অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ ইতিহাস বিষয় বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫): ২২১৫০৩ রকেট স্পেশাল সাজেশন

 #ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। বাংলার কোন সুলতান নৌবাহিনীর গোড়াপত্তন করেন?

উঃ গিয়াস উদ্দিন ইওয়াজ খলজি।

২। আইন-ই-আকবরীর রচয়িতা কে?

উঃ আবুল ফজল।

৩। রিয়াজ-উস-সালাতিন গ্রন্থের রচয়িতা কে?

উঃ “রিয়াজ-উস-সালাতীন’ গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম।

৪। ইবনে বতুতার ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থের নাম কী?

উঃ ইবনে বতুতার ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থের নাম রেহেলা।

৫। পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়।

উঃ ভাগীরথী নদীর তীরে।

৬। বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ।

৭। কোন সুবাদার ঐতিহ্যবাহী ঢাকা নগরীর গোড়াপত্তন করেন?

উঃ সুবাদার ইসলাম খান।

৮। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কত খ্রিষ্টাব্দে বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন?

উঃ ১৬৩৩ খ্রিস্টাব্দে।

৯। মাহুয়ান কে ছিলেন?

উঃ মা-হুয়ান ছিলেন একজন চৈনিক পর্যটক।

১০। “কিরান আস সাদাইন’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ “কিরান-উস-সাদাইন” গ্রন্থের রচয়িতা আমির খসরু।

১১। মানসিংহ কে ছিলেন?

উঃ মানসিংহ ছিলেন সম্রাট আকবরের সেনাপতি। 

১২। বাংলার প্রথম নবাব কে ছিলেন?/মালজামিনী ব্যবস্থা কে প্রবর্তন করেন?/মালজামিনী প্রথা কে প্রবর্তন করেন?

উঃ মুর্শিদকুলী খান।

১৩। বলগাকপুর শব্দের অর্থ কি?

উঃ বিদ্রোহের নগরী।

১৪। সুফীবাদ কী?

উঃ জাগতিক লোভ-লালসা, আনন্দ-উল্লাস, কর্মক্রোধ, ইত্যাদি প্রবৃত্তিকে দমন করে আত্মিক উন্নতি আত্মপরিশুদ্ধি ও স্রষ্টার ধ্যানে মগ্ন থাকার নামই হচ্ছে সূফিবাদ।

১৫। মীর কাশিম কে ছিলেন?

উঃ মীর জাফরের জামাতা ছিলেন।

১৬। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ ১৭৫৭ সালের ২৩ জুন।

১৭। ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন?

উঃ ইসলাম খান ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন।

১৮। পরিবিবির সমাধি সৌধ কোথায় অবস্থিত?

উঃ লালবাগ কেল্লায়।

১৯। মা-হুয়েন কে ছিলেন?

উঃ মা-হুয়ান ছিলেন একজন চৈনিক পর্যটক।

২০। ‘নৃপতি তিলক’ কার উপাধি ছিল?

উঃ ‘নৃপতি তিলক’ আলাউদ্দিন হোসেন শাহের উপাধি

২১। রাজা গনেশ কোথাকার জমিদার ছিলেন?

উঃ দিনাজপুরের অন্তর্গত ভাতুরিয়ার।

২২। ইবনে বতুতা কে ছিলেন?

উঃ ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন পরিব্রাজক।

২৩। বখতিয়ার খলজী কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-মার্গে।

২৪। ‘অন্ধকূপ হত্যা’ কাহিনির প্রচারক কে ছিলেন?

উঃ হলওয়েল।

২৫। পরি বিবি কে ছিলেন?

উঃ সুবাদার শায়েস্তা খানের কন্যা।

২৬। কোন সুলতান বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষকতা করেন?

উঃ আলাউদ্দিন হোসেন শাহ।

২৭। সম্রাট হুমায়ুন গৌড় দখল করে এর কি নাম রাখেন?

উঃ ১৫৩৮ সালে দখল করে এবং নাম রাখেন জান্নাতাবাদ ।

২৮। গৌড়ের “ছোট সোনা মসজিদ” কে নির্মাণ করেন?

উঃ গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন বাংলার সুলতান আলাউদ্দীন হোসেন শাহ ।

২৯। বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের যোগাযোগ ছিল?

উঃ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ্।

৩০। কিরান-উস-সাদাইন গ্রন্থের লেখক কে?

উঃ আমির খসরু।

৩১। বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের সময় বাংলার রাজা কে ছিলেন?

উঃ বখতিয়ার খলজির নদীয়া জয়ের সময় বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন।

৩২। রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?

উঃ রাজমহলের যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

৩৩। অন্ধকূপ হত্যা কি?

উঃ হলওয়েল কর্তৃক সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে ১২৩ জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার কাহিনী।

৩৪। মীর জুমলা কে ছিলেন?

উঃ মীর জুমলা সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি ছিলেন।

৩৫। রাজা গণেশ কে ছিলেন?

উঃ রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন।

৩৬। ইবনে বতুতা কখন বাংলা ভ্রমণ করেন?

উঃ ইবনে বতুতা ১৩৪৬ সালে বাংলা ভ্রমণ করেন।

৩৭। তাবাকাৎ-ই-নাসিরী বিখ্যাত কেন?

উঃ বিভিন্ন শাসকগণের কথা তুলে ধরার জন্য তাবাকাৎ-ই-নাসিরী বিখ্যাত।

৩৮। বখতিয়ার খলজী কখন বাংলা জয় করেন?

উঃ বখতিয়ার খলজি ১২০৪ সালে বাংলা জয় করেন৷

৩৯। “গুণরাজ খান” কার উপাধি ছিল?

উঃ মালাধর বসুর।

৪০। নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?

উঃ মুঙ্গের নামক স্থানে।

৪১। ঈশা খান কে ছিলেন?

উঃ ঈশা খান ছিলেন বার ভূঁইয়াদের প্রধান নেতা।

৪২। কোন ঐতিহাসিক তার গ্রন্থে ইলিয়াস শাহকে “শাহ-ই- বাঙ্গালাহ” নামে উল্লেখ করেছেন?

উঃ সাম্স-ই-সিরাজ-আফিফ।

৪৩। কে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?

উঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।

৪৪। “আদিনা মসজিদ” কোথায় অবিস্থত?

উঃ পান্ডুয়া (কলকাতা)।

৪৫। মীর জাফর কে ছিলেন?

উঃ সিরাজ উদ দৌলার প্রধান সেনাপতি।

৪৬। বাংলায় স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন?

উঃ ফখরুদ্দিন মুবারক শাহ।

৪৭। হিমু কে ছিলেন?

উঃ আদিল শাহের সেনাপতি ছিলেন।

৪৮। পরিবিবি কে ছিলেন?

উঃ সুবাদার শায়েস্তা খানের কন্যা।

৪৯। ‘শাহ-ই-বাঙ্গালা’ কার উপাধি ছিল?

উঃ ‘শাহ-ই-বাঙ্গালা’ ইলিয়াস শাহের উপাধি ছিল। ·

৫০। লামা তারানাথ কে?

উঃ লামা তারানাথ একজন তিব্বতীয় ঐতিহাসিক।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। সুফীবাদ ভক্তিবাদ কী? ১০০%

২। মালজামিনি প্রথা কি? ১০০%

৩। দেওয়ানী বলতে কী বুঝায়? ১০০%

৪। শায়েস্তা খান ও ইবনে বতুতা কে ছিলেন? ১০০%

৫। পরিচয় দাও : মহুয়ান, রাজা গণেশ, শ্রীচৈতন্যদেব। ১০০%

৬। বখতিয়ার খলজির সহজ বাংলা বিজয়ের কারণ কী? ১০০%

৭। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%

৮। সুলতানী আমলে বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা কর। ১০০%

৯। মধ্যযুগের বাংলার ইতিহাসের উৎসরূপে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তাৎপর্য লিখ। ১০০%

১০। পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণ কী? ১০০%

১১। বাংলায় মুঘল সুদৃঢ়করণে ইসলাম খানের অবদান সংক্ষেপে লিখ। ৯৯%

১২। মধ্যযুগের বাংলার ইতিহাসের উতসসমূহ লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের বর্ণনা দাও। ১০০%

২। গিয়াসউদ্দিন ইওয়াজ খলজির কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%

৩। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%

৪। সম্রাট আকবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও। ১০০%

৫। বাংলার সুবাদার হিসেবে মীর জুমলার মর্যাদা সম্পর্কে টীকা লিখ। ১০০%

অথবা, মীর জুমলার কৃতিত্ব আলোচনা কর।

৬। বক্সারের যুদ্ধের কারণও ফলাফল আলোচনা কর। ১০০%

৭। ভক্তিবাদ কী? ভক্তিবাদের মূলধারাগুলো বর্ণনা কর। ১০০%

৮। সুবাদার হিসেবে ইসলাম খানের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%

৯। হুসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন? ১০০%

১০। মধ্যযুগে বাংলার নারীর আর্থসামাজিক মর্যাদা সম্পর্কে টীকা লিখ। ১০০%

১১। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারে দিওয়ানির গুরুত্ব আলোচনা কর। ৯৯%

১২। মারাঠা কারা? তিনি কিভা‌বে মারাঠা আক্রমণ মোকাবিলা করেন? ৯৯%