শ্রেণিবদ্ধকরণের উদ্দেশ্য লিখ ।

অথবা, শ্রেণিবদ্ধকরণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কী কী?
অথবা, শ্রেণিবদ্ধকরণের লক্ষ্যসমূহ আলোচনা কর।
অথবা, শ্রেণিবদ্ধকরণের ৭টি উদ্দেশ্য লেখ।
উত্তর৷ ভূমিকা :
গবেষণা কাজের জন্য সংগৃহীত তথ্যকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের আলোকে একটা কাঠামোর মধ্যে আনার প্রয়োজন হয়। কেননা সংগৃহীত উপাত্তগুলো অবিন্যস্ত বা এলোমেলো অবস্থায় থাকার কারণে কোনো প্রকার ব্যাখ্যা ও বিশ্লেষণ সম্ভব নয় বলে কোনো সিদ্ধান্তও গ্রহণ করা যায় না। তাই উপাত্তগুলো প্রয়োজনীয় উদ্দেশ্যে শ্রেণিবদ্ধকরণ করা হয়।
শ্রেণিবদ্ধকরণের উদ্দেশ্য : বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে উপাত্তসমূহকে শ্রেণিবদ্ধকরণ করা হয়। নিম্নে এগুলো আলোচনা করা হলো :
১. উপাত্তসমূহের স্বীয় বৈশিষ্ট্য ফুটে উঠে। কারণ একই শ্রেণিতে একই উপাত্তের তথ্য সংকলিত হয় ।
২. পরবর্তী গবেষণার কাজকে সহজ করে তোলে ।
৩. একই শ্রেণির সকল বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠে 1
৪. একটা শ্রেণি সম্পর্কে খুব সহজেই ধারণা লাভ করা যায় ।
৫. অন্য শ্রেণির উপাত্তের সাথে তুলনা করা যায়।
৬. বিশাল উপাত্তসারিকে সংক্ষিপ্তকরণে সহায়তা করে।
৭. এর মাধ্যমে সাদৃশ্য ও বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্যগুলো ফুটে উঠে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞানের গবেষকরা উপর্যুক্ত উদ্দেশ্যগুলোকে সামনে রেখে গবেষণা ⇒ত্র থেকে সংগৃহীত উপাত্তগুলোকে পরবর্তী গবেষণার কাজের উদ্দেশ্যে শ্রেণিবদ্ধকরণ করে থাকে ।