সমস্যা সমাধানে অন্তবর্তীকালীন ব্যবস্থা বলতে কী বুঝ?

অথবা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কী?
অথবা, সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কাকে বলে?
অথবা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সংজ্ঞা দাও ।
অথবা, সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার পরিচয় দাও।
অথবা, সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সম্পর্কে লিখ।
উত্তর।৷ ভূমিকা :
সমাজকর্মীরা সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করে থকেন। এ
প্রাথমিক পদক্ষেপই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিবেচিত।
সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা : ব্যক্তি সমাজকর্মের সমস্যা নিরূপণ প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়কে সমস্যা সমাধান কার্যক্রমে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বলা হয়। অর্থাৎ সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে সমস্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া (যেমন- উদ্বিগ্নতা, অস্থিরতা, উত্তেজনা, চাপ অনুভব ইত্যাদি) থেকে সাহায্যার্থীকে সাময়িকভাবে মুক্ত করার লক্ষ্যে যেসব ব্যবস্থা গৃহীত হয় সেগুলোকে Prognosis বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বলে । সমস্যা সমাধানের সার্বিক কার্যক্রম প্রক্রিয়ায় কোন স্থিতাবস্থা বিরাজ না করার কারণে সকল পর্যায় বা পদক্ষেপকে সূক্ষ্মভাবে ভাষার আঙ্গিকে আনা
কঠিন। তবে এ পর্যায়টি সমস্যার গতি নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে থাকে। সমস্যা যাই হোক এবং যে কারণেই সৃষ্ট হোক না কেন, প্রাথমিক পর্যায়ে ব্যক্তির উপর সমস্যার তাৎক্ষণিক প্রভাব বিশেষভাবে লক্ষ করা যায় ।
সাধারণত সমস্যাগ্রস্ত কোন ব্যক্তি যখন এজেন্সির সাহায্যের জন্য আগমন করে তখন তার মধ্যে এক ধরনের চাপমূলক অবস্থা ও অস্বস্তি বিরাজ করে। এ অবস্থায় তার নিকট থেকে পর্যাপ্ত তথ্যসংগ্রহ অসম্ভব হয়ে পড়ে এবং সমস্যা নির্ণয় ও সমাধান পরিকল্পনা তৈরিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কোন ব্যবস্থা গ্রহণ করা হলে সাহায্যার্থীর মধ্যে সাময়িক স্বস্তির ভাব ফিরে আসে। তাই ব্যক্তিকে অপেক্ষাকৃত সহজে বুঝার জন্য এ সাময়িক উপশমকারী ব্যবস্থা গ্রহণ করতে হয়। এতে তার সমস্যাসংকুল অবস্থার গতিপ্রকৃতি বুঝার উপায় বা পথ উন্মুক্ত হয়। তবে সকল
সাহায্যার্থীর ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন রয়েছে বলে নিশ্চিত করে কিছু বলা যায় না। তাছাড়া এ অবস্থা ব্যক্তি
সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়াতে গতিশীলতা আনয়নে সহায়তা করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমস্যা সমাধনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সাময়িকভাবে কাজে লাগে।তবে এটা সমস্যা সমাধানের কোন স্থায়ী ব্যবস্থা নয়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/