অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি ২২১৯০৩ রকেট স্পেশাল সাজেশন

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ-BADC, EPZ, BRAC, BCIC, VGF, IBRD, IMF, GATT, NGO, WTO, GDP, ECNEC, ADP, BRDB, 

২। “The Economic Basis of Politics’ গ্রন্থটির লেখক কে?

উঃ চালর্স এ-বিয়ার্ড।

৩। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?/’রাষ্ট্র শোষণের হাতিয়ার’-উক্তিটি কার?

উঃ কার্ল মার্কস।

৪। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?/IMF-এর সদর দপ্তর কোথায়?

উঃ  বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি. যুক্তরাষ্ট্র।

৫। বেসরকারিকরণ বোর্ড কখন গঠিত হয়?

উঃ ১৯৯৩ সালে।

৬। ADB এর সদর দপ্তর কোথায়? 

উঃ ADB এর সদর দপ্তর ফিলিপাইন-এর রাজধানী ম্যানিলায়।

৭। ADB-এর অর্থ কি?

উঃ Asian Development Bank. ADB-এর অর্থ এশীয় উন্নয়ন ব্যাংক।

৮। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? 

উঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।

৯। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 

উঃ চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। 

১০। বিখ্যাত দুইজন কাল্পনিক সমাজতন্ত্রবিদের নাম লিখ।

উঃ দুই জন কাল্পনিক সমাজতন্ত্রবিদের নাম হলো- ১. রবার্ট ওয়েন ও ২. ফ্রেডরিক এঙ্গেলস।

১১। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল?

উঃ ১৯৭৩ সালে।

১২। একনেকের সভাপতি কে?

উঃ  একনেকের সভাপতি প্রধানমন্ত্রী।

১৩। রাজনৈতিক অর্থনীতির জনক কে?/Wealth of Nations গ্রন্থটির লেখক কে?\

‘An Enquiery into the nature and the causes of the Wealth of Nations’ -বইটির লেখক কে?

উঃ এডাম স্মিথ।

১৪। ভ্যাট কোন ধরনের কর?

উঃ ভ্যাট বা মূল্য সংযোজন কর হলো এক ধরনের পরোক্ষ কর।

১৫। সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপের নাম লিখ।

উঃ সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপ হলো-শ্রমিক ক্ষতিপূরণ আইন, মাতৃকল্যাণ আইন, পেনসন।

১৬। দারিদ্র্য কয় প্রকার?

উঃ  দারিদ্র্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়- ১. অনপেক্ষ দারিদ্র্য ও ২. আপেক্ষিক দারিদ্র্য।

১৭। বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত?

উঃ  বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২৫৯১ ডলার।

১৮। বাংলাদেশে কৃষি ঋণের উৎস কয়টি?

উঃ বাংলাদেশের কৃষি ঋণের উৎস দুইটি।

যথা : ১. প্রাতিষ্ঠানিক উৎস ও ২. অপ্রাতিষ্ঠানিক উৎস।

১৯। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ  ১৯৮৩ সালে।

২০। সরকারি আয়ের প্রধান উৎস কি?

উঃ  সরকারি আয়ের প্রধান উৎস হলো- রাজস্ব কর।

২১। ‘Political power always follows Economic power’- উক্তিটি কার?

উঃ  উক্তিটি হ্যারিংটনের।

২২। অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লিখ।

উঃ অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হলো- ১. সঠিক পরিকল্পনা ও ২. সম্পদের সুষ্ঠু ব্যবহার।

২৩। বাংলাদেশে কত ‘বিঘা’ পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত?

উঃ  বাংলাদেশে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ।

২৪। ‘Bangladesh Equitable Growth ‘গ্রন্থটির লেখক কে?

উঃ  “Bangladesh Equitable Growth” গ্রন্থটির লেখক জোসেফ এফ. স্তেপানিক (Joseph F. stepanek)।

২৫। ‘Development planning in Bangladesh এবং  ‘Development strategy of Bangladesh’ গ্রন্থ দু’টির লেখক কে?

উঃ নুরুল ইসলাম (Nurul Islam).

২৬। মিশ্র অর্থনীতি কি?

উঃ যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থনীতি বলে।

২৭। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি নিয়ে আলোচনা করে’-উক্তিটি কার?

উঃ আলফ্রেড মার্শালের।

২৮। “A country is poor because it is poor” উক্তিটি কার?

উঃ অধ্যাপক র‍্যাগনার নার্কস- এর।

২৯। “Social Security” গ্রন্থটির রচয়িতা কে?

উঃ  “Social Security” গ্রন্থটির রচয়িতা W. A. Robson.

৩০। ‘মধ্যবর্তী শাসনব্যবস্থা’ ধারণাটির প্রবক্তা কে?

উঃ  মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা হলেন মাইকেল ক্যালেস্কি।

৩১। বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস কোনটি?

উঃ কৃষি।

৩২। বাংলাদেশে কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৭৩ সালে।

৩৩। বাংলাদেশের মাথাপিছু কৃষি জমির পরিমাণ কত?

উঃ ০.২৫ একর।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।]

১। বিশ্বায়ন কী? ১০০%

২। মিশ্র অর্থনীতি বলতে কী বুঝ? ১০০%

৩। কৃষি যান্ত্রিকীকরণ বলতে কী বুঝায়? ১০০%

৪। ভূমি সংস্কার কাকে বলে? ১০০%

৫। অর্থনৈতিক পরিকল্পনা কী? ১০০%

৬। উন্নয়নশীল দেশ কাকে বলে? ১০০%

৭। ক্ষুদ্র ঋণ ও কৃষি ঋণ কী? ১০০%

৮। বাংলাদেশের শিল্পায়নের সমস্যাসমূহ সংক্ষেপে লিখ। ১০০%

৯। সামাজিক নিরাপত্তা কি? ১০০%

৯। অর্থনৈতিক ক্ষমতা ও পরিকল্পনা কি? ১০০%

১০। কাম্য জনসংখ্যা বলতে কি বুঝ? ১০০%

১১। শিল্পের জাতীয়করণের অসুবিধাসমূহ কী? ৯৯%

১১। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। ব্যাখ্যা কর। ৯৯%

১২। জনসংস্থা ও পূর্ণকর্মসংস্থান কি? ৯৯%

১৩। সরকারি অর্থব্যবস্থাপনা কী? ৯৯%

১৪। উত্তম কর কাঠামোর বৈশিষ্ট্য লিখ। ৯৯%

১৫। বৈদেশিক সাহায্যের নেতিবাচক দিকগুলো লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) (যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। পুঁজিবাদ কী? পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%

২। বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের ভূমিকা আলোচনা কর। ১০০%

৩। কৃষি ঋণ কী? বাংলাদেশের কৃষি ঋণের উৎসসমূহ আলোচনা কর। ১০০%

৪। বাংলাদেশের সামাজিক – অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর। ১০০%

৫। উন্নয়ন অর্থনীতি কি? উন্নয়ন অর্থনীতি অধ্যয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%

৬। বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর। ১০০%

৭। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা কর। ১০০%

৮। শিল্পায়ন কি? বাংলাদেশের শিল্পক্ষেত্রের সমস্যাসমূহ আলোচনা কর। ১০০%

৮। সরকারি অর্থব্যবস্থা ও বেসরকারি অর্থব্যবস্থার পার্থক্য বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

৯। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পায়নে গুরুত্ব আলোচনা কর। ১০০%

১০। সরকারি ব্যয় কী? বাংলাদেশের সরকারি ব্যয়ের ও আয়ের খাতসমূহ আলোচনা কর। ১০০%

১১। বিশ্বায়ন কি? বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ৯৯%

১২। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা আলোচনা কর। ৯৯%

১৩। বাংলাদেশের জনসম্পদ উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক? ৯৯%

১৪। দারিদ্র্য কি? দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচিসমূহ আলোচনা কর। ৯৯%

১৫। বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সরকারি ও বেসরকারি পদক্ষেপসমূহ আলোচনা কর। ৯৯%