প্রশ্নঃ বর্তমান সরকারের আমলে মুসকের আওতাধীন দ্রব্যসমূহ কী কী ?

[ad_1]

প্রশ্নঃ বর্তমান সরকারের আমলে মুসকের আওতাধীন দ্রব্যসমূহ কী কী ?

উত্তর : বর্তমান সরকারের আমলে মূসকের আওতাধীন দ্রব্যসমূহ :

১. পণ্য : প্লাস্টিকের তৈরি আসবাবপত্র ( উৎপাদন পর্যায়ে ) ।

২. সেবা : ইন্ডেন্টিং সংস্থা , ট্রাভেলিং এজেন্সি ( সেবা প্রদান পর্যায়ে ) ।

৩. বার্ষিক টার্নওভার নির্বিশেষে নিম্নোক্ত পণ্যগুলোকে মূসকের আওতায় আনয়ন : পণ্য – লজেন্স , এনার্জি ড্রিংক , জুস , চানাচুর , প্রসাধনী সামগ্রী , কেক , পরিচর্যা সামগ্রী এবং বিস্কুট ।

৪. ট্যারিফ মূল্য হালনাগাদ : হোয়াইট পেপার , সি আর কয়েল , জিপি শীট , সি আই শীট , স্টেইনলেস স্টীলের তৈরি ব্লেড , ইলেক্ট্রিক ট্রান্সফরমার , বিস্কুট , গুঁড়া দুধ এর উৎপাদন পর্যায়ে ট্যারিফ মূল্য নির্ধারণ করা হয়েছে ।

৫. উৎসে মূল্য সংযোজন কর আদায় কর্তন ও সরকারি ট্রেজারিতে জমা প্রদানের উদ্দেশ্যে প্রণীত সেবার তালিকায় নিম্নলিখিত সেবাসমূহ অন্তর্ভুক্তকরণ :

ক. ডেকোরেটারস ও ক্যাটারার্স ;

খ . নিলামকারী সংস্থা ;

গ . কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস ,

ঘ . আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইন ;

উ . ট্রাভেল এজেন্সি এবং racas .

চ . চাটার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা ।

[ad_2]