অথবা, শিক্ষার ভিত্তিতে গ্রাম সমাজের শ্রেণিবিন্যাস সম্পর্কে লিখ।
অথবা, শিক্ষার ভিত্তিতে গ্রাম সমাজের শ্রেণিবিন্যাস উল্লেখ কর।
অথবা, শিক্ষার ভিত্তিতে গ্রাম সমাজের স্তরবিন্যাস উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : সামাজিক স্তরবিন্যাস মানবসমাজের একটি অভিন্ন বৈশিষ্ট্য। সামাজিক স্তরবিন্যাস বলতে আমরা বুঝি সমাজের মানুষকে উঁচ, নিচু, সমান বিভিন্ন সামাজিক পদমর্যাদায় ভাগ করে দেওয়া। এ সমাজের মানুষকে বিভিন্ন শ্রেণি, জাতি ও বর্ণে ভাগ করা হয়। তাই সামাজিক স্তরবিন্যাস, বলতে সমাজে ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণির অসম অবস্থান বা অসম মর্যাদার বিন্যাস বুঝায় ।
শিক্ষার ভিত্তিতে স্তরায়ন : গ্রামের সামাজিক স্তরবিন্যাসে শিক্ষাও একটি বিশেষ উপাদান বলে স্বীকৃত। অবশ্য দু’চারটি ব্যতিক্রম ছাড়া প্রায়ই দেখা যায় যে, ধনী কৃষক পরিবারের ছেলেমেয়েরাই শিক্ষিত এবং শিক্ষিত শ্রেণি হিসেবে স্থানীয় স্কুল, মাদ্রাসা এমনকি স্থানীয় কলেজে এরাই চাকরি করে। বাংলাদেশের গ্রাম সমাজে শিক্ষার মান অনুযায়ী স্তরায়নের রূপরেখা নিম্নরূপ :
১. নাম দস্তখত পর্যন্ত শিক্ষা,
২. প্রাইমারি স্কুল পাস,
৩. উচ্চ মাধ্যমিক পাস,
৪. স্নাতক ডিগ্রি পাস ও
৫. মাস্টার ডিগ্রি পাস।
এছাড়াও মাদ্রাসা থেকে উচ্চতর ডিগ্রিধারী মৌলভী, মাওলানা, ইমাম ও মাদ্রাসার শিক্ষকগণ সমাজে বিশেষ মর্যাদার অধিকারী
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, গ্রাম সমাজের স্তরবিন্যাসে শিক্ষা একটি বিশেষ উপাদান। আমাদের গ্রাম সমাজে শিক্ষার মান অনুযায়ী স্তরবিন্যাসের রূপরেখা নির্ণীত হয়।