অপরাধ সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতির সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।

অথবা, অপরাধ সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতির কী কী সুবিধা ও অসুবিধা রয়েছে? লিখ।
অথবা, অপরাধ সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতির ভালো-মন্দ দিকগুলো উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা :
অপরাধ পাঠে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতিটি খুবই উল্লেখযোগ্য পদ্ধতি। এখানে পরিসংখ্যান পদ্ধতি অনুসরণ করে উপাত্ত সংগ্রহ করা হয়। অর্থাৎ কতকগুলো ও কি ধরনের অপরাধ হচ্ছে তা বিচারবিশেষণ এ পদ্ধতির কাজ। বিশিষ্ট অপরাধবিজ্ঞানী Bonger সর্বপ্রথম এ পদ্ধতি ব্যবহার করেন।
সুবিধা : অপরাধবিজ্ঞানের গবেষণায় অপরাধ সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতির সুবিধাগুলো নিম্নরূপ :
১. এ পদ্ধতির সাহায্যে Crime rate এবং Economic condition এর মধ্যে সহসম্পর্ক স্থাপন করা যায়।
২. অপরাধপ্রবণতা ও সামাজিক চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এ পদ্ধতি সহায়ক।

  1. Mean, Tabulation, Classification ইত্যাদি ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা হয়।
    ৪. অপরাধ সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতি প্রয়োগ করে তথ্য সংগ্রহ, শ্রেণীকরণ ও সাধারণীকরণ করা হয়ে থাকে।
    অসুবিধা : অপরাধ সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ এর কিছু অসুবিধা নিম্নরূপ :
    ১.এ পদ্ধতির বিশেষ ত্রুটি হচ্ছে এই যে, অপরাধ সম্পর্কিত নির্ভরযোগ্য সংখ্যাভিত্তিক তথ্যের অভাব পরিলক্ষিত হয়। এ
    ২.এ পদ্ধতি প্রয়োগে অপরাধ গবেষণায় আশানুরূপ ফল পাওয়া যায় না।
    ৩.এ পদ্ধতির সাহায্যে অপরাধ ও তার কারণের মধ্যে একটি সাদামাটা সম্পর্ক তৈরি করা যায় মাত্র। এখানে কোন Consequence এর আলোচনা নেই ।
    8.এ পদ্ধতির সাহায্যে যে তাত্ত্বিক বিবৃতি প্রদান করা হয় সে সম্পর্কে কোন যথাযর্থতা নির্ণয় করা যায় না।
    উপসংহার : পরিশেষে বলা যায় যে, অপরাধ সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধের সম্ভাব্য কারণ ও অপরাধপ্রবণতার মধ্যে সম্পর্ক নির্ণয় এ পদ্ধতির উদ্দেশ্য। তবে অপরাধবিজ্ঞানে এ পদ্ধতি সহায়ক হলেও ত্রুটিজনিত কারণে এর ব্যবহার সীমিত। সে যাই হোক কিছু ত্রুটি কথা সত্ত্বেও এ পদ্ধতির সুবিধা অপরাধবিজ্ঞানে কোন অংশে কম নয়