উত্তর : ভূমিকা : বাংলায় স্বাধীন, আফগান বংশের শাসক দাউদ খান কররানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বঙ্গের স্বাধীনসত্তা বিলুপ্ত
হয় এবং বঙ্গে দাউদ খানের পতনের ফলে আফগানদের প্রায় পঞ্চাশ বছরের সার্বভৌমত্বের অবসান ঘটে। মূলত আকবরের
আমলেই বঙ্গে মুঘলরা চূড়ান্ত আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। আকবরের আমলে যে কয়েকজন সুবাদার বাংলা শাসন করেছিলেন তাদের মধ্যে মানসিংহ অন্যতম। নিম্নে মানসিংহ সম্পর্কে তুলে ধরা হলো :
→ মানসিংহের পরিচয় : ১৫৮৭ সালে শাহবাজ খানের মৃত্যু অল্পদিনের মধ্যেই মানসিংহ বাংলার সুবাদার নিযুক্ত হন।
মানসিংহ রাজমহলে মুঘল রাজধানী প্রতিষ্ঠা করে আফগান নেতা।ঈসা খানের বিরুদ্ধে অগ্রসর হন। কিন্তু বিক্রমপুরের নিকটে
সংঘটিত যুদ্ধে মুঘল বাহিনী পরাজয় বরণ করে। তবে ঈশা খান জয়লাভ করলেও মানসিংহের সাথে শান্তি স্থাপন করেন। ১৬০২
সালে মানসিংহ শ্রীপুরের স্বাধীন জমিদার কেদার রায়কে যুদ্ধে পরাজিত করে বন্দি করেন এবং ১৬০৪ সালে বন্দি অবস্থায় তিনি
মৃত্যুমুখে পতিত হন। হাজীপুরের জমিদার পুরনমল প্রচুর ধনরত্নসহ মানসিংহের নিকট আত্মসমর্পণ করলে তিনি পুরনমলকে তার জায়গিরে পুনঃপ্রতিষ্ঠিত করেন। অতঃপর পুরনমল প্রদত্ত সমস্ত উপহার দিল্লির দরবারে আকবরের নিকট প্রেরিত হলে আকবর সন্তুষ্ট হয়ে মানসিংহকে ‘খিলাত’ এবং উপহার প্রদান
করেন। অতঃপর মানসিংহ উড়িষ্যা অভিযানে আত্মনিয়োগ করেন। প্রথমে তিনি স্বীয় পুত্র জগৎসিংহকে উড়িষ্যা অভিযানে প্রেরণ
করলে কুতলু খানের হাতে তিনি বিষ্ণুপুরে বন্দি হন। ইতোমধ্যে কুতলু খান পরলোক গমন করলে তার শিশুপুত্রের পক্ষে প্রধানমন্ত্রী
খাজা ঈশা মুঘলদের সাথে এক সন্ধি চুক্তিতে স্বাক্ষর দান করেন। জগৎ সিংহ মুক্তি লাভ করেন। সন্ধির শর্তানুযায়ী কুতলু খানের পুত্র
সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে। ১৫৯১ সালে রাজা মানসিংহ উড়িষ্যা বিজয় করে।বিহারে প্রত্যাবর্তন করেন। ১৫৯৪ সালে তিনি বঙ্গের রাজধানী রাজমহলে স্থাপন করেন। ১৬০৫ সালে মুঘল সম্রাট আকবর মৃত্যু শয্যায় শায়িত হলে রাজা মানসিংহ আগ্রায় প্রত্যাবর্তন করেন। আকবরের উত্তরাধিকারী সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে তিনি সাময়িকভাবে মাত্র আট মাস বাংলার গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানসিংহ ছিলেন সম্রাট আকবরের আমলে বঙ্গে নিয়োগকৃত সুবাদারদের মধ্যে সর্বাপেক্ষা
বিখ্যাত । রাজা মানসিংহ ছিলেন আকবরের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, সুকৌশলী সেনাপতি এবং সুপণ্ডিত। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে বাংলার শাসন কার্য পরিচালনা করেন।