উত্তর ঃ ভূমিকা : শিশুরাই আগামীদিনের কারিগর। শিশুরা ফুলের মত। তারা আছে বলেই সংসার জীবনটা এত সুন্দর হয়েছে। শিশুদের কল্যাণে বিভিন্ন সংস্থা কাজ করে। বাংলাদেশে শিশুদের অধিকার সুরক্ষা ও শিশু কল্যাণে পরিচালিত বেসরকারি সংস্থাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। শিশুদের সার্বিক কল্যাণ সাধনের নিমিত্তে এটি নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।
→ শিশু অধিকার ফোরাম : শিশু অধিকার ফোরাম শিশুকল্যাণ সংস্থাসমূহের এক সমন্বিত প্রতিষ্ঠান বাংলাদেশে দরিদ্র বঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মৌল মানবিক চাহিদা পূরণে এটি বেশ তৎপরতা দেখাচ্ছে। এটি ১৯৯০ সালে গঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধীকৃত হয়েছে। শিশু অধিকার ফোরাম বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থাসমূহের সাথে শিশু অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে। শিশু অধিকার
সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি, তা উন্নয়নের পরামর্শ ও অন্যান্য সহয়তা দানের লক্ষ্যেই এটি কাজ করছে। সার্কভুক্ত দেশগুলোর শিশুদের মৌল মানবাধিকার ও সেবার অঙ্গীকার দান করেছে এটি। এর সার্বিক কার্যক্রমের বাস্তবায়নে শিশুদের দৈহিক, মানসিক বিকাশ হয়েছে ত্বরান্বিত। সুতরাং, আদর্শ জাতিগঠনের উদ্দেশ্যে শিশু অধিকার ফোরামের কার্যক্রমকে বিস্তৃত করার সাথে সাথে বাস্তবায়নেও জোর প্রচেষ্টা চালাতে হবে।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, শিশু অধিকার ফোরাম শিশুদের অধিকার সংরক্ষণের মাধ্যমে তাদের কল্যাণকে করেছে আরো অগ্রগামী । তাই এদেশে শিশুদের পরিপূর্ণ বিকাশে শিশু অধিকার ফোরামের ভূমিকা অনস্বীকার্য ।