অথবা, প্রশ্নমালা প্রণয়নের উদ্দেশ্যসমূহ কী কী?
অথবা, প্রশ্নমালা প্রণয়নের উদ্দেশ্যগুলো লিখ।
অথবা, প্রশ্নমালা প্রণয়নের উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : সামাজিক গবেষণায় কোন বিষয়ের উপর প্রাথমিক বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য বা উপাত্ত সংগ্রহের এক গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত কৌশল হচ্ছে প্রশ্নমালা। প্রশ্নমালায় ব্যবহৃত প্রশ্নসমূহের সঠিক, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য উত্তরের উপরই গবেষণার সাফল্য নির্ভর করে। আর এ প্রশ্নমালা প্রণয়নের কতকগুলো উদ্দেশ্য থাকে ।
প্রশ্নমালা প্রণয়নের উদ্দেশ্য : প্রশ্নপত্র প্রণয়নের কতকগুলো উদ্দেশ্য আছে । যেমন-
ক. ছড়িয়ে থাকা বিচ্ছিন্ন জনগণের কাছ থেকে একই বিষয়ে ব্যক্তিগত মতামত সংগ্রহ করা ।
খ. গবেষক ও উত্তরদাতার সুবিধা রক্ষা ।
গ. কাঙ্ক্ষিত উত্তর প্রাপ্তি ।
ঘ. উত্তর সংগ্রহের সহজলভ্যতা।
ঙ. নির্দিষ্ট পদ্ধতির ব্যবহার ।
চ. সময়, অর্থ ও শ্রমের সাশ্রয় এবং
ছ. গবেষকদের গবেষণার মধ্যে সামঞ্জস্য রক্ষা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, পরিসংখ্যানে তথ্য বিশ্লেষণের জন্য প্রশ্নমালা প্রণয়নের মাধ্যমে তথ্যসংগ্রহ করা হয় । প্রশ্নমালা তৈরিতে একদিকে যেমন নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়, তেমনি যাতে প্রশ্নগুলো সহজ ও আকর্ষণীয় হয় সেদিকে লক্ষ রাখা হবে।