জেলা সমাজকল্যাণ পরিষদের গঠন লিখ ।

উত্তর. ভূমিকা ঃ বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠীর আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। উপরন্তু প্রতিবছর প্রাকৃতিক
দুর্যোগের তাণ্ডবে তাদের অবস্থা আরো বেগতিক হয়ে পড়ে। এজন্য সমাজ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদ গঠিত হয়েছে। যার একটি অঙ্গ হিসেবে কাজ করছে এই জেলা সমাজকল্যাণ পরিষদ। এর মাধ্যমে নির্দিষ্ট জেলার বাসিন্দাদের সার্বিক কল্যাণে প্রচেষ্টা চালানো হচ্ছে। এটি সুসংগঠিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
→ জেলা সমাজকল্যাণ পরিষদ গঠন ঃ জেলা সমাজকল্যাণ পরিষদ গঠন নিম্নে বর্ণিত হলোঃ
১. জেলা প্রশাসক – সভাপতি
২. উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় – সদস্য সচিব
৩. ঐ জেলার থানা নির্বাহী কর্মকর্তা -সদস্য

  1. সিভিল সার্জন -সদস্য
    ৫. জেলা শিক্ষা কর্মকর্তা – সদস্য
    ৬. উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা – সদস্য
    ৭. উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর -সদস্য
    ৮. নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- সদস্য
    ৯. জেলা সমবায় কর্মকর্তা- সদস্য
    ১০. উপপরিচালক, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড – সদস্য
    ১১. জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা – সদস্য
    ১২, জেলার সকল থানা সমাজসেবা কর্মকর্তা -সদস্য
    ১৩. সমাজসেবা কর্মকর্তা, চিকিৎসা সমাজসেবা প্রকল্প – সদস্য
    ১৪. সমাজসেবা কর্মকর্তা, শহর সমাজসেবা প্রকল্প (যদি থাকেন) – সদস্য।
    ১৫. যেসব জায়গায় সিটি কর্পোরেশন আছে সেসব জায়গার সিটি কর্পোরেশনের একজন উপযুক্ত কর্মকর্তা – সদস্য
    ১৬. চেয়ারম্যান, পৌরসভাসমূহ – সদস্য
    ১৭. বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ঐ জেলার জন্য মনোনীত সদস্য – সদস্য
    ১৮. শহর সমাজউন্নয়ন প্রকল্পের সভাপতি – সদস্য
    ১৯. সংশ্লিষ্ট জেলার যে থানায় বা উপজেলায় সমাজকল্যাণ পরিষদ গঠিত হয়েছে -সদস্
    ২০. থানা বা উপজেলার বেসরকারি সদস্য – সদস্য
    ২১. সংশ্লিষ্ট জেলা সমাজকল্যাণ পরিষদ ঐ জেলা হইতে ৩ জন বিশিষ্ট মহিলা সমাজকর্মীকে জেলা সমাজকল্যাণ পরিষদের প্রথম সভায় সদস্য হিসেবে কোআপ্ট করবেন।
    আর এই জেলা সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা রূপে দায়িত্ব পালন করবে সংসদ সদস্যবৃন্দ। এভাবেই জেলা সমাজকল্যাণ পরিষদ গঠিত হয়ে থাকে।
    উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, জেলা সমাজকল্যাণ পরিষদ জেলার অগ্রগতির পথে সকল বাধা দূর করে উন্নয়নকে করায়ত্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ভূমিকা রাখে। তাই বাংলাদেশ সরকারকে জেলার সমাজকল্যাণ পরিষদকে সুবিন্যস্ত ভাবে গড়ে তুলতে হবে।