প্রশ্নঃ বর্তমানে মূল্য সংযোজন কর ( মূসক ) ব্যবস্থা সহজীকরণ সরলীকরণের নিমিত্তে গৃহীত ব্যবস্থাসমূহ কী কী ?

[ad_1]

প্রশ্নঃ বর্তমানে মূল্য সংযোজন কর ( মূসক ) ব্যবস্থা সহজীকরণ সরলীকরণের নিমিত্তে গৃহীত ব্যবস্থাসমূহ কী কী ?

উত্তর : মূল্য সংযোজন কর ( মূসক ) ব্যবস্থা সহজীকরণ ও সরলীকরণের নিমিত্তে গৃহীত ব্যবস্থাসমূহ নিম্নরূপ :

ক . মূসক আইনে রপ্তানির সংজ্ঞা অন্তর্ভুক্তকরণ ;

খ . যে কোন ন্যায় নির্ধারণী সংক্রান্ত আদেশ এর ( ধারা -৪২ ) বিরুদ্ধে আপিল দায়ের পদ্ধতি সহজীকরণ ;

গ . মূসক বিভাগীয় কর্মকর্তার সংজ্ঞা সংশোধন ;

ঘ . মূসক ফাঁকি রোধকল্পে ধারা -৫৫ সংশোধন ;

ঙ . ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ( SME ) সুবিধার জন্য মূসক প্রদানের নিমিত্তে বার্ষিক টার্নওভার ২৪ ( চব্বিশ ) লক্ষ টাকা হতে বৃদ্ধি করে ৪০ ( চল্লিশ ) লক্ষ টাকা নির্ধারণ ;

চ . দেশের সকল সিটি কর্পোরেশন ও জেলা শহর এলাকায় অবস্থিত বড় ও মাঝারি ব্যবসায়ী / সেবা প্রদানকারীদের ক্ষেত্রে ১ জানুয়ারি , ২০০৯ তারিখ হতে দেশের সকল সিটি কর্পোরেশন এলাকা এবং ১ জুলাই , ২০০৯ তারিখ হতে দেশের সকল জেলা শহর এলাকায় ECR ব্যবস্থার পর্যায়ক্রমিক প্রবর্তন ;

ছ . সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে ব্যাখ্যা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনটি হালনাগাদ করা ;

জ . নির্দিষ্ট সেবার ক্ষেত্রে প্রকৃত মূল্য সংযোজনের হারের ভিত্তিতে কর ধার্যকরণ বিধিমালা , ২০০৯ প্রণয়ন ;

ঝ . ইজারাদার এবং সার্ভেয়ার – এর সংজ্ঞা সংশোধন ও পরিধি সম্প্রসারণ ; এবং

ঞ . Advance Trade VAT ( ATV ) সংক্রান্ত ব্যাখ্যাপত্রের বাতিলপূর্বক নতুন ব্যাখ্যাপত্র জারিকরণ ।

[ad_2]