অথবা, আন্তঃসম্পর্কের ভিত্তিতে ভূমিকা ও মর্যাদাকে ব্যাখ্যা কর।
উত্তরা৷ ভূমিকা : মানুষ সমাজবদ্ধ জীব। সামাজিক জীব হিসেবে সমাজে মানুষকে বিবিধ দায়িত্ব পালন করতে হয় । তবে সব মানুষ একই রূপ দায়িত্ব পালন করে না। কেউ অফিসে, কেউ শিল্পকারখানায়, কেউবা কৃষিক্ষেত্রে দায়িত্ব পালন করে। এভাবে সমাজে বিভিন্ন মানুষ যে ভিন্ন ভিন্ন দায়িত্ব বা কর্তব্য সম্পাদন করে তাই ভূমিকা (Role) হিসেবে অভিহিত।
ভূমিকা ও মর্যাদার মধ্যে আন্তঃসম্পর্ক : ভূমিকা ও মর্যাদার মধ্যে গভীর সম্পর্ক বিরাজমান। মর্যাদা হচ্ছে সামাজিক জীবনে ব্যক্তির অবস্থান। অপরদিকে, উক্ত সামাজিক অবস্থানে অবস্থান করে তথা পদমর্যাদায় আসীন থেকে ব্যক্তি যা করে তাই হলো ভূমিকা। ভূমিকা হচ্ছে পদমর্যাদার বহিঃপ্রকাশ। ভূমিকার মধ্য দিয়ে মর্যাদার প্রতিফলন ঘটে। অন্যকথায়, মর্যাদার সক্রিয় তথা আচরণগত দিক হচ্ছে ভূমিকা। সমাজজীবনে মানুষ মর্যাদা গ্রহণ করে বা দখল করে; অপরদিকে, ভূমিকা প্রতিপালন করে। ব্যক্তির মর্যাদাই তার ভূমিকাকে নির্ধারণ করে দেয়। ভূমিকা মূলত মর্যাদার উপর নির্ভরশীল। তবে ব্যক্তিভেদে ভূমিকা বিভিন্ন রকম হয়ে থাকে। অনেক সময় দেখা যায়, বিভিন্ন ব্যক্তি একই অবস্থায় অবস্থান করেও তথা একই মর্যাদায় আসীন থেকেও বিভিন্ন কাজ করে থাকে অর্থাৎ বিভিন্নরূপ ভূমিকা পালন করে থাকে। যেমন- পরিবারের প্রধান বা কর্তা ব্যক্তি এ মর্যাদায় আসীন থেকেও সবাই একইভাবে পরিবার পরিচালনা করতে পারছে না। কেউ ভালোভাবে পরিচালনা করছে, আবার কেউ হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে পরিবারের প্রধান হিসেবে পরিবারের প্রতি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রূপ ভূমিকা পালন করছে। অন্যদিকে, সমাজে একই ব্যক্তি বিভিন্ন মর্যাদার অধিকারী হওয়ার কারণেও তার ভূমিকা বিভিন্ন রকম হচ্ছে। যেমন- একজন ব্যক্তি কারও পুত্র, কারও স্বামী, কারও ভাই, কারও বাবা, কারওবা বন্ধু।
এরূপ ভিন্ন ভিন্ন মর্যাদায় থেকে সে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে। আবার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মর্যাদার অধিকারী হলে তো তারা অবশ্যই বিভিন্ন রকম ভূমিকা পালন করবে। কারণ তাদের কাজকর্ম বিভিন্ন ধরনের। যেমন- সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল ইত্যাদি বিবিধ মর্যাদাধারী ব্যক্তিবর্গ বিভিন্নরূপ ভূমিকা পালন করে থাকে। কাজেই উপরের আলোচনা হতে দেখা যাচ্ছে যে, মর্যাদা অনুসারে ভূমিকা হয়ে থাকে এবং মর্যাদার কারণেই ভূমিকার তারতম্য হয়ে থাকে । অতএব মর্যাদার সাথে ভূমিকা ওতপ্রোতভাবে সম্পর্কিত এবং এ সম্পর্ক সরাসরি ও সমমুখী।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, সমাজজীবনে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজের সদস্য হিসেবে মানুষ যে দায়িত্ব পালন বা কর্তব্য সম্পাদন করে তাই হলো তার ভূমিকা। ভূমিকা ব্যক্তির পদমর্যাদার উপর নির্ভরশীল। কোন ব্যক্তি সমাজে কিরূপ ভূমিকা পালন করবে তা তার মর্যাদার দ্বারা নির্দিষ্ট হয়ে যায়। মর্যাদা
এবং ভূমিকার মধ্যকার এ সম্পর্ক খুবই গভীর। সমাজের সার্বিক উন্নতি ও সাফল্যের জন্য ভূমিকার গুরুত্ব অপরিসীম।


