অর্থবা, সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো উল্লেখ কর।
অথবা, সমাজকর্মের নৈতিক মানদণ্ড কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
অথবা, সমাজকর্মের নৈতিক নীতিমালাসমূহ লিখ।
উত্তরা।। ভূমিকা : প্রত্যেক পেশারই পেশাদার ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রণের জন্য কৃতকগুলো সুনির্দিষ্ট নৈতিক মানদণ্ড রয়েছে। সমাজকর্মের ক্ষেত্রেও তেমনি কতকগুলো নৈতিক মানদণ্ড রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব মানদগুগুলো অনুসরণ করেই সম্রাজকর্মীদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়। National Association Social Worker (NASW) ১৯৯১ সালে সমাজকর্মের ৬টি নৈতিক মানদণ্ড (Ethical Standards) নির্ধারণ করেছে।
সমাজকর্মের নৈতিক মানদণ্ড : নিম্নে National Association Social Worker (NASW) কর্তৃক প্রণীত এই মানদগুগুলো উল্লেখ করা হলো :
১. সাহায্যাথীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব। (Social Workers Ethical Responsibilities to Clients.)
২. সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব। (Social Workers Ethical Responsibilities to Colleagues.)
৩. অনুশীলন ক্ষেত্রে সমাজকর্মীর নৈতিক দায়িত্ব। (Social Workers Ethical Responsibilities to Practice Settings.)
৪. পেশাগত কর্মী হিসেবে সমাজকর্মীর নৈতিক দায়িত্ব। (Social Workers Ethical Responsibilities a Professionals.)
৫. সমাজকর্ম পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব। (Social Workers Ethical Responsibilities to Clients.)
৬. বৃহত্তর সমাজের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব। (Social Workers Ethical Responsibilities to Broader Society.)
উপসংহার : সমাজকর্মীদের উপরিউক্ত ৬টি ক্ষেত্রে মানদণ্ড অনুসরণ করে কাজ করতে হয়। এগুলো অনুসরণ করা তাদের জন্য বাধ্যতামূলক। (Source : NASW Delegate Assembly. : 1999)