অথবা, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক প্রণীত সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানদণ্ডসমূহ লিখ।
অথবা, সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানদণ্ডগুলো তুলে ধর।
উত্তর।। ভূমিকা : প্রত্যেক পেশারই পেশাদার ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রণের জন্য কতকগুলো সুনির্দিষ্ট নৈতিক মানদণ্ড রয়েছে। সমাজকর্মের ক্ষেত্রেও তেমনি কতকগুলো নৈতিক মানদণ্ড রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব মানদণ্ডগুলো অনুসরণ করেই সমাজকর্মীদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়।সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানদণ্ড
নিম্নে সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানদণ্ডসমূহ উল্লেখ করা হলো :
১. সমাজকর্মীর প্রথম দায়িত্ব হলো সাহায্যার্থীর স্বার্থ রক্ষা করা। (The social worker’s primary responsibility is to clients.)
২. সমস্যাগ্রস্ত ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি লক্ষ্য রেখে সমাজকর্মীকে প্রতিটি প্রচেষ্টা চালাতে হবে। (The social worker should make every effort foster maximum self-determination on the part of clients.)
৩. সমস্যাগ্রস্ত ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সমাজকর্মীকে অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং তথ্যাদি গোপন রাখতে হবে। (The social worker should respect the privacy of clients and hold in confidence all information obtained in the course of professional service.)
৪. পারিশ্রমিক নির্ধারণ ক্ষেত্রে সমাজকর্মীকে সততা, যৌক্তিক, বিবেচনা প্রসূত ও সমানুপাতিক হতে হবে এবং পারিশ্রমিক প্রদত্ত সেবা ও সমস্যাগ্রস্ত ব্যক্তির সামর্থ্য সংগতিপূর্ণ হতে হবে। (When setting fees, the social worker should ensure that they are fair, responsible, considerate and commensurate with the service performed and with due regard for the client’s ability to pay.)
উপসংহার : সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে উপরিউক্ত মানদণ্ড বা নীতিমালাসমূহ মেনে চলতে হয়।উপরিউক্ত মানদণ্ড বা নীতিমালাসমূহ মেনে চলতে ব্যর্থ হলে পেশাদার সমাজকর্মী সমাজকর্ম অনুশীলন করতে ব্যর্থ হবেন ।