রবীন্দ্রনাথের সমাজ সংস্কার বিষয়ে ৫ টি প্রবন্ধের নাম

রবীন্দ্রনাথের সমাজ সংস্কার বিষয়ে ৫ টি প্রবন্ধের নামঃ

১. নারী (১৯০৪)

২. সমাজ (১৯০৪)

৩. রাজা (১৯০৮)

৪. গোরা (১৯১০)

৫. ঘরে বাইরে (১৯১৬)

এই প্রবন্ধগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতকের বাংলা সমাজের বিভিন্ন অসঙ্গতি ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি নারী শিক্ষা, বিধবা বিবাহ, জাতিভেদ প্রথা প্রভৃতি বিষয়ে সোচ্চারভাবে মত প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথের এই প্রবন্ধগুলো বাংলা সমাজের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

এছাড়াও, রবীন্দ্রনাথের আরও অনেক রচনায় সমাজ সংস্কারের বিষয় আলোচিত হয়েছে। তার কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ – সবকিছুতেই তিনি মানবতার কল্যাণ ও সমাজের উন্নতির কথা ভেবেছেন।

রবীন্দ্রনাথের সমাজ সংস্কার বিষয়ক কিছু উল্লেখযোগ্য উক্তি:

  • “মানুষের মন উন্মুক্ত করে দিতে হবে, বাইরের আলো বাতাস ঢুকতে দিতে হবে।”
  • “জাতিতে জাতিতে ভেদাভেদ করে মানুষকে ছোট করা চলে না।”
  • “নারী পুরুষের সমান অধিকারী।”
  • “শিক্ষাই সমাজের মূল উন্নতির চাবিকাঠি।”
  • “মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা থাকলেই সমাজ সুন্দর হবে।”