সপ্তম অধ্যায়, বাংলাদেশের আন্তর্জাতিক সমাজকল্যাণ সংস্থা

ক-বিভাগ

আন্তর্জাতিক সমাজকল্যাণের সূত্রপাত ঘটে কখন?
উত্তর ঃ যিশু খ্রিস্টের জন্মের পূর্বে।
আন্তর্জাতিক সমাজকল্যাণ সংস্থা কত প্রকার ও কি কি?
উত্তর : ৪ প্রকার। যথা : আন্তর্জাতিক বৈশিষ্ট্যসম্পন্ন সরকারি সংস্থা ও বেসরকারি সংস্থা, জাতীয় সরকারি সমাজকল্যাণ সংস্থা ও বেসরকারি সংস্থা।
দুটি আন্তর্জাতিক পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থার নাম লিখ।
উত্তর ঃ বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ রেডক্রস।
‘YMCA’ কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর ঃ ১৮৪৪ সালে লন্ডনে।
আন্তর্জাতিক সমাজকল্যাণ কি?
উত্তর ঃ একটি সংস্থা দেশের আঙ্গিনা পেরিয়ে অন্যান্য দেশে যখন তার সেবামূলক কার্যক্রম সম্প্রসারিত করে
তখন তাকে আন্তর্জাতিক সমাজকল্যাণ বলে।
ILO সদর দপ্তর কোথায়?
উত্তর ঃ ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
বাংলাদেশ ILO -এর কততম সদস্য?
উত্তর ঃ ১২৩ তম।
FAO এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ Food and Agriculture Organization.
বাংলাদেশ কত সালে FAO-এর সদস্য হয়?
উত্তর : বাংলাদেশ FAO সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ১২ নভেম্বর।
ICSW এর পূর্ণরূপ কি?
উত্তর : International Conference of Social Work.
ICB এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ International Co-ordinating Body.
ওয়াল্ড ভিশন কয়টি মূল্যবোধের আলোকে কাজ করে?
উত্তর ঃ ৬টি।
ওয়ার্ল্ডভিশন-এর দুইটি লক্ষ্য লিখ। ou to collessc0-00
উত্তর ঃ (ক) শিক্ষার উন্নয়ন (খ) মানব সম্পদ উন্নয়ন।
বিশ্বে প্রতিদিন কত জন শিশু HIV তে আক্রান্ত হচ্ছে?
উত্তর ঃ ১,৬০০ জন (১৫ বছরের কম বয়সী)।
WHO এর পূর্ণরূপ কী?
উত্তর ঃ WHO = World Health organization.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি?
উত্তর : বিশ্বের মানুষের স্বাস্থ্য সুরক্ষাকল্পে প্রতিষ্ঠিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর ঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
ইউনেস্কো কি?
উত্তর ঃ ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?
উত্তর ঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে।
ইউনেস্কোর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর ঃ প্যারিসে।
ইউনেস্কোর ৩টি কার্যক্রম উলেখ কর।
উত্তর ঃ ক. শিক্ষা কার্যক্রম, খ. বিজ্ঞান ও প্রযুক্তিমূলক কার্যক্রম ও গ. প্রাতিষ্ঠানিক কার্যক্রম।
বাংলাদেশে ইউনেস্কোর দুটি কার্যক্রম লিখ।
উত্তর ঃ (i) শিক্ষা বিষয়ক কার্যক্রম (ii) ঐতিহ্য সংরক্ষণ।
ইউনিসেফ কি?
উত্তর : জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
UNICEF এর পূর্ণরূপ কী?
উত্তর ঃ UNICEF= United Nations Internationl Children Emergency Fund.
ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত?
উত্তর : ১৯৪৬ সালে ।
ইউনিসেফের সদর দপ্তর কোথায়?
উত্তর ঃ আমেরিকায়।
UNICEF এর সদর দপ্তর কোথায়?
উত্তর ঃ আমেরিকায় ।
বয় স্কাউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৭ সালে।
লীগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত?
উত্তর : ১৯১৯ সালে।
‘RBP’ এর পূর্ণরূপ কি?
উত্তর : Reverend Bob Price.
Oxfam কি?
উত্তর : লন্ডনভিত্তিক একটি বেসরকারি সংস্থা।
জাতিসংঘের তিনটি বিশেষ সংস্থার নাম লিখ?
উত্তর ঃ ILO, FAO ও WHO.
OXFAM কত সালে কার্যক্রম শুরু করে?
উত্তর ঃ ১৯৭১ সালে।
Oxfam কোন কোন নীতির উপর গুরুত্ব প্রদান করে?
উত্তর ঃ ১. জনগণের ক্ষমতায়ন, ২. প্রতিরোধমূলক সেবা প্রধান ৩. টেকসই’ পরিবর্তনের জন্য প্রচারণার ব্যবস্থা।
Action-Aid এর মিশন কি?
উত্তর ঃ অবিচার ও দারিদ্র্য দূরীভূত করতে বঞ্চিত ও জনগনের সঙ্গে কাজ করা।
Action-Aid-Bangladesh এর মূল কর্মক্ষেত্র কি?
উত্তর ঃ শিশু-কিশোর, গ্রাম ও শহর আদিবাসী ও সংখ্যালঘু, যৌনকর্মী,কৃষক, মৎস্যজীবি, পোশাক কর্মী,
প্রতিবন্ধী, ভাসমান মানুষ প্রভৃতি।
ICDDRB এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ ICDDRB = International Centre for Diarrhoeal Disease Research Bangladesh.
ICDDRB- এর স্পেগান কি?
উত্তর : বাংলাদেশে ডায়রিয়া প্রতিরোধ করা ।
বাংলাদেশ কত সালে FAO’র সদস্য হয়?
উত্তর ঃ ১৯৭৪ সালে।
কেয়ার কোন দেশের সমাজকল্যাণমূলক সংস্থা?
উত্তর ঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা গ্রহণকারী সক্ষম দম্পতির হার কত?
উত্তর ঃ ৫৩%।
এনজিও কি?
উত্তর ঃ এনজিও হচ্ছে এমন এক ধরনের বেসরকারি সামাজিক সংগঠন, যেগুলো মানুষকে বস্তুগত ও অবস্তুগত
সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
‘NGO’ এর পূর্ণরূপ কি?
উত্তর : ‘NGO’-‘Non Government Organization.
NGO এর কয়েকটি আয়ের উৎসের নাম লিখ।
উত্তর ঃ ব্যক্তিগত চাঁদা, সাহায্য, অনুদান, সদস্যদের চাঁদা, সরকারি ও বেসরকারি অনুদান।
মৌলিক পরিচয়ের ভিত্তিতে NGO গুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর ঃ চার ভাগে।
কত শতকে এনজিও কর্মতৎপরতা শুরু হয়?
উত্তর ঃ উনিশ শতকের মাঝামাঝি সময়।
বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এনজিও কোনটি?
উত্তর : পরিবার পরিকল্পনা সমিতি।
বাংলাদেশে আই.এল.ও এর কততম সদস্য?
উত্তর ঃ ১২৩ তম সদস্য।
বাংলাদেশের এনজিওগুলোকে তহবিল যোগদানকারী দাতা সংস্থার নাম লিখ।
উত্তর ঃ Asian Development Bank (ADB), UNDP, USAID, ও CIDA, BPHC.

খ-বিভাগ

১। International Labour organization বলতে কি বুঝ?
২। সংক্ষেপে ILO -এর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধর।
৩। ILO -র লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ উল্লেখ কর ।
৪। ILO-র গঠন কাঠামো সংক্ষেপে লিখ ।
৫। ILO সম্পর্কে যা জান সংক্ষেপে লিখ।
৬। Food and Agriculture Organization-FAO বলতে কি বুঝ?
৭। FAO-এর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।
৮। খাদ্য ও কৃষি সংস্থার সাংগঠনিক কাঠামো কেমন?
৯। FAO -এর কার্যক্রমসমূহ উল্লেখ কর।
১০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কি?
১১। WHO-এর লক্ষ্য ও উদ্দেশ্য কি? এর সাংগঠনিক কাঠামো কেমন?
১২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কি কি কার্যাবলি রয়েছে উল্লেখ কর।
১৩। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উল্লেখযোগ্য অবদান লিখ।
১৪। UNESCO কি?
১৫। UNESCO’র লক্ষ্য ও উদ্দেশ্য কি?
১৬। UNESCO’র সাংগঠনিক কাঠামো কেমন?
১৭। UNICEF -এর পরিচয় দাও।
১৮। UNICEF -এর লক্ষ্য ও উদ্দেশ্য কি?
১৯। ইউনিসেফের কার্যক্রমগুলো উল্লেখ কর।
২০। UNFPA বলতে কি বুঝ?
২১। UNFPA -এর লক্ষ্য ও উদ্দেশ্য কি?
২২। UNFPA এর কর্মক্ষেত্রসমূহ কি কি?
২৩। UNDP কি?
২৪। UNDP’র লক্ষ্য ও উদ্দেশ্য কি?
২৫। CARE কি?
২৬। সংক্ষেপে কেয়ার এর ভিশন লিখ।
২৭। কেয়ার এর মিশন (Mission) সম্পর্কে সংক্ষেপে লিখ।
২৮। কেয়ারের মৌলিক মূল্যবোধগুলো কি কি? উল্লেখ কর।
২৯। কেয়ার এর কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মূলনীতিগুলো উল্লেখ কর।
৩০। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে লিখ।
৩১। World vission -এর কার্যক্রমগুলো লিখ।
৩২। রেড ক্রিসেন্ট সোসাইটি কি?
৩৩। রেডক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যসমূহ উল্লেখ কর।
৩৪। রেডক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক কাঠামো লিখ।
৩৫। রেডক্রিসেন্ট সোসাইটির মূলনীতিগুলো লিখ।

গ-বিভাগ

৩৬। International labour Organization বলতে কি বুঝ? আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) -এর কার্যগুলো কি কি?
৩৭। International Labour Organiztion -এর সাংগঠনিক কাঠামো কেমন? বাংলাদেশের প্রেক্ষিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার অবদান বর্ণনা কর।
৩৮। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কি? আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
৩৯। খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কি? বাংলাদেশে খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা পর্যালোচনা কর ।
৪০। FAO -এর প্রশাসনিক কাঠামো কেমন? বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজকল্যাণে FAO -এর ভূমিকা আলোচনা কর।
৪১। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর পরিচয় দাও। বাংলাদেশে WHO -এর কার্যক্রম ব্যাখ্যা কর।
৪২। বিশ্ব স্বাস্থা (WHO) কিভাবে প্রতিষ্ঠিত হয়? বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সফলতা মূল্যায়ন কর।
৪৩। WHO কি? WHO -এর লক্ষ্য কি কি? এর সাংগঠনিক কাঠামো লিখ। বিশ্বব্যাপী WHO-এর কি কি কার্যক্রম রয়েছে তা আলোচনা কর।
৪৪। UNSCO-এর পরিচয় দাও। এর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কি? এর প্রশাসনিক কাঠামো লিখ ।
৪৫। UNESCO -র লক্ষ্য ও উদ্দেশ্য কি? বাংলাদেশে ইউনেস্কোর ভূমিকা ব্যাখ্যা কর।
৪৬। UNESCO-র প্রশাসনিক কাঠামো কোন ধরনের? জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার কার্যক্রম বিস্তারিত আলোচনা কর।
৪৭। UNICEF কি? এর লক্ষ্য ও উদ্দেশ্য কি? এর কার্যক্রমগুলো বর্ণনা কর।
৪৮। UNICEF কি? বাংলাদেশে ইউনিসেফ এর কার্যক্রম ব্যাখ্যা কর।
৪৯। UNICEF -এর লক্ষ্য ও উদ্দেশ্য কি? শিশু স্বাস্থ্য বিকাশে UNICEF -এর অবদান ব্যাখ্যা কর।
৫০। UNFPA বলতে কি বুঝ? বাংলাদেশে UNFPA -এর কার্যক্রমগুলো কি কি? ব্যাখ্যা কর।
৫১। UNFPA সম্পর্কে যা জান লিখ। এর লক্ষ্য উদ্দেশ্যসমূহ কি কি? জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল কোন কোন ক্ষেত্রে কাজ করে তা আলোচনা কর ।
৫২। UNFPA -এর লক্ষ্য উদ্দেশ্যে কি? বিশ্বব্যাপী জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল UNFPA -এর অবদান মূল্যায়ণ কর।
৫৩। UNDP কি? UNDP -এর কার্যক্রমগুলো বর্ণনা কর।
৫৪। UNDP-র লক্ষ্য ও উদ্দেশ্য কি? বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি কি কি কার্যক্রম পরিচালনা করে আলোচনা কর।
৫৫। CARE কি? আর্থ-সামাজিক উন্নয়নে CARE এর ভূমিকা আলোচনা কর।
৫৬। কেয়ার এ ভিশন কি? এর মৌলিক মূল্যবোধগুলো বর্ণনা কর।
৫৭। সমাজকল্যাণমূলক কার্যক্রমে কেয়ার বাংলাদেশে কি কি ভূমিকা পালন করে?-ব্যাখ্যা কর।
৫৮। World Vision কি? বাংলাদেশে Wold Vision এর কার্যাবলি বর্ণনা কর?
৫৯। রেডক্রস/ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচয় দাও।
৬০। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যসমূহ আলোচনা কর । বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক কাঠামো তুলে ধর ।
৬১। আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সোসাইটির মূলনীতি লিখ। বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটির পটভূমি ব্যাখ্যা কর।
৬২। বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষসমূহ কি? বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম ব্যাখ্যা কর।
৬৩। বাংলাদেশে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমগুলো শ্রেণি অনুসারে বিশ্লেষণ কর।