সংস্কৃতি কথা মোতাহের হোসেন চৌধুরী

বাংলা জাতীয় ভাষা
বাংলা জাতীয় ভাষা

১. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯০৩ সালে ।
২. মোতাহের হোসেন চৌধুরী কতসালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৫৬ সালে।
৩. মোতাহের হোসেন চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কাঞ্চনপুর, নোয়াখালি ।
৪. কর্মজীবনে তিনি কী কাজ করতেন?
উত্তর : সরকারি কলেজে অধ্যাপনা।
৫. তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
উত্তর : বুদ্ধির মুক্তি আন্দোলনের।
৬. তিনি কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?
উত্তর : ‘শিখা পত্রিকার’ ।
৭. তাঁর কয়েকটি সাহিত্যকর্মের নাম উল্লেখ কর।
উত্তর : সংস্কৃতি কথা, সভ্যতা, সুখ প্রভৃতি।
৮. ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : সংস্কৃতি-কথা ৷
৯. ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি লেখার উদ্দেশ্য কী?
উত্তর : সংস্কৃতির স্বরূপ তুলে ধরা ৷
১০. ধর্ম সাধারণ মানুষের কী?
উত্তর : কালচার।
১১. কালচার কাদের ধর্ম?
উত্তর : শিক্ষিত ও মার্জিত মানুষের।
১২. সাধারণ লোকেরা কালচার কীসের মাধ্যমে পেয়ে থাকে?
উত্তর : ধর্মের মাধ্যমে।
১৩. ধর্ম মানে কী?
উত্তর : জীবনের নিয়ন্ত্রণ ।
১৪. মার্জিত লোকেরা কীসের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ করে?
উত্তর : কালচারের মাধ্যমে।
১৫. সূক্ষ্মচেতনার অপর নাম কী?
উত্তর : আত্মা।
১৬. সাহিত্য, শিল্প, সংগীত কালচারের কী?
উত্তর : উপায়।
১৭. কালচার্ড লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে কী?
উত্তর : অন্যায় আর নিষ্ঠুরতা কে ।
১৮. মানুষের ন্যায় সঙ্গতভাবে শাস্তি দিকেও তাদের কী হয়?
উত্তর : বুক কাঁপে।
১৯. তাদের ভিতরের দেবতার হুকুম কী?
উত্তর : নিষ্ঠুর হয়ো না।
২০. কালচারের আদেশ কী?
উত্তর : নিজেকে বাঁচাও, নিজেকে মহান করো, সুন্দর করো, বিচিত্র করো।
২১. সমাজতন্ত্র কালচারের কী?
উত্তর : উপলক্ষ।
২২. ধার্মিকের জীবন কীসে নিয়ন্ত্রণ করে?
উত্তর : ভয় আর পুরস্কারের লোভ।
২৩. ধার্মিক তার পুরস্কার লাভ করে কখন?
উত্তর : বহু পরে।
২৪. সংস্কৃতিবান কখন পুরস্কার লাভ করে?
উত্তর : হাতে হাতে।
২৫. ধর্মের কোন দিকে নজর নেই?
উত্তর : জীবনের গোলাপ ফোঁটানোর দিকে।
২৬. কালচারের ক্ষেত্রে সব চেয়ে বড় কথা কী?
উত্তর : মনুষ্যত্বের বিকাশ।
২৭. ধর্ম সাধারণ ইন্দ্রিয় সাধনার কী?
উত্তর : পরিপন্থি।
২৮. ইন্দ্ৰিয় সাধনা বলে কারচারের কেন্দ্র কী?
উত্তর : নারী।
২৯. বৈরাগীরা নারীকে পর করে কী করে?
উত্তর : সংস্কৃতিকে পর করে।
৩০. যে জাতি নারীকে সম্পূর্ণ আলাদা করে রাখতে চাই সে জাতি কী?
উত্তর : জীবনে মৃত্যুর আরাধনা করে।
৩১. নিষ্ঠুরতা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় কী?
উত্তর : যৌনতৃপ্তি।
৩২. যৌনতৃপ্তির উপায় কী?
উত্তর : কামকে প্রেমের সাথে যুক্ত করা।
৩৩. মতবাদী ধার্মিকের মত কী?
উত্তর : অসহিষ্ণু ও সংকীর্ণ।
৩৪. কালচার (Culture) কী?
উত্তর : সংস্কৃতি; কৃষ্টি।
৩৫. ‘বহুভঙ্গিম’ কী?
উত্তর : বিচিত্রধর্মী।
৩৬. Sadism কী?
উত্তর : দুঃখবাদ।