ক- বিভাগ
জাতিসংঘ কী?
উত্তর : একটি আন্তর্জাতিক সংস্থা।
জাতিসংঘের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য কী?
উত্তর : বিশ্বকে যুদ্ধ ও ধ্বংস হতে রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠা করা।
জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন কারা?
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি FD Roosevelt, ব্রিটিশ প্রধানমন্ত্রী Winstone Churchill এবং রাশিয়ার WALIO Joshep Stalin.
জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কোথায়?
উত্তর : Sanfrancicu USA (June 26,
1945).
কতটি দেশ প্রথমে জাতিসংঘের সনদে স্বাক্ষর করে?
উত্তর : ৫০টি।
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত?
উত্তর : ৫১টি।
কোন দেশ ২৬ জুন জাতিসংঘের সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য?
উত্তর : পোল্যান্ড।
পোল্যান্ড কবে জাতিসংঘের সনদে স্বাক্ষর করে?
উত্তর : ১৫ অক্টোবর ১৯৪৫ সালে।
জাতিসংঘ মূলসংস্থা কতটি?
উত্তর : ৬টি
জাতিসংঘের সদরদপ্তর কোথায়?
উত্তর : নিউইয়র্ক।
জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
উ : ট্রিগভেলী (নরওয়ে)।
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তর : বান কি মুন (দক্ষিণ আফ্রিকা)।
বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?
উত্তর : ৮ম।
জাতিসংঘের কোন কোন মহাসচিব শান্তিতে নবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : দ্যাগ ওমারশোল্ড (১৯৬১ সালে) ও কফি আনান (২০০১ সালে)।
জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কমটি?
উত্তর : ১৯৩ (সর্বশেষ দক্ষিণ সুদান)।
জাতিসংঘের সর্বশেষ কোন দেশ সদস্যপদ লাভ করে?
উত্তর : দক্ষিণ সুদান।
বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে (২৯তম অধিবেশনে)।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর : ১৩৬তম।
বাংলাদেশের সদস্যপদ লাভে কোন দেশ Veto প্রদান করেছিল?
উত্তর : চীন।
CEDAW এর পূর্ণরূপ কী?
উত্তর : Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
বাংলাদেশে CEDAW এর সব ধারা অনুমোদন করেনি কেন?
উত্তর : ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে এজন্য।
বাংলাদেশ সরকার CEDAW এর কোন কোন ধারা অনুমোদন করেনি?
উত্তর : ধারা ২ এবং ধারা ১৬ এর ১(গ)।
CEDAW এর একটি ধারা লিখ।
উত্তর : সদস্য রাষ্টসমূহ নারীকে নিয়ে সব ধরনের অবৈধ ব্যবসা ও দেহ ব্যবসার আকারে নারীর শোষণ দমন করার লক্ষ্যে আইনে প্রণয়নের সকল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে (ধারা-৬)।
CSW এর পূর্ণরূপ কী?
উত্তর : Commission on the Status of Women.
CEDAW কত সালে পাস হয়?
উত্তর : ১৯৬৭ সালের ৭ নভেম্বর।
CEDAW কত সালে কার্যকর হয়?
উত্তর : ১৯৮১ সালে।
নারী দশকের কার্যকাল কত?
উত্তর : ১৯৭৬-৮৫ সাল পর্যন্ত।
জাতিসংঘের সাধারণ পরিষদে CEDAW কবে প্রণীত হয়?
উত্তর : ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর।
CEDAW এর ধারা কতটি?
উত্তর : ৩০টি।
CEDAW এর নারী-পুরুষ সংক্রান্ত ধারা কোনগুলো?
উত্তর : ১-১৬ পর্যন্ত ।
বাংলাদেশ সরকার কবে CEDAW সনদ অনুমোদন করে?
উত্তর : ১৯৮৪ সালের ৬ নভেম্বর।
UN এর পূর্ণরূপ কী?
উত্তর : United Nations.
আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে?
উত্তর : ৮ মার্চ ।
CEDAW কী?
উত্তর : CEDAW হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার একটি আন্তর্জাতিক সনদ।
আন্তর্জাতিক নারী দিবসের রূপকার কে?
উত্তর : ক্লারা জেটকিন ।
CEDAW সনদের মূল বাণী কী?
উত্তর : নারী অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি।
নিরাপদ মাতৃত্ব কী?
উত্তর : নিরাপদে মা হওয়া।
নারীর মানবাধিকার সনদ কোনটি?
উত্তর : CEDAW (সিডও)।
‘সিডও’ সনদে কয়টি পরিচ্ছেদ আছে?
উত্তর : ‘সিডও’ সনদে ছয়টি পরিচ্ছেদ আছে।
‘সিডও’ সনদে কয়টি বিধান রয়েছে?
উত্তর : ‘সিডও’ সনদে ৩০ টি বিধান রয়েছে।
‘সিডও’ এর ১-১৬ নং ধারা কী সংক্রান্ত?
উত্তর : ‘সিডও’ এর ১-১৬ নং ধারা নারী-পুরুষের সমঅধিকার সংক্রান্ত।
কত সাল থেকে ‘সিডও’ সনদে স্বাক্ষর শুরু হয়?
উত্তর : ১৯৮০ সাল থেকে ‘সিডও’ সনদে স্বাক্ষর শুরু হয়।
কতটি দেশ ‘সিডও’ সনদ অনুমোদন করে?
উত্তর : ১৮৫টি দেশ ‘সিডও’ সনদ অনুমোদন করে।
‘সিডও’ এর গঠন ও কার্যপন্থা সংক্রান্ত আলোচনা ‘সিড
ও’ এর কত ধারায় রয়েছে?
উত্তর : ‘সিডও’ এর গঠন ও কার্যপন্থা সংক্রান্ত আলোচনা ‘সিডও’ এর ১৭-২২ নং ধারায় রয়েছে।
‘সিডও’-এর প্রশাসন সংক্রান্ত আলোচনা এর কত নং ধারায় রয়েছে?
উত্তর : ‘সিডও’-এর প্রশাসন সংক্রান্ত আলোচনা এর ২৩-৩০ নং ধারায় রয়েছে।
‘সিডও’ সনদ কয়টি নীতির উপর ভিত্তি করে প্রণীত হয়?
উত্তর : ‘সিডও’ সনদ ৩টি নীতির উপর ভিত্তি করে প্রণীত হয়।
‘সিডও’ নীতি কোন তিনটি নীতির উপর ভিত্তি করে প্রণীত হয়?
উত্তর : ‘সিডও’ নীতি নিম্নোক্ত তিনটি নীতির উপর ভিত্তি করে প্রণীত হয়। ১. সমতার নীতি; ২. বৈষম্যহীনতার
নীতি এবং ৩. রাষ্ট্রীয় দায়বদ্ধতা বা বাধ্যাবাধকতার নীতি।
জাতিসংঘের কতটি সনদকে ‘মানবাধিকার’ সনদ হিসেবে আখ্যায়িত করা হয়?
উত্তর : জাতিসংঘের ৭টি সনদকে মানবাধিকার’ সনদ হিসেবে আখ্যায়িত করা হয়।
বাংলাদেশ কত সালে ‘সিডও’ সনদ অনুমোদন করে?
উত্তর : বাংলাদেশ ১৯৮৪ সালের ৬ই নভেম্বর ‘সিডও’ সনদ অনুমোদন করে।
বাংলাদেশ কতটি ‘জাতীয় সিডও রিপোর্ট’ জাতিসংঘের ‘সিডও’ কমিটির কাছে দাখিল করেছে?
উত্তর : বাংলাদেশ পাঁচটি ‘জাতীয় সিডও রিপোর্ট’ জাতিসংঘের ‘সিডও’ কমিটির কাছে দাখিল করেছে।
‘সিডও’ কমিটির ৩১তম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়?
উত্তর : ‘সিডও’ কমিটির ৩১তম অধিবেশন ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
কোন সংগ্রাম বিশ্ব ইতিহাসে নারীর প্রথম সচেতন ও সংঘবদ্ধ সংগ্রাম?
উত্তর : ১৮৫৭ সালের নিউইয়র্ক নারী শ্রমিকের সংগ্রাম বিশ্ব ইতিহাসে নারীর প্রথম সচেতন ও সংঘবদ্ধ সংগ্রাম।
‘৮ মার্চ’-কে ‘আর্ন্তজাতিক নারী দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব রাখেন কে?
উত্তর : ‘৮ মার্চ’-কে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব রাখেন ক্লারা জেটকিন ।
ক্লারা জেটকিন কে ছিলেন?
উত্তর : ক্লারা জেটকিন জার্মান কমিউনিস্ট আন্দোলনের নেত্রী ছিলেন।
কত সালে প্রথম ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়?
উত্তর : ১৯১১ সালে প্রথম ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়।
কত সালে জাতিসংঘ ‘৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর : ১৯৭৫ সালে জাতিসংঘ ‘৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।
কোন সনদ প্রথম নারী-পুরুষের সমতার নীতি এবং নারীর মানবাধিকার স্বীকৃতি দিয়েছে?
উত্তর : জাতিসংঘ সনদই প্রথম নারী-পুরুষের সমতার নীতি এবং নারীর মানবাধিকার স্বীকৃতি দিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বার।
জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশন কতটি রাষ্ট্র যোগ দেয়?
উত্তর : জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে ৫৮ টি রাষ্ট্র যোগ দেয়।
জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণায় কতটি ধারায় প্রধান প্রধান অধিকার ও মৌলিক স্বাধীনতা সংযোজন করা হয়?
উত্তর : জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণায় ৩০টি ধারায় প্রধান প্রধান অধিকার ও মৌলিক স্বাধীনতা
সংযোজন করা হয়।
সর্বজনীন মানবাধিকারের ঘোষণার ৯ নং অনুচ্ছেদে কী বলা হয়েছে?
উত্তর : সর্বজনীন মানবাধিকারের ঘোষণার ৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে স্বেচ্ছামূলকভাবে গ্রেপ্তার, আটক বা নিবার্সন করা যাবে না।
প্রত্যেকের জাতীয়তা লাভের অধিকার রয়েছে, এটি সর্বজনীন মানবাধিকারের ঘোষণার কত নং অনুচ্ছেদে বলা?
উত্তর : প্রত্যেকের জাতীয়তা লাভের অধিকার রয়েছে, এটি সর্বজনীন মানবাধিকারের ঘোষণার ১৫ নং অনুচ্ছেদে বলা।
কত তারিখ বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়?
উত্তর : ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
বিশ্ব নারী সম্মেলন আয়োজক কে?
উত্তর : বিশ্ব নারী সম্মেলন আয়োজক জাতিসংঘ।
জাতিসংঘ এ পর্যন্ত কয়টি বিশ্ব নারী সম্মেলনের আয়োজন করেছে?
উত্তর : জা
তিসংঘ এ পর্যন্ত চারটি বিশ্ব নারী সম্মেলনের আয়োজন করেছে।
প্রথম বিশ্ব নারী সম্মেলনে কোন স্লোগান ঘোষিত হয়?
উত্তর : প্রথম বিশ্ব নারী সম্মেলনে ‘সমতা, উন্নয়ন ও শান্তি’- এ স্লোগান ঘোষিত হয়।
সিডিও (CEDAW) এর কার্যক্রম শুরু হয় কত সালে?
উত্তর : সিডিও (CEDAW) এর কার্যক্রম শুরু হয় ১৯৮১ সালে।
CEDAW কী?
উত্তর : Convention on the Elimination of all torms of Discrimination Against Women.. এটি নারী অধিকার সম্পর্কিত একটি উল্লেখযোগ্য সনদ গৃহীত হয় ১৯৭৯ সালের ৮ ডিসেম্বর।
খ- বিভাগ
প্রশ্ন॥১॥নারীর জাতিসংঘ গৃহীত ক্ষমতায়ন কী?
প্ৰশ্ন৷৷২৷৷ জাতিসংঘ গৃহীত ক্ষমতায়নের পাঁচটি স্তর কী কী?
প্ৰশ্ন৷৩৷৷ CEDAW কী?
প্রশ্ন॥৪॥ CEDAW এর ধারাগুলো সংরক্ষণ কী যুক্তিযুক্ত তোমার মতামত দাও।
প্রশ্ন॥৫॥ CEDAW কী নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে সক্ষম?
প্ৰশ্ন৷৬৷ CEDAW বাস্তবায়নে বাংলাদেশ সরকারের করণীয় কী?
প্ৰশ্ন৷॥৭॥CEDAW এর ধারাসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৮॥ইউনিফেম কাকে বলে?
প্রশ্ন॥৯॥নারী দশকের লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥১০৷জাতিসংঘ নারী দশক বলতে কী বুঝায়?
প্রশ্ন॥১১৷৷জাতিসংঘের নারী বিষয়ের অঙ্গ সংগঠনগুলো কী কী?
প্রশ্ন৷৷১২৷৷UNIFEM ও INSTRAW কী?
প্ৰশ্ন৷১৩৷৷ : জাতিসংঘ গৃহীত ক্ষমতায়ন কী?
প্ৰশ্ন৷৷১৪৷৷ জাতিসংঘ গৃহীত ক্ষমতায়নের পাঁচটি স্তর কী কী?
গ- বিভাগ
প্রশ্ন॥১॥CEDAW কী? এটি কি নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ হিসেবে গৃহীত?
প্রশ্ন॥২॥বাংলাদেশ সরকার CEDAW এর কোন কোন ধারা সংরক্ষণ করেছে? এ সংরক্ষণ বাংলাদেশ সরকারের জন্য কতটুকু যুক্তিযুক্ত?
প্রশ্ন৷৩৷৷নারীর প্রতি সহিংসতার স্বরূপ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৪॥নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৫॥জাতিসংঘ কর্তৃক গৃহীত ক্ষমতায়নের সংজ্ঞা দাও ।
প্রশ্ন॥৬॥নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা ও পদক্ষেপ আলোচনা কর।
প্রশ্ন॥৭॥বিশ্ব নারী সম্মেলন (১৯৭৫-২০০০) সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷॥৮॥নারী দশক লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
প্রশ্ন॥৯॥নারী দশকের সাফল্য মূল্যায়ন কর।
প্রশ্ন৷৷১০৷৷ চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বেইজিং প্লাটফর্ম ফর এ্যাকশন কর্তৃক চিহ্নিত ১২টি বিবেচ্যবিষয় কী কী? এ সম্পর্কে বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।
প্রশ্ন৷৷১১৷৷বেইজিং প্লাস ফাইভ-এর লক্ষ্য এবং জাতিসংঘে এর ভূমিকা বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা কর ।
প্রশ্ন॥১২৷নারী অধিকার বলতে কী বুঝ? বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারী অধিকারসমূহ আলোচনা কর ।
প্রশ্ন৷১৩৷নারীদের আইনগত অধিকার বলতে কি বুঝ?
প্রশ্ন৷১৪৷৷“নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন (সিডও) বস্তুতপক্ষে একটি নারী অধিকার সনদ”-তোমার মতামত দাও।
প্ৰশ্ন৷১৫৷৷ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন সম্পর্কে আলোচনা কর।