#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NEC, IMED, NEC, PRSP, CEDAW, ECNEC, HDI, NIPORT.
২। বাংলাদেশে প্রথম জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে?
উঃ ১৯৭৬ সালে।
৩। বাংলাদেশে পরিকল্পনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?/বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন থেকে?
বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
উঃ ১৯৭২ সালে।
৪। মধ্যমেয়াদি পরিকল্পনার সময়কাল কত?
উঃ ১ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়।
৫। ‘The Practice of Macro Social Work’ গ্রন্থের লেখক কে?
উঃ The Practice of Macro Social Work’ গ্রন্থের লেখক- W.G. Bueggemann.
৬। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল লিখ।
উঃ ২০১৬ থেকে ২০২০ খ্রি.।
৭। ‘Social Policy’ বইটির লেখক কে?
উঃ Richard M Titmass:
৮। বাংলাদেশের বর্তমান নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়? / ৰাংলাদেশে সর্বশেষ নারীনীতি কখন প্রণীত হয়?
উঃ ২০১১ সালে।
৯। মেয়াদ অনুযায়ী পরিকল্পনার প্রকারভেদ উল্লেখ কর।
উঃ মেয়াদ অনুযায়ী পরিকল্পনা ও প্রকার। যথা- ১. বার্ষিক পরিকল্পন্ত, ২. মধ্যমেয়াদি পরিকল্পনা ও ৩. প্রেক্ষিত পরিকল্পনা।
১০। সামাজিক নীতি কি?
উঃ সামাজিক নীতি হলো আইন, প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সীর বিধান দ্বারা প্রতিষ্ঠিত যেসব মূলনীতি,কর্মপ্রণালী ও কর্মসম্পাদনের উপায়, সেগুলো মানুষের কল্যাণকে প্রভাবিত করে।
১১। সামাজিক নীতির মডেল কয়টি?
উঃ সামাজিক নীতির মডেল ৭টি। (ক) এলিট মডেল; (খ) প্রাতিষ্ঠানিক মডেল; (গ) স্বার্থদল মডেল; (ঘ) যৌক্তিক কর্মী মডেল; (ঙ) প্রশাসনিক কর্মী মডেল; (চ) দরকষাকষিও আপোশমূলক মডেল ও (ছ) সিস্টেম মডেল।
১২। বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর?/জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কত?
উঃ অষ্টম শ্রেণি পর্যন্ত।
১৩। জাতীয় জনসংখ্যা নীতির মূল লক্ষ্য কি?
উঃ জনসংখ্যা নিয়ন্ত্রণ করা।
১৪। সামাজিক নীতি প্রণয়নের প্রধান ধাপ কোনটি?
উঃ সামাজিক নীতি প্রণয়নের প্রধান ধাপ হলো- (ক) নীতি প্রণয়নের অনুভূত প্রয়োজন ও (খ) কমিটি গঠন।
১৫। বাংলাদেশের বর্তমান শিশুনীতিতে শিশুর বয়সসীমা কত?
উঃ ১৮ বছরের কম বয়সী বাংলাদেশের সকল ছেলে এবং মেয়ে।
১৬। কার্যকরী পরিকল্পনার দু’টি পূর্বশর্ত উল্লেখ কর।
উঃ বাস্তবমূখীতা ও গ্রহণযোগ্যতা।
১৭। উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ?
উঃ রাশিয়া।
১৮। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল উল্লেখ কর।
উঃ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত।
১৯। এলিট মডেল কি?
উঃ সমাজের প্রভাবশালী ব্যক্তি বা দল দ্বারা প্রণীত নীতিকে এলিট মডেল বলে।
২০। জাতীয় শিশু নীতি, ২০০৪ অনুযায়ী শিশু কারা?
উঃ ১৮ বছরের কম বয়সী বাংলাদেশের সকল ছেলে এবং মেয়ে।
২১। শিশুনীতিতে শিশুর বয়সসীমা কত?
উঃ ০-১৮ বছর পর্যন্ত।
২২। সিস্টেম মডেল কী?
উঃ সামাজিক নীতি প্রণয়নে যখন সকলের অংশগ্রহণ থাকে এবং সকল মডেলের মধ্যে সমন্বয় সাধন করা হয় তাকেই সিস্টেম মডেল বলে।
২৩। জাতীয় যুবনীতি, ২০০৩ অনুসারে যুব কারা?
উঃ ১৮-৩৫ বছরের বয়সসীমার মধ্যে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক যুব বলে বিবেচিত।
২৪। উত্তম পরিকল্পনার পূর্বশর্ত কি?
উঃ উত্তম পরিকল্পনার পূর্বশর্ত হলো- ১. তথ্যভিত্তিক; ২. সারল্য ও স্পষ্টতা; ৩. সুস্পষ্ট উদ্দেশ্য; ৪. নমনীয়তা; ৫. বাস্তবমুখী; ৬. গ্রহণযোগ্যতা; ৭. দক্ষ প্রশাসন; ৮. জনগণের অংশগ্রহণ; ৯. ঐক্য ও সমন্বয় ইত্যাদি।
২৫। জাতীয় জনসংখ্যা নীতির স্লেগান কী?
উঃ দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।
২৬। নীতি অনুশীলন কী?
উঃ নীতি অনুশীলন বলতে, এমন এক প্রচেষ্টাকে বোঝায়, যা সামাজিক নীতির উন্নয়ন, বিধিবদ্ধকরণ, বাস্ত বায়ন ও মূল্যায়নকে প্রভাবিত ক(গ) সামাজিক নীতি বাস্তবায়নের তিনটি হাতিয়ারের নাম উল্লেখ কর।
উঃ সামাজিক নীতি বাস্তবায়নের তিনটি হাতিয়ারের মাধ্যমসমূহ হলো- সংবিধান, আইন প্রশাসন ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা।
২৭। বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার অর্থের উৎসগুলো কি?
উঃ কর, রাজস্ব, উদ্বৃত্তি, ঘাটতি ব্যয়, রাষ্ট্রায়ত্ব সংস্থার আয় এবং সঞ্চয়।রে।
২৮। বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কোন সালে হয়েছে?
উঃ ২০১৮ সালে।
২৯। জাতীয় স্বাস্থ্যনীতির মূল্য লক্ষ্য কী?
উঃ মূল লক্ষ্য হলো- সমাজের সর্বস্তরের মানুষের কাছে চিকিৎসার মৌলিক উপকরণ পৌঁছে দেয়া এবং জনগণের পুষ্টির উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা।
৩০। সামাজিক নীতির দুটি নির্ধারক উল্লেখ কর।
উঃ সামাজিক নীতির দুটি নির্ধারক হলো- ১. অর্থনৈতিক নির্ধারক ও ২. রাজনৈতিক নির্ধারক।
৩১। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত?
উঃ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত।
৩২। সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায়?
উঃ প্লেটোর ‘Republic’ গ্রন্থে সর্বপ্রথম পরিকল্পনা ধারণা পাওয়া যায়।
৩৩। বাংলাদেশে সর্বশেষ শিক্ষানীতি কবে প্রণীত হয়?/ বাংলাদেশে জাতীয় শিশুনীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়?
উঃ ২০১০ সালে।
৩৪। বাংলাদেশের সামাজিক নীতি প্রণয়নের প্রধান উৎস কী?
উঃ সংবিধান।
৩৫। উপানুষ্ঠানিক শিক্ষা কি?
উঃ উপানুষ্ঠানিক শিক্ষা প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থা। এর মাধ্যমে যে সকল শিশু-কিশোর বিদ্যালয়ে ভর্তি হতে পারে না বা ঝরে পড়ে যায় তারা মৌলিক শিক্ষা লাভ করবে এবং কিছু ব্যবহারিক শিক্ষাও পাবে যা তারা প্রয়োজনে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে ।
৩৬। সামাজিক নীতির তিনটি মডেল উল্লেখ কর।
উঃ সামাজিক নীতির তিনটি মডেল হলো- ১. এলিট মডেল, ২. প্রাতিষ্ঠানিক মডেল ও ৩. স্বার্থদল মডেল।
৩৭। বাংলাদেশে করের খাত কি কি?
উঃ আয় ও সম্পদ কর, আমদানী শুল্ক, আবগারী শুল্ক,মূল্য সংযোজন কর ও বিক্রয় কর, মোটর যানবাহন কর, বিদ্যুৎ শুল্ক, ষ্ট্যাম্প শুল্ক ইত্যাদি।
৩৮। ঘূর্ণায়মান পরিকল্পনা কী?
উঃ প্রেক্ষিত পরিকল্পনা থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা থেকে দ্বি-বার্ষিক বা বাৎসরিক পরিকল্পনা প্রণয়ন পদ্ধতিকে ঘূর্ণায়মান পরিকল্পনা বলা হয়।
৩৯। জাতীয় জনসংখ্যা নীতি স্লোগান কী?
উঃ “দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়।”
৪০। জনসংখ্যা নীতির স্লোগান কি?
উঃ “দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়।”
৪১। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স কত?
উঃ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৪-৬ বছর পর্যন্ত।
৪২। মধ্যমেয়াদী পরিকল্পনার মেয়াদ কত?
উঃ ১ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়।
৪৩। যে কোনো নীতির চূড়ান্ত অনুমোদন কে করেন?
উঃ রাষ্ট্রপতি।
৪৪। “Social Planning : Concepts and Techniques” গ্রন্থের প্রণেতা কে?
উঃ P.N. Sharma and C.Shastri.
৪৫। প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত?
উঃ প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ২০১০- ২০২১ সাল।
৪৬। উন্নয়ন পরিকল্পনায় অর্থের উৎসগুলো কী?
উঃ কর, রাজস্ব, উদ্বৃত্তি, ঘাটতি ব্যয়, রাষ্ট্রায়ত্ব সংস্থার আয় এবং সঞ্চয়।
৪৭। বাংলাদেশে সর্বপ্রথম কখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়?
উঃ ১৯৭৩ সালে।
৪৮। বিশ্বের কোন দেশে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়?
উঃ ১৯২৮ সালে রাশিয়াতে।
৪৯। সামাজিক নীতির কোন মডেলে সাধারণ মানুষের কোনো প্রতিফলন ঘটে না?
উঃ এলিট মডেল অনুযায়ী সামাজিক নীতি প্রণয়নে সাধারণ মানুষের প্রতিফলন ঘটে না।
৫০। T.H. Marshall সামাজিক নীতির কয়টি মডেলের কথা উল্লেখ করেছেন?
উঃ তিনটি যথা- ১. সামাজিক পর্যায়ে নীতিমালা মডেল; ২. মাঝামাঝি পর্যায়ে নীতি মডেল ও ৩. উদ্বৃত্ত মডেল।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। সামাজিক নীতির লক্ষ্যসমূহ উল্লেখ কর। ১০০%
২। উদ্বৃত্ত নীতি/প্রাতিষ্ঠানিক মডেল কী? ১০০%
৩। নীতি অনুশীলন/বিশ্লেষণ বলতে কী বুঝ? ১০০%
৪। উপানুষ্ঠানিক/প্রাক প্রাথমিক শিক্ষা কী? ১০০%
৫। নারী উন্নয়ন নীতি, ২০১১ এর প্রধান লক্ষ্যগুলো কর। ১০০%
অথবা, জাতীয় নারী উন্নয়ন নীতি, ২০১১ এর কার্যক্রম লিখ।
৬। উত্তম পরিকল্পনার পূর্বশর্তগুলো কী কী? ১০০%
৭। অর্থনৈতিক পরিকল্পনা ও সামাজিক পরিকল্পনার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নের সমস্যা চিহ্নিত কর। ১০০%
৯। জাতীয় শিক্ষা নীতি, ২০১০ অনুযায়ী শিক্ষার স্তরগুলো উল্লেখ কর। ১০০%
১০। সামাজিক নীতি কী? এই নীতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%
১১। পরিকল্পনা কি? পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
১২। শিশু কল্যাণ নীতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ৯৯%
১৩। কর্মসূচি পরিকল্পনা বলতে কি বুঝ? ৯৯%
১৪। উন্নয়ন পরিকল্পনা বলতে কি বুঝ? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
২। নীতি বিশ্লেষণ কী? নীতি বিশ্লেষণে বিভিন্ন পদ্ধতির বর্ণনা দাও। ১০০%
৩। সামাজিক নীতির মডেলগুলো উল্লেখ কর। বাংলাদেশের জন্য উপযোগী সামাজিক নীতির মডেল কোনটি? যুক্তিসহ ব্যাখ্যা কর। ১০০%
৪। সামাজিক নীতি অনুশীলনে একজন সমাজকর্মীর দক্ষতাগুলো আলোচনা কর। ১০০%
অথবা, সামাজিক নীতি বাস্তবায়নে একজন সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
৫। পরিকল্পনার সংজ্ঞা দাও। পরিকল্পনা প্রণয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনায় অর্থ সংস্থাপনের উৎসগুলো লিখ। ১০০%
৭। জাতীয় যুবনীতি, ২০০৩ এর উদ্দেশ্য ও কার্যক্রমসমূহ এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৮। শিশুনীতির মূল লক্ষ্য কি? জাতীয় শিশুনীতির গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
৯। বাংলাদেশের জনসংখ্যা নীতি বাস্তবায়নের কৌশলসমূহ আলোচনা কর। ১০০%
১০। সমাজকল্যাণ পরিকল্পনা কী? সমাজকল্যাণ পরিকল্পনা ও সামাজিক পরিকল্পনার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%
১১। উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনা কর। ৯৯%
১২। পঞ্চবার্ষিক পরিকল্পনায় সমাজকল্যাণ কর্মসূচিসমূহের বিবরণ দাও। ৯৯%
১৩। সমাজকর্ম অনুশীলনে পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর। ৯৮%
১৪। জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১১ এর মূলনীতি ও কর্মকৌশল আলোচনা কর। ৯৯%