অথবা, মুসলিম দর্শন কী? মুসলিম দর্শন কিভাবে মুসলিম ধর্মতত্ত্বের সাথে সম্পর্কযুক্ত?
অথবা, মুসলিম দর্শন বলতে কী বুঝ? মুসলিম দর্শনের সাথে মুসলিম ধর্মতত্ত্বের সম্পর্ক আলোচনা কর।
অথবা, মুসলিম দর্শন কাকে বলে? মুসলিম দর্শনের সাথে মুসলিম ধর্মতত্ত্বের সম্পর্ক বর্ণনা কর।
অথবা, মুসলিম দর্শনের সংজ্ঞা দাও। মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্বের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : মানব সভ্যতার উষালগ্ন থেকে অদ্যাবধি প্রকৃতিগতভাবে মানুষের চিন্তাশক্তি উদঘটিত হওয়ায় ক্রমাগত সম্প্রসারণশীল বিশ্বের রহস্য উদঘাটিত হচ্ছে। মানব সমাজের সমস্যা সমাধানের ব্যাপারেও অবিচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। যুগের পরিবর্তনের সাথে সংগতি রেখে নব নব দিগন্তের দ্বার উন্মোচিত হচ্ছে। সংস্কৃতি, সভ্যতা ও চিন্তনের ঐতিহাসিক ধারার আবর্তে পতিত মানুষ জগৎ ও জীবন সম্পর্কে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হচ্ছে। মানুষের অদম্য কৌতূহল মানুষকে অজনা অনেক বিষয়ের রহস্য উন্মোচনে সর্বদা উদ্দীপ্ত করছে।
মুসলিম দর্শন : মুসলিম দর্শন হলো মুসলমান জাতির চিন্তাধারার দর্শন, মুসলিম চিন্তাবিদ কর্তৃক জীবন ও জগতের সামগ্রিক ব্যাখ্যা ও মূল্যায়ন দর্শন, মুসলিম চিন্তাবিদেরা সার্বজনীন জীবনজিজ্ঞাসার উত্তর প্রদান করেছেন, জীবন ও জগতের সমস্যাবলি সম্পর্কে যে আলোচনা করেছেন তাই মুসলিম দর্শন নামে পরিচিত। মানব জাতির চিন্তার ইতিহাসে মুসলিম চিন্তাবিদরা এক গৌরবময় অধ্যায়ের সংযোজন করেছেন। প্রাচীন ও আধুনিক চিন্তাধারার মধ্যে যোগাযোগ স্থাপন করে মানবজাতির চিন্তাধারার মধ্যে অখণ্ড যোগসূত্র রক্ষা করেছেন। মানব জাতির চলমান জীবনের বিভিন্নমুখী ক্রমবর্ধমান জটিলতাই মানব চেতনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, ব্যাপক থেকে ব্যাপকতর করে তুলেছে।
মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্বের মধ্যে সম্পর্ক : মুসলিম ধর্মতত্ত্ব একটা প্রত্যাদেশ নির্ভর ধর্মতত্ত্ব। মুসলিম দর্শনের মতো মুসলিম ধর্মতত্ত্বও মূলত কুরআন ও হাদিসের উপর ভিত্তি করে গড়ে উঠে বলে এদের সম্পর্ক খুবই
ঘনিষ্ঠ। নিম্নে মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করা হলো :
১. মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্ব উভয়ই চায় পরম সত্তার কল্যাণ প্রতিষ্ঠা করতে। উভয়েরই প্রধান লক্ষ্য এক ও অভিন্ন, কেননা উভয়ই বিশ্বজগতের স্বরূপ, বিশ্ব জগতে মানুষের স্থান, বিশ্বজগতের স্রষ্টা আল্লাহর সাথে জগৎ ও মানুষের সম্পর্ক, ধারণা ইত্যাদি জানতে চায়।
২. মুসলিম দর্শন ও মুসলিম পরস্পর আলাদা নয়। ইসলাম ধর্মই মুসলমান জাতিকে নতুন আবিষ্কার ও উদ্ভাবনী ধ্যান ধারণার পথে এগিয়ে নিয়ে গেছে। যুগে যুগে মুসলিম চিন্তাবিদদের মধ্যে জীবন ও জগতের সমস্যাবলি সমাধানে কুরআন ও হাদিসের নিয়মাবলি প্রয়োগ করা হয়েছে। সুতরাং মুসলিম দর্শন ইসলাম ধর্মকে ভিত্তি করেই গড়ে উঠেছে |
৩. মুসলিম জগতের চিন্তাধারার ইতিহাস ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে দর্শনের সৃষ্টি হয় নি, বরং ধর্ম, দর্শন, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি একসঙ্গে আলোচিত হয়েছে। সুতরাং মুসলিম দর্শন একাধারে ধর্মভিত্তিক, জীবনধর্মী ও বাস্তব।
৪. মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্ব উভয়েরই উৎস কুরআন ও হাদিস। কুরআন ও হাদিসের শিক্ষা ও মূলনীতি আলোকে গবেষণা ও শরীয়তের নিয়মকানুন প্রণয়ন নীতি শাস্ত্রের উৎপত্তি ইত্যাদি প্রয়োগের সামাজিক
সমস্যাদির সমাধানের প্রচেষ্টা উভয় তত্ত্বের আছে।
৫. মুসলিম দর্শন ও ধর্মতত্ত্বে সৃষ্টি ও ক্রমবিকাশ উভয়ের এক মনিকাঞ্চন যোগ ঘটেছে। স্রষ্টার এক পরম উদ্দেশ্য সৃষ্টির মধ্য দিয়ে সার্থকতা উদ্দেশ্য সৃষ্টির মধ্য দিয়ে সার্থকতা লাভ করেছে। উদ্দেশ্যহীন যান্ত্রিকতা বা অযৌক্তিকতা জড়ত্ব মুসলিম জাতির চিন্তাধারাকে পঙ্গু করেননি। মুসলিম জা
তির চিন্তাধারার সৃষ্টিতত্ত্ব স্রষ্টার পরম উদ্দেশ্যের পোষকতা করেছে। সুতরাং এদিক থেকে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্ব উভয়ে নিবিড়ভাবে সম্পর্কিত। উভয়ের লক্ষ্য সত্য কিন্তু তারা ভিন্ন পথে এই সত্যের সন্ধান করে। ধর্মতত্ত্ব সত্তা ও প্রত্যাদেশে সাহায্যে এবং দর্শন বিচারবৃদ্ধির বলে একই পরম সত্তাকে খুঁজে থাকে। সুতরাং মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্ব উভয়ই কুরআন ও হাদিসের প্রেক্ষিতে জীবনের
সমস্যাবলি আলোচনা করে, জীবনের মূল্য নির্ধারণ করে।