অথবা, রাজনৈতিক ও অর্থনৈতিক অর্থে আধুনিকীকরণের রূপ বর্ণনা কর।
অথবা, রাজনৈতিক ও অর্থনৈতিক অর্থে আধুনিকীকরণের রূপ সম্পর্কে লিখ।
অথবা, রাজনৈতিক ও অর্থনৈতিক অর্থে আধুনিকীকরণ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : ‘আধুনিকীকরণ’ এ প্রত্যয়টির সাথে সংযুক্ত আছে উন্নয়ন প্রক্রিয়ার ধারণা। স্বভাবতই সমাজতত্ত্বের এ প্রত্যয়টি প্রসঙ্গে যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। আধুনিকীকরণ প্রক্রিয়ার সাথে আর্থসামাজিক ও রাজনীতিক দিকও যুক্ত আছে। এ কারণে আধুনিকীকরণের ধারণাকে সংক্ষেপে ও সহজে ব্যক্ত করা যায় না। অর্থাৎ, আধুনিক’ বা ‘আধুনিকীকরণের’ সংজ্ঞা প্রদান সহজসাধ্য নয়।
রাজনৈতিক অর্থে আধুনিকীকরণ : রাজনৈতিক অর্থে আধুনিকীকরণ বলতে নিম্নোক্ত বিষয়সমূহকে বুঝায় । যথা :
১. সমাজের কেন্দ্রীয় আইন বিষয়ক ও প্রশাসনিক বাহনগুলোর (Agencies) ক্ষমতা বৃদ্ধি;
২. মূল ক্ষমতার পরিসর বৃদ্ধি পেয়ে ক্রমান্বয়ে সকলপ্রাপ্ত বয়স্ক নাগরিকের হাতে ন্যস্ত হওয়া;
৩. সনাতন রাজশক্তির পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থার প্রসার এবং
৪. একটি আদর্শ ভিত্তিক ব্যবস্থার প্রসার যেখানে শাসকগণ শাসিতদের কাছে দায়িত্ব বদ্ধ থাকেন।
অর্থনৈতিক অর্থে আধুনিকীকরণ : অর্থনৈতিক অর্থে আধুনিকীকরণ বলতে নিম্নোক্ত বিষয়সমূহকে বুঝায় । যথা :
১. ক্ষুদ্রায়তন শিল্প (যেমন- পারিবারিক খামার, ক্ষুদ্র কারখানা কিংবা স্বল্প পরিসরে কর্মরত ব্যাংক বা বাণিজ্যিক উদ্যোগ প্রভৃতি) থেকে বৃহদায়তন শিল্পে (কেন্দ্রীভূত, আমলাতান্ত্রিক কলকারখানা) উন্নয়ন;
২.নবতর উৎপাদন কৌশল;
৩. ক্রমবর্ধমান জটিল শ্রমবিভাগ;
৪. কায়িক শ্রমিকের পাশাপাশি মধ্য পেশার (যেমন- চিকিৎসা, আইন কিংবা সামরিক) প্রসার ইত্যাদি।
উপসংহার : পরিশেষে বলা যায়, সমাজের সকল স্তরের উন্নয়নকেই আধুনিকীকরণ বলে। সুতরাং আধুনিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক রয়েছে।