নিবিড় পর্যবেক্ষণের ক্ষেত্রে দৃশ্যমান সুবিধা এবং অসুবিধা কী?

অথবা, নিবিড় পর্যবেক্ষণের ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে
লিখ।
উত্তর৷ ভূমিকা :
নিবিড় পর্যবেক্ষণ পদ্ধতিটি অপরাধবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। এক্ষেত্রে অপরাধীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হয়। ফলে একজন গবেষক অপরাধীদের মনোভাব পরবর্তী অপরাধ প্রবণতার কারণ অপরাধ দমন বিভাগ এবং সম্ভাব্য শাস্তির প্রতি অপরাধীদের অকৃত্রিম প্রতিক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের প্রয়াস পান।
নিবিড় পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা : নিম্নে নিবিড় পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করা হলো :
সুবিধা : অপরাধবিজ্ঞানের গবেষণায় Intimate observation method বা নিবিড় পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ হলো :
১. এ পদ্ধতিতে Unreported criminalদের সম্পর্কে গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম।

  1. অপরাধ গবেষণায় এ পদ্ধতিটির মাধ্যমে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় ।
    ৩.এ পদ্ধতিতে অপরাধীদের ভিতরের তথ্য সংগ্রহ সম্ভব।
    ৪.বস্তুনিষ্ঠ ধারণা অর্জন করার মাধ্যমে এ পদ্ধতির মাধ্যমে অপরাধ সম্পর্কে তত্ত্ব প্রতিষ্ঠা করা যায়।
    ৫. গোয়েন্দা সংস্থাগুলো এ পদ্ধতির সাহায্যে অপরাধজগতের গডফাদারদের বিভিন্ন data সংগ্রহ করে।
    অসুবিধা : এ পদ্ধতির অসুবিধাগুলো নিম্নরূপ :
    ১. প্রায়োগিক ক্ষেত্রে এ পদ্ধতিটি বেশ ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
    ২. অপরাধীদের দ্বারা প্রভাবিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ পদ্ধতিতে।
    উপসংহার : বস্তুত পৃথিবীর সব দেশেই ‘Special branch’ এর সদস্যরা এ পদ্ধতিটি সফলতার সাথে প্রয়োগ করেন। তাই অপরাধ শনাক্ত, অপরাধীকে ধরা প্রভৃতি ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ পদ্ধতিটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে।