অথবা, সামাজিক জরিপ ও কেস স্টাডির মধ্যে পার্থক্য নিরূপণ কর।
অথবা, সামাজিক জরিপ ও কেস স্টাডির মধ্যে বৈসাদৃশ্য লিখ।
অথবা, সামাজিক জরিপ ও ঘটনা অনুধ্যানের মধ্যে বৈসাদৃশ্য লিখ।
অথবা, কেস স্টাডি ও সামাজিক জরিপের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অথবা, কেস স্টাডি ও সামাজিক জরিপের মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ কর।
উত্তরায় ভূমিকা : প্রত্যেক বিজ্ঞানের নিজস্ব কিছু পদ্ধতি থাকে, যা অনুসরণ করে ঐ বিজ্ঞান তার কার্যসম্পন্ন করে থাকে। সামাজিক গবেষণার ক্ষেত্রেও পদ্ধতিগত জ্ঞান এক বিশেষ স্থান অধিকার করে আছে। গবেষকগণ গবেষণা পদ্ধতি প্রয়োগ করে তাত্ত্বিক এবং যৌক্তিক উপায়ে গবেষণায় সামগ্রিক বিষয়বস্তু বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান করেন। এক্ষেত্রে যেসব পদ্ধতি ব্যবহার করা হয় তাদের মধ্যে সমাজিক জরিপ ও ঘটনা অনুধ্যান অন্যতম ।
সামাজিক জরিপ ও ঘটনা অনুধ্যানের পার্থক্য : সামাজিক জরিপ ও ঘটনা অনুধ্যান বা কেস স্টাডির মধ্যে পার্থক্যগুলো নিয়ে লেখা হলো :
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায়, সামাজিক জরিপ ও কেস স্টাডির মধ্যে অনেক পার্বত
থাকলেও উভয়ের মধ্যে মিল পরিলক্ষিত হয়। বস্তুত যখন সামাজিক জরিপ কোন অবস্থা বা সমস্যা সম্পর্কে প্রাপ্ত তথ্য
দিতে পারে না তখন সুগভীর এ সুবিস্তৃত তথ্য পাওয়ার জন্য কেস স্টাডি পদ্ধতির ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে।