অথবা, বর্ণনামূলক গবেষণার ৭টি বৈশিষ্ট্য লিখ।
অথবা, বর্ণনামূলক গবেষণার বৈশিষ্ট্য উল্লেখ কর।
অথবা, বর্ণনামূলক গবেষণার বৈশিষ্ট্য তুলে ধর।
উত্তরঃ ভূমিকা : নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বৈজ্ঞানিক ও সুসংঘবন্ধ অনুসন্ধান গবেষণা বলা হয়। গবেষণা সেসব কর্মকাণ্ড, যা জ্ঞান অনুসন্ধানের আদর্শে মানসম্মত পদ্ধতির প্রয়োগ করে বিকাশ ভ
অনুসন্ধান কাজের সুবিধার জন্য গবেষণাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এদের মধ্যে বর্ণনামূলক গবেষণা অন্যতম ।
বর্ণনামূলক গবেষণার বৈশিষ্ট্য : যে সব ক্ষেত্রে তেমন গবেষণা পরিচালিত হয়নি, সেসব ক্ষেত্রে বিস্তারিত গবেষণা করাকে বর্ণানমূলক গবেষণা বলে। নিম্নে বর্ণানমূলক গবেষণার বৈশিষ্ট্য তুলে ধরা হলো :
১. গবেষণার বিষয়টি বর্ণনাযোগ্য হতে হবে।
২. উপাত্ত সঠিক, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য হতে হবে।
৩. বর্ণনা এরূপ বিস্তারিত হতে হবে যাতে করে বিষয়টি সম্পর্কে পূর্ণ ও সঠিক চিত্র পাওয়া সম্ভব হয়।
৪. বর্ণনামূলক গবেষণা নিখুঁতভাবে প্রতিনিধিত্বমূলক নমুনায়ন হয় ।
৫. এ গবেষণা অনুসন্ধানের বিষয় বা ঘটনার বৈশিষ্ট্যকে তুলে ধরে এবং বিভিন্ন চলুকের মধ্যে সম্পর্কের বর্ণনা দেয়।
৬.বর্ণনামূলক গবেষণায় উন্নতমানের নিয়ন্ত্রণ নেই।
৭. বর্ণানমূলক চলকে ধরে নেয়া হয় যে, তা পূর্বজ্ঞাত এবং কোন পর্যায়ে স্পষ্ট হওয়া প্রয়োজন ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক গবেষণার অনেক কিছু বর্ণনামূলক। বর্ণানমূলক গবেষণায় গবেষকের অধিকাংশ উপাত্ত সংগ্রহভিত্তিক কৌশল। যেমন- জরিপ, মাঠ গবেষণা, আধের বিশ্লেষণ এবং ঐতিহাসিক তুলনামূলক গবেষণা ব্যবহার করে।