অথবা, মতামত জরিপ পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো কী কী?
অথবা, মতামত জরিপ পদ্ধতির ভালো-মন্দ দিকগুলো উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : অপরাধবিজ্ঞানে যেসব পদ্ধতির ভিত্তিতে অপরাধ শনাক্তকরণ হয়ে থাকে তার মধ্যে মতামত জরিপ পদ্ধতি একটি। এ পদ্ধতি সম্পর্কে আলোচনাপূর্বক আমরা এর সুবিধা ও অসুবিধাসমূহ তুলে ধরব।
& মতামত জরিপ পদ্ধতি : এ Opinion survey method প্রয়োগ করে অপরাধীদের সম্পর্কে জনগণের অভিমত কি বা অপরাধের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অপরাধের কারণ ইত্যাদি সম্পর্কে জনমত যাচাই করা হয়। এ জনমত স্বতঃস্ফূর্ত বা সঞ্চারিত দু’রকমভাবেই যাচাই হতে পারে।
সুবিধা : মতামত জরিপ পদ্ধতির সুবিধা নিম্নরূপ :
১. অপরাধ, আইন, আদালত, কারাগার তথা বিচার ও শাসনব্যবস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মতামত গবেষণার কাজে বিশেষ সহায়ক।
২. উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য থেকে গৃহীত Hypothesis যাচাই করে গবেষক মতামত জরিপ পদ্ধতির মাধ্যমে তত্ত্ব প্রদান করতে পারেন।
অসুবিধা : মতামত জরিপ পদ্ধতির অসুবিধাসমূহ নিম্নরূপ :
১. বিভিন্ন স্তরের জনসাধারণের দেয়া তথ্যের গরমিল গবেষণায় ব্যাঘাত ঘটাতে পারে
২. এ গবেষণা পদ্ধতি অনেক সময় নিরপেক্ষ থাকতে পারে না।
সমালোচনা : বাস্তবজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা মানুষের মাঝে মতভেদ দেখতে পাই। প্রতিটি মানুষ তার নিজস্ব মতামতকে শতভাগ শুদ্ধ এবং সঠিক ভাবে, ঠিক এ জায়গাটাতেই মানুষের সংকীর্ণতা বিদ্যমান। আর তাই মতামত জরিপ পদ্ধতির ক্ষেত্রে এটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
মতামত জরিপ পদ্ধতিতে মত দানকারী ব্যক্তিটির বিষয়টি সম্পর্কে সুষ্ঠু জ্ঞান থাকা প্রয়োজন। নিরপেক্ষ থেকে ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার মত দৃঢ়তা যদি ব্যক্তির মাঝে থাকে তাহলেই এ পদ্ধতিটির সার্থক প্রয়োগ সম্ভব।