পরিবর্তনের সংজ্ঞা দাও ।

অথবা, সমাজ পরিবর্তন কী?
অথবা, সামজ পরিবর্তন কাকে বলে?
অথবা, সামজ পরিবর্তন বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা :
সমাজ পরিবর্তনশীল। এ পরিবর্তনশীলতার হার, সময় ও সমাজভেদে ভিন্নতর হতে পারে। Of অর্থাৎ, কোনো সমাজই স্থবির নয়। মানুষের ক্রিয়াকর্ম, ব্যক্তিগত জীবনধারা ও আচরণ পদ্ধতি প্রভৃতি কারণে সমাজ > অনিবার্যভাবে পরিবর্তনের ছোঁয়া লাগে। অনুরূপভাবে বাংলাদেশের বৃহত্তর গ্রামীণ সমাজে রদবদল বা পরিবর্তন বিশেষভাবে | লক্ষণীয়। সমাজের এ আবশ্যিক পরিবর্তনে মানুষ ক্রমশ উন্নততর পর্যায় বা সভ্য অবস্থায় উপনীত হয়েছে। পাশাপাশি নিজস্ব সমাজ সংস্কৃতির অনেকটাই পরিবর্তনের ধাক্কায় হারিয়ে ফেলছে।
সমাজ পরিবর্তন (Social change) : সমাজের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান যেমন- অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক ও ধর্মীয় ইত্যাদির মধ্যে রদবদল, সমাজস্থ মানুষের সামাজিক সম্পর্ক (Social interaction) তথা সমাজকাঠামোর মধ্যকার সার্বিক রদবদল বা পরিবর্তনই সমাজ পরিবর্তন।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন তাত্ত্বিক ও সমাজবিজ্ঞানী সমাজ পরিবর্তনকে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো :
বিখ্যাত তাত্ত্বিক Kingsley Davis তাঁর ‘Human society’ গ্রন্থে বলেছেন, “By social change is meant. only such alteration as occur in social organisation, that is, structure and functions of society”
(p. 622) অর্থাৎ, সামাজিক পরিবর্তন বলতে সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রূপান্তরকে বুঝায়। আসলে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে সমাজের কাঠামো ও ক্রিয়ার ক্ষেত্রে রূপান্তরকেই মূলত সামাজিক পরিবর্তন বলা হয়। ‘Basic sociological principles’ শীর্ষক গ্রন্থে Jones (জোন্স) বলেছেন, “Social change is a term used to describe variations in or modifications of any aspect of social processes, social patterns, social interaction or social organisation.” (p.96) অর্থাৎ, সামাজিক পরিবর্তন এমন একটি শব্দ, যা সামাজিক প্রক্রিয়া, সামাজিক ধরন, সামাজিক মিথস্ক্রিয়া কিংবা সামাজিক সংগঠনের যে কোনো রূপান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। R.M. MacIver & C.H. page বলেছেন, “Our direct concern as sociologists is with social relationships. It is the change in these relationships which alone we shall regard as social change.”
(society, p.511) এর অর্থ হচ্ছে, সমাজবিজ্ঞানীদের প্রত্যক্ষ আলোচ্য বিষয় হলো সামাজিক সম্পর্কের বিভিন্ন রূপ। সেজন্য উক্ত পর্কের ক্ষেত্রে যে রূপান্তর সেটাকেই আমরা কেবল সামাজিক পরিবর্তন বলতে পারি । ‘Cultural sociology’ শীর্ষক গ্রন্থে Gillin & Gillin বলেছেন, “Social changes are variations from the accepted modes of life; whether due to alteration in geographical conditions in cultural equipment, composition of the population, or ideologies and whether brought about by diffusion or inventions within the group.” (p. 561) অর্থাৎ, সামাজিক পরিবর্তন হচ্ছে গ্রহণযোগ্য জীবন পদ্ধতির ক্ষেত্রে রূপান্তর, যা ভৌগোলিক, সাংস্কৃতিক, জনতাত্ত্বিক এবং মতাদর্শগত কারণে সংঘটিত হতে পারে। আর এসব পরিবর্তন যে কোন সামাজিক গোষ্ঠীর অভ্যন্তরে সাংস্কৃতিক ব্যাপ্তি কিংবা উদ্ভাবনের ফলে ঘটতে পারে। M. Ginsberg মন্তব্য করেছেন, “By social change, I understand a change in social structure, eg. the size of the society, the composition or balance of its parts or the type of its organisation.”
(social change, British Journal of sociology, sep 1958, P. 205) অর্থাৎ, সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর পরিবর্তনকে বুঝায়। আর সামাজিক কাঠামো হচ্ছে সমাজের আকৃতি, গড়ন অথবা এর সকল অংশের মধ্যে বিদ্যমান ভারসাম্য ।
উপসংহার : উল্লিখিত সংজ্ঞাসমূহের আলোকে আমরা বলতে পারি যে, সামাজিক পরিবর্তন হচ্ছে মানবসমাজের প্রাতিষ্ঠানিক ও মূল্যমানগত কাঠামোতে পরিবর্তন (A change in institutional normative structure)। সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজবদ্ধ মানুষের জীবনধারার প্রচলিত প্রাতিষ্ঠানিক অবস্থা, বৈষয়িক আচরণ ও ধরনসমূহের পরিবর্তন।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae/