অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় ধ্রুপদী সমাজচিন্তা: ২২২০০৩ রকেট স্পেশাল সাজেশন

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। রুশোর সার্বভৌমত্ব-এর অর্থ কি?

উঃ রুশোর সার্বভৌমত্ব এর অর্থ হলো- জনগণের সাধারণ ইচ্ছা।

২। একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কী?

উঃ ঐশ্বরিক যুক্তি বা প্রজ্ঞার প্রতিফলন যখন মানুষের উপরে ঘটে এখন তাকে প্রাকৃতিক আইন বলে ।

৩। অগাস্টিনের মতে কে ‘সিটি অব গড’ – এর সদস্য হতে পারবেন?

উঃ অগাস্টিনের মতে ধর্ম প্রাণ, ন্যায় বান ও নীতিবান সিটিস অব গড হতে পারবেন।

৪। লাইসিয়াম কী?

উঃ লাইসিয়াম হচ্ছে- এরিস্টটলের স্থাপিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

৫। প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি কী?

উঃ প্লেটোর মতে ন্যায়বিচারের ভিত্তি হলো- সাম্যবাদ এবং শিক্ষা ।

৬। “A prince should combine the qualities of a fox and lion.” —উক্তিটি কার?/“পাপীকে ভালোবাস এবং পাপকে ঘৃণা কর”- উক্তিটি কার?/আধুনিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?

উঃ ম্যাকিয়াভেলির।

৭। রুশোর ‘সাধারণ ইচ্ছা’ –র অর্থ কী?

উঃ রুশোর সাধারণ ইচ্ছার অর্থ হলো- জনগণের ইচ্ছা।

৮। ‘ধ্রুপদী’ শব্দের অর্থ কী?

উঃ ‘ধ্রুপদী’ শব্দের অর্থ হলো- চিরায়ত।

৯। ‘Social Contract’ বইটি কে লিখেছেন?

উঃ রুশোর।

১০। কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়?

উঃ জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়।

১১। টমাস হবস এর মতে, আইন কী?

উঃ হবসের মতে প্রাকৃতিক আইন হলো নিরঙ্কুশ আইন।

১২। ইবনে খালদুন রাষ্ট্র বা সভ্যতার উত্থান পতনের কতটি পর্ব উল্লেখ করেছেন?

উঃ ইবনে খালদুন রাষ্ট্র বা সভ্যতার উত্থান-পতনের ৫টি পর্ব উল্লেখ করেছেন।

১৩। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বা পররাষ্ট্র বিষয়ে কৌটিল্য কতটি নীতির উল্লেখ করেছেন?

উঃ কৌটিল্যের মতানুসারে, পররাষ্ট্রনীতির প্রকারভেদ হলো: ১. মিত্র, ২. শত্রু, ৩. সাধারণ রাষ্ট্র, ৪. নিরক্ষেপ রাষ্ট্র।

১৪। ‘The Republic’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ Plato।

১৫। “Strength is power and happiness is its ends”—উক্তিটি কার?

উঃ কৌটিল্যের (Kautilya).

১৬। ‘Two Treaties on Civil Government’ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

উঃ ১৬৯০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

১৭। ‘End will justify the means’-উক্তিটি কার?

উঃ উক্তিটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলীর

১৮। ‘The Prince’ গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কি?

উঃ “The Prince” গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়ই ছিল রাজকুমারের গুণগান কর।

১৯। ‘আসাবিয়া’ বলতে কি বুঝায়?

উঃ ইবনে খালদুনের মতে, গোত্র প্রীতির ধারণা হচ্ছে আসাবিয়া।

২০। কৌটিল্যের অন্য দুটি নাম লিখ।

উঃ চানক্য ও বিষ্ণুগুপ্ত।

২১। প্লেটোর মতে শিক্ষা ব্যবস্থার স্তর কয়টি?

উঃ প্লেটোর শিক্ষার স্তর ২টি-প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষা।

২২। একুইনাসের মতে, শাসক কে?

উঃ একুইনাসের মতে, যিনি সেচ্ছাপ্রনোদিত ভাবে শাসিত জনগণের শান্তি প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে পারবেন তিনিই শাসক।

২৩। প্লেটোর জন্মস্থান কোন নগরী?

উঃ এথেন্সে।

২৪। কৌটিল্যের মতে অর্থ, ধর্ম ও কাম-এই ত্রিবর্গের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?

উঃ কৌটিল্যের মতে অর্থ, ধর্ম ও কাম-এই ত্রিবর্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ ।

২৫। সেন্ট অগাস্টিনের মতে, প্যাগন কারা?

উঃ সেন্ট অগাস্টিনের মতে, বাবার ধর্মের নাম প্যাগন।

২৬। একুইনাসের মতে, আইন কত প্রকার ও কি কি?

উঃ ৪টি। যথা— (ক) শাশ্বত আইন, (খ) প্রাকৃতিক আইন, (গ) ঐশ্বরিক আইন এবং (ঘ) মানবিক আইন।

২৭। ইবনে খালদুন ‘আসাবিয়া’ বলতে কী বুঝিয়েছেন?

উঃ ইবনে খালদুনের মতে, গোত্র প্রীতির ধারণা হচ্ছে আসাবিয়া।

২৮। কে সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন?

উঃ ম্যাকিয়াভেলী প্রথম ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন।

২৯। জন লক কোন দেশে জন্মগ্রহণ করেন?

উঃ ইংল্যান্ডে।

৩০। ম্যাকিয়াভেলীর বিখ্যাত গ্রন্থটির নাম কি?

উঃ The prince.

৩১। Minority should be respected’- উক্তিটি কার?

উঃ John Locke.

৩২। রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কেমন ছিল?

উঃ সৎ, সুন্দর, স্বাধীন ও বন্ধুত্বপূর্ণ।

৩৩। নব্য এরিস্টটল কে?/The City of God গ্রন্থের রচয়িতা কে?

উঃ সেন্ট টমাস একুইনাস।

৩৪। এরিস্টটলের মতে দাস কয় ধরনের?

উঃ দুই ধরনের। যথা- প্রকৃতিগত দাস ও আইনগত দাস ।

৩৫। ক্ষমতার রাজনীতির প্রবক্তা কে?

উঃ টমাস হবস।

৩৬। ‘রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব’ -উক্তিটি কার?

উঃ প্রফেসর উইলোবী।

৩৭। জন লক সম্মতিকে কয়ভাগে ভাগ করেছেন?

উঃ ২ ভাগে। যথা- ১. প্রকাশ্য সম্মতি ও ২. অপ্রকাশ্য সম্মতি।

৩৮। রুশোর দর্শনের মূল লক্ষ্য কী?

উঃ রুশোর দর্শনের মূল লক্ষ্য হলো তিনি নৈতিকতাকে মানুষের তথা সমাজের সুখ শান্তির অন্যতম চাবিকাঠি বলে উল্লেখ করেন।

৩৯। প্লেটো কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ খ্রিস্টপূর্ব ৪২৭ অব্দে গ্রিসের এথেঙ্গে।

৪০। এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনোটি?

উঃ পলিটি (Polity)।

৪১। ‘পলিটিকস’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ ‘পলিটিকস’ গ্রন্থের রচয়িতা এরিস্টটল।

৪২। কৌটিল্য কে ছিলেন?

উঃ উপমহাদেশের তাত্ত্বিক সমাজবিজ্ঞানী ও ভারতীয় কূটনৈতিক পণ্ডিত।

৪৩। অগস্টিন-এর মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত?

উঃ অগাস্টিনের মতে-পৃথিবী দুই ধরনের সমাজে বিভক্ত।

৪৪। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের নাগরকিদের কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন?

উঃ প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের নাগরিকদের তিনটি শ্রেণিতে বিভক্ত করেছেন। যথা-

১. অভিভাবক শ্রেণি (Guardian or Rular class), ২. যোদ্ধা শ্রেণি (Warrior class), ৩. শ্রমিক বা উৎপাদক শ্রেণি (Labour or producing class)

৪৫। ‘আল-উমরান’ কি?

উঃ ‘আল-উমরান’ হলো ইবনে খালদুন রচিত একটি গ্রন্থ। এ গ্রন্থে সমাজতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে। 

৪৬। ইবনে খালদুন-এর মতে ‘রাষ্ট্রের’ মূল ভিত্তি কি?

উঃ ইবনে খালদুনের মতে, ‘সমাজ সংহতি বা ঐক্যচেতনাই রাষ্ট্রশক্তির মূল ভিত্তি।

৪৭। ভারতবর্ষের কোন সম্রাটের আমলে কৌটিল্য প্রধানমন্ত্রী ছিলেন?

উঃ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের আমলে।

৪৮। টমাস হবস-এর মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল?

উঃ নোংরা, পাশবিক, ক্ষণস্থায়ী ও নিঃসঙ্গ।

৪৯। এরিস্টটলের মতে ক্রীতদাস কয় ধরনের?

উঃ দুই ধরনের। যথা- প্রকৃতিগত দাস ও আইনগত দাস ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র কী? ১০০%

২। এরিস্টটলের মতে বিপবের কারণসমূহ কী? ১০০%

৩। একুইনাসের মতে, প্রাকৃতিক ও ঐশ্বরিক আইন কি? ১০০%

৪। হবসের সামাজিক চুক্তির প্রকৃতি ব্যাখ্যা কর। ১০০%

৫। রুশোর মতে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য চিহ্নিত কর। ১০০%

৬। অগাস্টিনের দৃষ্টিতে বিধাতার/পার্থিব রাষ্ট্রের বর্ণনা দাও। ১০০%

৭। শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা বিশ্লেষণ কর। ১০০%

৮। কৌটিল্যের কূটনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ১০০%

অথবা, পররাষ্ট্র বিষয়ক কৌটিল্যের মূলনীতিগুলো সংক্ষেপে লিখ।

৯। এরিস্টটলের/হবসের/একুইনাস সরকারের শ্রেণিবিভাগ আলোচনা কর।  ১০০%

অথবা, একুইনাসের আইনের শ্রেণিবিভাগ আলোচনা কর।

১০।  জন লক/টমাস হবসের  প্রকৃতির রাজ্যের বিবরণ দাও। ১০০%

১১। মানব প্রকৃতি সম্পর্কে হবসের/ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর। ১০০%

১২। ধর্ম, নৈতিকতা, রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর। ১০০%

১৩। কৌটিল্যের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। ৯৯%

১৪। পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ কর। ৯৯%

১৫। প্লেটোর সাম্যবাদ ও রুশোর সাধারণ ইচ্ছা কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের তুলনা কর। ১০০%

২। এরিস্টটলের দাসপ্রথা সম্পর্কিত ধারণা মূল্যায়ন কর। ১০০%

৩। সেন্ট অগাস্টিনের ‘সিটি অব গড’ প্রত্যয়টি ব্যাখ্যা কর। ১০০%

৪। ইবনে খালদুনের মতানুযায়ী রাষ্ট্রের উত্থান -পতন সংক্রান্ত তত্ত্বটি আলোচনা কর। ১০০%

৫। একুইনাসের আইনের ধরণ/আইন তত্ত্ব সংক্ষেপে আলোচনা কর। ১০০%

৬। ম্যাকিয়াভেলীকে আধুনিক সমাজ চিন্তার জনক বলা হয় কেন? আলোচনা কর। ১০০%

৭। সমাজ চিন্তায় কৌটিল্যের/একুইনাসের অবদান ব্যাখ্যা কর। ১০০%

৮। প্রশাসন/রাজ্যপ্রশাসন ও রাজনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা কর। ১০০%

৯। সার্বভৌমত্ব কী? সার্বভৌমত্ব সম্পর্কে টমাস হবসের/রুশোর মতবাদ আলোচনা কর। ১০০%

১০।  রুশোর সামাজিক চুক্তি মতবাদটি পর্যালোচনা কর। ১০০%

১১। রুশোর সাধারণ ইচ্ছা কি?রুশোর সাধারণ ইচ্ছার মৌলিক বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ৯৯%

১২। বিপ্লব তত্ত্ব কী? এরিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা কর। ৯৯%

১৩। শক্তিশালী জাতিরাষ্ট্র সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা পর্যালোচনা কর। ৯৯%

১৪। আসাবিয়া কি? ইবনে খালদুনের “আসাবিয়া” তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%