অথবা, ব্যক্তিগত ঘটনা জরিপ পদ্ধতির উল্লেখযোগ্য ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি তুলে ধর।
উত্তরঃ ভূমিকা : ব্যক্তিগত ঘটনা জরিপ পদ্ধতি অপরাধবিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। কেননা এক্ষেত্রে গবেষক নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে জরিপকার্য পরিচালনা করে এবং তার মতামত নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে
যুক্তিযুক্তভাবে তুলে ধরে।
ব্যক্তিগত ঘটনা জরিপ পদ্ধতি : সর্বপ্রথম এ পদ্ধতি ব্যবহার করেন Fredrich L. Dlay মূলত ১৯২০ সালে অপরাধবিজ্ঞানিগণ অপরাধ ও অপরাধী নির্ণয় করতে এ পদ্ধতি ব্যবহার করেন। এ পদ্ধতিতে কিছু Case নিয়ে গবেষণা করে গবেষক তার সিদ্ধান্তে উপনীত হন। যেমন এসিড নিক্ষেপকারীদের Case study করে দেখা গেছে এর বেশির ভাগ ক্ষেত্রেই ঘটেছে প্রেমে ব্যর্থতা থেকে; যদিও অন্যান্য কারণও আছে। এজন্য আমেরিকাতে একজন অপরাধীকে অপরাধী হিসেবে না দেখে রোগী হিসেবে বিবেচনা করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এ পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ নিম্নে তুলে ধরা হলো:
সুবিধা : ব্যক্তিগত ঘটনা জরিপ পদ্ধতির সুবিধাসমূহ হলো :
১.এটি অপরাধী সম্বন্ধে Up to date information দেয়।
২.এ পদ্ধতির মাধ্যমে অপরাধীর পরিচয়, পরিবার, তার পারিপার্শ্বিকতা, অপরাধমূলক আচরণে প্রবৃত্ত হওয়ার কারণ সম্পর্কে জানা যায়।
৩.Reid তাঁর ‘Crime and criminology’ গ্রন্থে বলেছেন, “The behaviour of individual can be seen o from his or her point of view and all of the variable that might have been relavant to the particular case of delinquency.”
৪.এ পদ্ধতি কোন Particular traits এর উপর আলোকপাত করে না এবং এটি ব্যক্তির উপর প্রভাব ফেলে।
অসুবিধা : এ পদ্ধতির অসুবিধাসমূহ নিম্নরূপ :
১.একক বৃহত্তর জনসংখ্যা সাধারণীকরণের ক্ষেত্রে এ Case study উপযোগী নয়।
২.এটা কোন Representative Samplingএর উপর নির্ভরশীল নয়।
৩.গবেষক এ পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং ধারণার প্রাধান্য দিতে গিয়ে মূল তথ্য আহরণে ব্যর্থ হতে পারেন।
৪.এ পদ্ধতির বড় সমস্যা হলো ‘Finding over subjective’ এ Case study তে উত্তরদাতা অনেক সময় ভুল উত্তর দিয়ে থাকে বা প্রশ্নের nature না বুঝার কারণে সঠিক উত্তরটি না বলে ভুল উত্তর দিয়ে থাকে।
৫. গবেষক অপরাধপ্রবণতা সম্পর্কে জ্ঞান অর্জনের চেয়ে অপরাধীর সংশোধনের উপদেশ বেশি দেন।
উপসংহার : গবেষক মূল্যবোধ নিরপেক্ষা থাকলে এ গবেষণা পদ্ধতির অসুবিধাগুলো দূর করা সম্ভব। বাংলাদেশে এ পদ্ধতিটি কম পরিমাণে প্রচলিত আছে।