মাস্টার্স পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২২ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় ভূ-রাজনীতি ও বাংলাদেশ৩১১৯১৩ রকেট স্পেশাল সাজেশন

ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত)
(১) ভূ-রাজনৈতিক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ভূ-রাজনীতির জনক অধ্যাপক রুডলফ কিয়েলেন।
(২) “অভ্যন্তরীণ নীতির সম্প্রসারিত রূপই হচ্ছে বৈদেশিক নীতি”-উক্তিটি কার?
উত্তর : বিসমার্ক-এর।
(৩) ‘Geo-politics’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Geo-politics’ গ্রন্থটির রচয়িতা হলো- হেনরি কিসিঞ্জার।
(৪) ‘GSP’-এর পূর্ণরূপ কী?
উত্তর : GSP-এর পূর্ণরূপ হলো- Generalized System of Preferences.
(৫) বাংলাদেশের বৈদেশিক নীতির মূল কথা কী?
উত্তর : “সকলের সাথে বন্ধুত্ব এবং কারো সাথে শত্রুতা নয়।”
(৬) ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলগুলো কী কী?
উত্তর : উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য।
যথা- আসাম, মিজোরাম, অরুনাচল, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর ও নাগাল্যান্ড।
(৭) কয়টি নদী মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর : ৩টি নদী মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
(৮) কবে ভারতের সাথে বাংলাদেশের গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।
(৯) বাংলাদেশের প্রধান স্থলবন্দর কোনটি?
উত্তর : বেনাপোল।
(১০) অভিবাসন কাকে বলে?
উত্তর : যারা বসবাসের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদেরকে বলা হয় অভিবাসী।
(১১) সেন্টমান্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তর : নারিকেল জিঞ্জিরা।
(১২) ‘Swatch of No Ground’ কী?
উত্তর : বঙ্গোপসাগরের একটি গভীর খাদ/অংশ।
(১৩) IPCC-এর পূর্ণরূপ কি?
উত্তর : IPCC-এর পূর্ণরূপ হলো- Inter-Governmental Panel on Climate Change.
(১৪) “Peace is a process, away of solving problems” -উক্তিটি কার?
উত্তর : জন এফ কেনেডির।
(১৫) RAW-এর পূর্ণরূপ কি?
উত্তর : “RAW”-এর পূর্ণরূপ হলো- Research and Analysis Wing.
(১৬) ভূ-রাজনীতি তত্ত্বের তিনটি তত্ত্বের নাম কি?
উত্তর : Organic State Theory, Heart Land Theory, Domino Theory এবং Bush Doctrine.
(১৭) আলফ্রেড ম্যাহান কোন দেশের ভূ-রাজনীতিবিদ ছিলেন?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনীতিবিদ ছিলেন।
(১৮) বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরের নাম কি?
উত্তর : চট্টগ্রাম সমুদ্রবন্দর।
(১৯) দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
উত্তর : নিউমুর বা পূর্বাশা।
(২০) SOFA-এর পূর্ণরূপ কি?
উত্তর : SOFA-এর পূর্ণরূপ হলো- Status of Forces Agreements.
(২১) কোন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে পারে?
উত্তর : সুপেয় পানির ইস্যুতে তৃতীয় যুদ্ধ ঘটতে পারে।
(২২) The Geography of the Peace’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : M. J. Spykman.
(২৩) ASEAN-এর পূর্ণরূপ কি?
উত্তর : “ASEAN” -এর পূর্ণরূপ হলো- Association of South East Asian Nations.
(২৪) বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি?
উত্তর : ৫৭টি।
(২৫) কোন নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে?
উত্তর : নাফ নদী।
(২৬) ‘Organic State Theory’-এর প্রবক্তা কে?
উত্তর : ফ্রেডরিক রাজেল (Friedrich Ratzel)।
(২৭) ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর : ৪,১৫৬ কিলোমিটার (২৫৮২ মাইল)।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। সমুদ্র নিরাপত্তা কী? ১০০%
২। ভূ-অর্থনীতি বলতে কী বুঝায়?
৩। উপ-আঞ্চলিক নিরাপত্তা বলতে কী বুঝায়? ১০০%
৪। ভূ-রাজনৈতিক কৌশল বলতে কী বুঝ? ১০০%
৫। জাতীয় স্বার্থ রক্ষার উপাদানসমূহ কী? ১০০%
৬। বাংলাদেশের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৭। ভূ– রাজনীতির আলোকে ট্রানজিট বলতে কী বুঝায়? ১০০%
৮। রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ লিখ। ১০০%
৯। রোহিঙ্গা সমস্যার সংক্ষিপ্ত পটভূমি উল্লেখ কর। ১০০%
১০। এশিয়ান হাইওয়ে কি? এর উদ্দেশ্য লিখ। ১০০%
১১। জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝ? ৯৯%
১২। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণসমূহ কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। ভূ-রাজনৈতিক অধ্যয়নের তত্ত্বসমূহের আলোচনা কর। ১০০%
২। ভূ-রাজনীতি কি? ভূ-রাজনীতির উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক আলোচনা কর। ১০০%
৪। বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার বিবরণ দাও। ১০০%
৫। অর্থনৈতিক ও সামরিক নীতি নির্ধারণে ভূ-রাজনীতির ভূমিকা আলোচনা কর। ১০০%
৬। ভারত- বাংলাদেশ মধ্যকার ট্রানজিট চুক্তিতে বাংলাদেশের সুবিধা-অসুবিধার দিকসমূহ তুলে ধর। ১০০%
অথবা, ট্রানজিট চুক্তির ইতিবাচক, নেতিবাচক ও সাম্প্রতিক প্রভাব আলোচনা কর।
৭। “বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থই মূল উপাদান” -বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাখ্যা কর। ১০০%
৮। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারই গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
৯। শরণার্থী কারা? বর্তমান বিশ্বে শরণার্থী সংকটের কারণ আলোচনা কর। ১০০%
১০। ভারতের সাথে বাংলাদেশের পানি বণ্টন সংক্রান্ত সমস্যা আলোচনা কর। ৯৯%
১১। বাংলাদেশে ধর্মীয় জঙ্গীবাদের কারণসমূহ আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশের ভূ – রাজনীতিতে বহির্বিশ্বের সম্পৃক্ততা ও প্রভাব সম্পর্কে আলোচনা কর। ৯৮%