অথবা, আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি কী? বর্ণনা কর।
অথবা, আত্মনিয়ন্ত্রণ অধিকার ধারণাটি ব্যাখ্যা কর।
অথবা, সমাজকর্মের মূল্যবোধ হিসাবে আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পর্কে বিশ্লেষণ কর।
উত্তর।। ভূমিকা : প্রতিটি পেশার ন্যায় সমাজকর্ম পেশারও কতকগুলো মূল্যবোধ রয়েছে। সমাজকর্মীদের এই মূল্যবোধ অনুসরণ করে কাজ করতে হয়। মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনের Guideline বা Principle হিসেবে কাজ করে ।
সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ও মূল্যবোধ : সমাজকর্ম অনুশীলন সমাজকর্মীগণ কতকগুলো সাধারণ মূল্যবোধ অনুসরণ করেন।সমাজকর্মের এ সাধারণ মূল্যবোধগুলোর একটি হলো আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি।নিম্নে এ নীতি নিয়ে আলোচনা করা হলো :
আত্মনিয়ন্ত্রণ অধিকার (Right of self determination)
মানুষ নিজেই তার নিজের ভাগ্য নির্মাতা। আর মানুষকে তার নিজের ভাগ্য নির্মাণে সুযোগ প্রদান বা অধিকার দান হলো আত্মনিয়ন্ত্রণ অধিকার। এটি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা ও মূল্যবোধ হিসেবে বিবেচিত। সমাজকর্ম মানুষকে তার চাহিদা, পছন্দ, সামর্থ্য ও ক্ষমতানুযায়ী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দানে ও সমস্যা সমাধানে তার নিজের ভূমিকা পালনে বিশ্বাসী। একটি সক্ষমকারী প্রক্রিয়া হিসেবে মানুষ নিজেরাই যাতে নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম হয় সমাজকর্ম সে নীতিতে বিশ্বাস করে। এ লক্ষ্যে সমাজকর্ম ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে তৎপর হয় এবং সে অনুযায়ী তাকে সক্ষমতা অর্জনের ক্ষেত্রে সাহায্য করে। সমাজকর্ম বিশ্বাস করে ব্যক্তির নিজের সমস্যা যতটুকু কার্যকরী সমাধান দিতে পারেন অন্য কারও পক্ষে তা সম্ভব নয়। এ কারণে সাহায্যার্থীকে সাহায্য করে। সমাজকর্মীগণ সাহায্যার্থীকে তাদের যোগ্যতা, মেধা, সম্পদ, শক্তি ও সামর্থ্যের ভিত্তিতে সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে সাহায্য করে। সমাজকর্মের এ মূল্যবোধটি সাহায্যার্থীকে পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে সাহায্য করে। জোর করে সাহায্যার্থীর উপর কিছু চাপিয়ে দেয়া সমাজকল্যাণের নীতিমালা ও মূল্যবোধ পরিপন্থী।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে স্বীকৃত। এ মূল্যবোধের আলোকেই সমাজকর্মীরা সাহয্যার্থীদের এমনভাবে সাহায্য করেন যাতে করে সাহায্যার্থী তার নিজস্ব যোগ্যতা বলে নিজের সমস্যা নিজে সমাধান করতে সক্ষম হয়। তাছাড়া কিভাবে সমস্যার সমাধান করা উচিত সে ব্যাপারেও সাহায্যার্থী তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারে।