণিত ও বিচিত্র ধরনের দল দ্বারা গঠিত।
ywollo.co. andien yowllo st
nibbualA 2 niczzull .3s P nibbusl A 2 niszzuH
সামাজিক দল কী?
উত্তর : সামাজিক দল হচ্ছে, দুই বা ততোধিক লোকের মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়ায় গড়ে উঠা একটি সম্পর্ক।
দল কাকে বলে?
উত্তর : একের অধিক লোক কোন সাধারণ উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে কাজ করলে তাকে দল বলে ।
Albion W. Small তাঁর গ্রন্থের নাম কী?
উত্তর : Albion W. Small তাঁর গ্রন্থের নাম General Sociology
“Introduction to the Science of Sociology” গ্রন্থটি কার?
উত্তর : “Introduction to the Science of Sociology”- গ্রন্থটি Park and Burgess
দল গড়ে উঠার মূল প্রেরণা হলো একটি নির্দিষ্ট সমষ্টির মধ্যে সাধারণ স্বার্থ- এটি কার মতামত?
উত্তর : দল গড়ে উঠার মূল প্রেরণা হলো একটি নির্দিষ্ট সমষ্টির মধ্যে সাধারণ স্বার্থ, এটি Edward Sapir এর মতামত।
Principles of Sociology গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Principles of Sociology গ্রন্থটির রচয়িতা Ram Nath Sharma |
Ram Nath Sharma- তার গ্রন্থের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : Ram Nath Sharma তার গ্রন্থের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, ক) সামাজিক দলের সদস্য একে অপরের সম্পর্কযুক্ত, খ) দলীয় সদস্যরা একতাবদ্ধ জীবন যাপন করে।
Hans Raj-এর গ্রন্থের নাম কী?
উত্তর : Hans Raj-এর গ্রন্থের নাম হলো ‘Introduction to Sociology15 (6)
665 CHUYC 1991
Hans Raj-এর গ্রন্থের যে কোন দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : Hans Raj-এর গ্রন্থের দুটি বৈশিষ্ট্য হচ্ছে (ক) দলের সদস্যদের মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্ক বিদ্যমান থাকে; (খ) দলের সদস্যরা পারস্পরিক স্বার্থ সংরক্ষণে কাজ করে।
দল গঠনের পিছনে কী থাকে?
উত্তর : দল গঠনের পিছনে থাকে অভিন্ন উদ্দেশ্য ও স্বার্থ ।
সামাজিক ও মনস্তাত্ত্বিক সম্পর্কে Ram Nath Sharma কী বলেছেন?
উত্তর : সামাজিক ও মনস্তাত্ত্বিক সম্পর্কে Ram Nath Sharma বলেছেন, “The members of a group are related to each other.”।
‘Folkway’- গ্রন্থটি কার?
উত্তর : ‘Folkway’- গ্রন্থটির লেখক W.G. Summer
‘Folkway’ গ্রন্থটিতে সামাজিক দলকে কয়টি শ্রেণিতে বিভিক্ত করা হয়েছে?
উত্তর : ‘Folkway’ গ্রন্থটিতে সামাজিক দলকে দুইটি শ্রেণিতে বিভিক্ত করা হয়েছে।
‘Folkway’ গ্রন্থটিতে সামাজিক দলকে যে দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে সেগুলো কী?
উত্তর : ‘Folkway’ গ্রন্থটিতে সামাজিক দলকে যে দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে সেগুলো হলো- অন্তঃদল ও বহিঃদল।
Charles A. Ellwood তাঁর গ্রন্থে সামাজিক দলের কয়টি প্রকারভেদ উল্লেখ করেছেন?
উত্তর : Charles A. Ellwood তাঁর গ্রন্থে সামাজিক দলের তিনটি প্রকারভেদ উল্লেখ করেছেন।
‘Psychology of Human Society’- গ্রন্থটি কার?
উত্তর : ‘Psychology of Human Society’- গ্রন্থটির লেখক হচ্ছে Charles A. Ellwood
Charles A. Ellwood তাঁর গ্রন্থের সামাজিক দলের প্রকারভেদ তিনটি কী?
উত্তর : Charles A. Ellwood তাঁর গ্রন্থের সামাজিক দলের প্রকারভেদ তিনটি হচ্ছে- অনৈচ্ছিক দল ও ঐচ্ছিক দল, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক দল এবং অস্থায়ী ও স্থায়ী দল।
Hussain & Alauddin দলকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর : Hussain & Alauddin দলকে তিনটি ভাগে ভাগ করেছেন।
বোগার্ডস দলকে কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন?
উত্তর : বোগার্ডস দলকে ছয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন।
পার্ক ও বার্জেসের মতে দল কয় প্রকার?
উত্তর : পার্ক ও বার্জেসের মতে দল দুই প্রকার।
পার্ক ও বার্জেসের মতে দুই প্রকার দল কী কী?
উত্তর : পার্ক ও বার্জেসের মতে দুই প্রকার দল হলো, রাষ্ট্রাধীন দল ও অ-রাষ্ট্রাধীন দল।
প্রাথমিক দলের উদাহরণগুলো কী কী?
উত্তর : প্রাথমিক দলের উদাহরণগুলো হলো, পরিবার, প্রতিবেশী, শিশুদের খেলার সাথী, স্থানীয় ভ্রাতৃত্ব, বন্ধু, ক্লাব, Peer group ইত্যাদি।
তিনটি প্রাথমিক দলের বৈশিষ্ট্য লিখ।
উত্তর : তিনটি প্রাথমিক দলের বৈশিষ্ট্যগুলো হলো- (১) মুখোমুখি সম্পর্ক বিদ্যমান, (২) প্রাথমিক দল আকারে ছোট, (৩) দলের স্থায়িত্ব রয়েছে।
Sharmen প্রাথমিক দলের বৈশিষ্ট্যকে কয়টি দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেন?
উত্তর : Sharmen প্রাথমিক দলের বৈশিষ্ট্যকে দুইটি দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেন।
Sharmen প্রাথমিক দলের বৈশিষ্ট্যকে যে দুইটি দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেন সেগুলো কী?
উত্তর : Sharmen প্রাথমিক দলের বৈশিষ্ট্যকে যে দুইটি দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেন সেগুলো হলো-
(১) প্রাথমিক দলের বাহ্যিক বৈশিষ্ট্য এবং (২) প্রাথমিক দলের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য।
প্রাথমিক দলের যে কোন একটি গুরুত্ব লিখ।
উত্তর : প্রাথমিক দলের যে কোন একটি গুরুত্ব হলো, সমাজকে স্থিতিশীলভাবে চলতে সহায়তা করে।
মাধ্যমিক দলের উদাহরণগুলো কী কী?
উত্তর : মাধ্যমিক দলের উদাহরণগুলো হলো, রাজনৈতিক দল, শিক্ষক সমিতি, শ্রমিক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব ইত্যাদি ।
মাধ্যমিক দলের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : মাধ্যমিক দলের দুটি বৈশিষ্ট্য হলো- (১) মাধ্যমিক দলের সদস্যপ্রাপ্তি স্বেচ্ছাধীন এবং
(২) এ দলের সদস্য বিশ্বব্যাপী হতে পারে।
প্রাথমিক দল ও মাধ্যমিক দলের মধ্যে একটি পার্থক্য লিখ।
উত্তর : প্রাথমিক দল ও মাধ্যমিক দলের মধ্যে একটি পার্থক্য হলো, প্রাথমিক দল হলো সমাজের মূল ভিত্তি এবং মাধ্যমিক দলের ভূমিকা ততটা গুরুত্বপূর্ণ নয়।
অন্তর্দলের সদস্যদের মধ্যে কি বিদ্যমান থাকে?
উত্তর : অন্তদলের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমবায়িক দৃষ্টিভঙ্গি, সাহায্য, ভ্রাতৃত্ববোধ এবং দলের জন্য উৎসর্গীকৃত মনোভাব বিদ্যমান থাকে ।
‘Social Group Work’- গ্রন্থটি কার?
উত্তর : ‘Social Group Work’ গ্রন্থটির লেখক হলো H.B. Trecker |
‘Social Group Work’- গ্রন্থটিতে ব্যক্তির উপর দলের প্রভাবকে কয়টি সুনির্দিষ্ট দিক থেকে বিবেচনা করা হয়েছে?
উত্তর : ‘Social Group Work’ গ্রন্থটিতে ব্যক্তির উপর দলের প্রভাবকে তিনটি সুনির্দিষ্ট দিক থেকে বিবেচনা করা হয়েছে।
দল সমাজকর্মে উৎপাদন ক্ষমতা কি দ্বারা নির্ধারিত হয়?
উত্তর : দল সমাজকর্মে উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে দলীয় কাঠামো দ্বারা নির্ধারিত হয়।
কাদের জন্য সার্বিক নিরাপত্তা বিধান খুবই প্রয়োজনীয়?
উত্তর : পঙ্গু, অনাথ, বৃদ্ধ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য সার্বিক নিরাপত্তা বিধান খুবই প্রয়োজনীয়।
সামাজিক দলসমূহ কিসে সোচ্চার থাকে?
উত্তর : সামাজিক দলসমূহ সমাজের সম্পদের সুষম বণ্টন ও সদ্ব্যবহারে সোচ্চার থাকে।
দলবদ্ধ জীবনযাপন কী?
উত্তর : দলবদ্ধ জীবনযাপন মানুষের স্বভাবজাত ধর্ম।
সামাজিক দল কিসের উপর ভিত্তি করে পরিচালিত হয়?
উত্তর : সামাজিক দল সমষ্টির আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি প্রভৃতির উপর ভিত্তি করে পরিচালিত হয়।
সমষ্টির উন্নয়ন মানে কী?
উত্তর : সমষ্টির উন্নয়ন মানে জনগণের উন্নয়ন।
ধর্মীয় জীবন ছাড়া কী অর্থহীন?
উত্তর : ধর্মীয় জীবন ছাড়া ব্যক্তির অস্তিত্বই অর্থহীন।
ব্যক্তির সার্বিক উন্নতি কিভাবে সম্ভব?
উত্তর : ব্যক্তির সার্বিক উন্নতি একমাত্র দলীয় জীবনের মাধ্যমেই সম্ভব।
‘Hand Book of Society’- নামক গ্রন্থটি কার?
উত্তর : ‘Hand Book of Society’ নামক গ্রন্থটি সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফের।
সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ সমষ্টির সংজ্ঞা দিতে গিয়ে কি বলেন?
উত্তর : সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ সমষ্টির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সমষ্টি হলো এমন একটি গোষ্ঠী অথন কতকগুলো গোষ্ঠীর সমন্বয় যারা একটি নির্দিষ্ট লোকালয়ে বসবাস করে।
ম্যাকাইভার এর মতে সমষ্টির ভিত্তি কয়টি?
উত্তর : ম্যাকাইভার এর মতে সমষ্টির ভিত্তি হলো দুটি ।
খ-বিভাগ
প্রশ্ন।১।সামাজিক দল বলতে কী বুঝায়?
প্রশ্ন।২।সামাজিক দলের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্রশ্ন।৩।মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী বলতে কী বুঝ?
প্রশ্ন॥৪॥প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো লিখ I
প্রশ্ন।৫।ব্যক্তি জীবনের উপর সামাজিক দলের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥৬॥এফ. গিডিংস (ঋ. এরফফরমহমং) ও অন্যান্য সমাজবিজ্ঞানীর গোষ্ঠীর শ্রেণিবিভাগ উল্লেখ কর।
প্রশ্ন॥৭॥মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন৷৮।দল সমাজকর্মের সংজ্ঞা দাও।
প্রশ্ন॥৯॥দল সমাজকর্মের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
প্রশ্ন।১০।দল সমাজকর্মের উপাদানগুলো লিখ।
প্রশ্ন।১১।সমাজকর্মের একটি পদ্ধতি হিসেবে দল সমাজকর্মের বিকাশ আলোচনা কর।
প্রশ্ন৷১২।দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
প্রশ্ন।১৩।বাংলাদেশে দল সমাজকর্মের পরিধি আলোচনা কর।
প্রশ্ন।১৪।দল সমাজকর্মের প্রক্রিয়াসমূহ সংক্ষেপে তুলে ধর।
প্রশ্ন॥১৫।দল সমাজকর্মের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন॥১৬।দল সমাজকর্মের সেবাদান প্রক্রিয়া ধাপগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷১৭৷দল সমাজকর্মের সেবাদান পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় লিখ।
প্রশ্ন৷১৮৷দলের গতিশীলতা বলতে কী বুঝ?
প্রশ্ন৷১৯৷ গতিশীলতা কত প্রকারের হয়ে থাকে?
প্রশ্ন৷২০।কোন কোন উপাদানের উপর গতিশীলতা নির্ভরশীল তা আলোচনা কর।
প্ৰশ্ন৷২১৷ দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মীর ভূমিকা কী?
প্ৰশ্ন৷২২।দলের গতিশীলতার উপাদানসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷২৩।দলীয় প্রক্রিয়া বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৪।দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে সাদৃশ্যমূলক সম্পর্ক আলোচনা কর ।
প্রশ্ন।২৫।দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্যমূলক সম্পর্ক আলোচনা কর ।
প্রশ্ন৷২৬।দল সমাজকর্ম প্রক্রিয়ায় দল সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর ।
প্ৰশ্ন৷২৭।দলীয় গতিশীলতার নির্দেশকসমূহ লিখ ।
প্রশ্ন৷২৮।দলীয় আন্তঃক্রিয়া বলতে কী বুঝায়?
প্রশ্ন।২৯।আন্তঃক্রিয়া সৃষ্টিতে দল সমাজকর্মীর সহায়ক ভূমিকা তুলে ধর।
প্ৰশ্ন৷৩০৷সহযোগিতার শ্রেণিবিভাগ আলোচনা কর।
প্রশ্ন৷৩১৷৷প্রতিযোগিতা কাকে বলে?
প্রশ্ন।৩২।প্রতিযোগিতার প্রকৃতি তুলে ধর।
প্রশ্ন।৩৩।প্রতিযোগিতার ধরনগুলো তুলে ধর।
প্ৰশ্ন৷৩৪৷৷সমাজে প্রতিযোগিতার ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৫৷সহযোগিতা ও প্রতিযোগিতার পার্থক্য আলোচনা কর।
প্রশ্ন।৩৬।প্রতিযোগিতা ও দ্বন্দ্বের পার্থক্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৭৷সামাজিক জীবনে সহযোগিতা এবং দ্বন্দ্বের সম্পর্ক আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৮।আত্মীকরণ কাকে বলে?
প্ৰশ্ন৷৩৯৷আত্মীকরণের অন্তরায়সমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৪০॥ দলীয় দ্বন্দ্বের সংজ্ঞা দাও।
প্রশ্ন৷৪১৷৷দলীয় দ্বন্দ্বের বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন।৪২।দলীয় দ্বন্দ্বের কারণ আলোচনা কর।
প্রশ্ন॥৪৩৷দলীয় জীবনে দ্বন্দ্বের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন।৪৪।দলীয় দ্বন্দ্ব নিরসনে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৪৫৷দলীয় দ্বন্দ্ব নিরসনের উপায়গুলো বর্ণনা কর।
প্ৰশ্ন৷৪৬।দল সমাজকর্ম প্রক্রিয়ার সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷৪৭৷দল সমাজকর্ম প্রক্রিয়ায় দল সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৪৮৷ব্যক্তিত্বের উন্নয়নে দল সমাজকর্মের প্রভাব আলোচনা কর।
গ-বিভাগ
প্রশ্ন।১।সামাজিক দল বলতে কী বুঝ? সামাজিক দলের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্রশ্ন।২।সামাজিক দলের সংজ্ঞা দাও। সামাজিক দল কত প্রকার ও কী কী আলোচনা কর ।
প্রশ্ন।৩।দল বা গোষ্ঠীর সংজ্ঞা দাও। দলের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ কর।
প্রশ্ন॥৪॥ব্যক্তিজীবনে সামাজিক দলের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥৫॥সামাজিক দল কী? মানব জীবনে সামাজিক দলের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন॥৬॥প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
প্রশ্ন॥৭॥ব্যক্তি ও সমাজজীবনে সামাজিক দলের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৮।দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
প্রশ্ন।৯।দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের উপাদানগুলো কী কী?
প্রশ্ন।১০।দল সমাজকর্মের নীতিমালা আলোচনা কর।
প্রশ্ন।১১।দল সমাজকর্ম বলতে কী বুঝ? সমাজকর্মের একটি পদ্ধতি হিসেবে দল সমাজকর্মের বিকাশ আলোচনা কর।
প্রশ্ন।১২।দল সমাজকর্ম বলতে কী বুঝ? এর লক্ষ্য ও উদ্দেশ্যাবলি বর্ণনা কর ।
প্রশ্ন।১৩।দল সমাজকর্ম কী? বাংলাদেশের শিশু ও যুবকদের জন্য এ পদ্ধতি ব্যবহারের প্রয়োজন নির্দেশ কর।
প্রশ্ন।১৪।বাংলাদেশে দল সমাজকর্মের পরিধি আলোচনা কর।
প্রশ্ন।১৫।দল সমাজকর্মের উদ্দেশ্য ও প্রক্রিয়াসমূহ সংক্ষেপে তুলে ধর।
প্রশ্ন।১৬।দল সমাজকর্ম বলতে কী বুঝ? দল সমাজকর্মের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন॥১৭।দলের গতিশীলতা বলতে কী বুঝ? কোন কোন উপাদানের উপর গতিশীলতা নির্ভরশীল তা আলোচনা কর ।
প্রশ্ন।১৮।গতিশীলতা বলতে কী বুঝ? দলীয় গতিশীলতার প্রকারভেদ আলোচনা কর। এদের মধ্যে কোনটি অধিক উপযোগী?
প্রশ্ন।১৯৷ গতিশীলতা বলতে কী বুঝ? দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মীর ভূমিকা কী?
প্রশ্ন।২০।দলীয় দ্বন্দ্ব কী? দলীয় জীবনে দ্বন্দ্বের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন৷২১৷সহযোগিতা কী? দলীয় জীবনে সহযোগিতার গুরুত্ব আলোচনা কর ।
প্রশ্ন।২২।দলীয় গতিশীলতা বলতে কী বুঝ? দলীয় গতিশীলতার মৌল উপাদানগুলো আলোচনা কর।
প্রশ্ন৷২৩৷৷ দলীয় গতিশীলতা বলতে কী বুঝ? সমাজকর্মীর জন্য দলীয় গতিশীলতার জ্ঞান গুরুত্বপূর্ণ কেন? যুক্তিসহকারে আলোচনা কর।
প্রশ্ন৷২৪৷দল সমাজকর্ম প্রক্রিয়ার পদক্ষেপসমূহ আলোচনা কর।
প্রশ্ন।২৫।দলীয় প্রক্রিয়া বলতে কী বুঝায়? দলীয় প্রক্রিয়ার উপাদানসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২৬৷দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭।দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্যমূলক সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন৷২৮।দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর।
প্রশ্ন।২৯৷দল সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন।৩০।দলের ইতিবাচক মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৩১৷৷দলের নেতিবাচক মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩২।দলীয় মিথস্ক্রিয়ার মাত্রাগত দিক আলোচনা কর। দলীয় দ্বন্দ্ব নিরসনে সমাজকর্মীর ভূমিকা ব্যাখ্যা কর।
প্রশ্ন।৩৩।কী কী কারণে দলীয় দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং কিভাবে তা দূরীকরণ সম্ভব?
প্রশ্ন।৩৪৷৷দলীয় দ্বন্দ্ব কী? দলীয় দ্বন্দ্বের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।