২৫ টি ইংরেজি বাক্য যেগুলোর আক্ষরিক অনুবাদ হয়না।

Blow your nose.- (তোমার) নাক পরিষ্কার কর।
Button up your shirt. – শার্টের বোতাম লাগাও।
Tack in your shirt. – তোমার শার্ট ইন কর।
Put on your shoes. – (তোমার) জুতা পরে নাও।
Clip your nails. – (তোমার) নাখ কাট।
Don’t speak ill of others. – অন্যের দোষ ধরো না।
I have a headache. – আমার মাথা ব্যথা করছে।
My head is spinning. – আমার মাথা ঘুরছে।
Your zipper is open. – তোমার চেইন খোলা।
Zip up your pants. – তোমার চেইন লাগাও।
Please be seated. / Have your seat. – দয়া করে বসুন।
Keep smiling. – হাসতে থাকো।
Have patience. – ধৈর্য্য ধর।
Switch on the fan. – পাখাটি চালু কর।
Switch off the light. – বাতিটি বন্ধ কর।
Switch off your phone. – তোমার ফোনটি বন্ধ কর।
Close the windows. – জানালা গুলো বন্ধ কর।
Don’t take it to heart. – মনে কষ্ট নিও না। / কষ্ট পেয়ো না।
My apology. – আমি আমার ভুল স্বীকার করছি।
Don’t lose heart. – সাহস হারিয় না।
Keep in touch. – যোগাযোগ রেখ।
Keep trying. – চেষ্টা চালিয়ে যাও।
Listen to your heart. – তোমার মন কি বলে শোন।