বিচ্যুতির সংজ্ঞা দাও।

অথবা, বিচ্যুতি বা ব্যত্যয় কী?
অথবা, বিচ্যুতি বা ব্যত্যয় দ্বারা কী বুঝ? সংক্ষেপে লিখ।
উত্তর৷ ভূমিকা :
সামাজিক জীব হিসেবে স্ব-স্ব সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ এবং আইন মেনে চলতে হয়। কিন্তু সমাজে প্রচলিত এসব যাবতীয় সামাজিক ও ধর্মীয় নিয়মনীতি ভঙ্গ করাই হলো বিচ্যুতি।
বিচ্যুতি : ইংরেজি Deviance এর বাংলা প্রতিশব্দ হলো ‘বিচ্যুতি’ । বিচ্যুতি বলতে এমন এক ধরনের আচরণকে নির্দেশ করে, যা স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী, অপরাধবিজ্ঞানী, তাত্ত্বিক বিভিন্নভাবে বিচ্যুতির সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো : প্রখ্যাত নৃতাত্ত্বিক সমাজবিজ্ঞানী মেটা স্পেন্সার (Meta Spencer) এর মতে, “Any form of behaviour that violates the norms of a social group or a society is deviance.” অপরাধবিজ্ঞানী পোপেনো (Popenoe) বলেছেন, “বিচ্যুতি ইচ্ছে এমন এক আচরণ, যা কোন গোষ্ঠী বা সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে।” (Deviance is a behaviour that violates the social norms of a group or society.) বেটি ইউরবার্গ (Bety Yorburg) বিচ্যুতির সংজ্ঞা দেন এভাবে, “Deviance is a violation of important norms that is strongly disapproved of by a large number of people in a society,”
বিশিষ্ট সমাজবিজ্ঞানী আর. টি. স্কেফার (R.T. Schaefer) বলেন, “Deviance is a behaviour that violates the standards of conduct or expectations of a group or society.” এমিল ডুরখেইম (Emile Durkheim) বলেন, “সমাজ কাঠামোর বৃহৎ অংশ যখন তাদের ন্যায়পরায়ণতা ও সাধুতা হারিয়ে ফেলে মূল্যবোধহীন রাষ্ট্রের বাসিন্দা হয়ে চরম হতাশায় নিমজ্জিত হয়, তখন সেই পরিস্থিতি হলো বিচ্যুতি ।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, মানুষের যে আচরণ সামাজিকভাবে স্বীকৃত নয় এবং যে আচরণ সমাজে প্রচলিত যাবতীয় Expection এর পরিপন্থী সে আচরণই হলো Deviance.