বাংলাদেশের রাজস্বনীতি ব্যর্থ হওয়ার কারণসমূহ কী কী ?

[ad_1]

প্রশ্ন : বাংলাদেশের রাজস্বনীতি ব্যর্থ হওয়ার কারণসমূহ কী কী ?

উত্তর- বাংলাদেশের রাজস্বনীতি প্রায়ই ব্যর্থ হয় , এর কারণসমূহ হলো :

১. সরকারি খাত অনেক দুর্বল ।

২. অ – আর্থিক খাতের প্রাধান্য বেশি থাকে ।

৩. চরম দুর্নীতি রাজস্ব সংগ্রহে প্রতিবন্ধক এবং ব্যয়ের অর্থ লুটপাট করে ।

৪. কর ফাঁকি থাকে সর্বোচ্চ মাত্রায় এবং কালো টাকার অবাধ ব্যবহার লক্ষ্য করা যায় ।

৫. অর্থ ও মূলধন বাজার সংকীর্ণ ও অসংগঠিত থাকে ।

৬. বিনিময়ভিত্তিক অর্থব্যবস্থা বিদ্যমান থাকে ।

৭. করের স্থিতিস্থাপকতা কম ।

৮. চরম দরিদ্রতা ও বেকারত্বের মধ্যে অতি ছোট বাজেট কাজ করে না । উপরের সমস্যাসমূহ সম্বন্ধে সচেতন থেকে রাজস্বনীতি প্রণয়ন ও বাস্তবায়ন করলে তা সফল হতে পারে ।

[ad_2]