অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় নৃ-বিজ্ঞান পরিচিতি: ২২২১০৭ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ-AIDS.
উঃ AIDS এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.
২। সাঁওতাল সম্প্রদায় কোথায় বাস করে?
উঃ সাঁওতাল সম্প্রদায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ,বগুড়া, রংপুর ও পঞ্চগড় অঞ্চলে বসবাস করে।
৩। নরগোষ্ঠী কি?
উঃ নরগোষ্ঠী হচ্ছে জনসংখ্যার সেই এক বিশেষ অংশ যারা জৈবিক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কতকগুলো নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে।
৪। বংশধারা কী?
উঃ বংশধারা বলতে বংশের ঐতিহ্য বা ধারাকে বংশানুক্রমিকভাবে বিস্তার করার প্রক্রিয়াকে বংশধারা বলে।
৫। “Primitive Culture” গ্রন্থের লেখক কে?/সর্বপ্রাণবাদের জনক কে?
“Anthropology is the scientific study of man and his culture”-উক্তিটি কার?
উঃ E. B. Tylor.
৬। বাংলাদেশের একটি মাতৃ-প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম লিখ।
উঃ বাংলাদেশের একটি মাতৃ-প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম গারো।
৭। প্রত্নতত্ত্ব কী?
উঃ পুরনো আমলের মানুষের ব্যবহার্য তৈজসপত্র, বিলাস বাসন সামগ্রী, ঘরবাড়ি, যুদ্ধাস্ত্র এবং অন্যান্য জিনিসপত্রকে প্রত্নতত্ত্ব বলে।
৮। ‘Anthropology’ শব্দটি কখন প্রথম ব্যবহৃত হয়?
উঃ ১৭৮৯ সালে প্রথম ব্যবহৃত হয়।
৯। “The Origin of Species’ গ্রন্থের লেখক কে?
উঃ চার্লস ডারউইন (Charles Darwin)
১০। দুর্নীতি কি?
উঃ দুর্নীতি বলতে অবৈধ বা জনস্বার্থ বিরোধী কাজকে বুঝায় এবং এটি নীতিহীনতা ও বিধিবহির্ভূত কর্মকাণ্ড।
১১। ‘Horticulture’-এর অর্থ কি?
উঃ ‘Horticulture’-এর অর্থ হলো উদ্যানচাষ ।
১২। এথনোগ্রাফী কী?
উঃ এথনোগ্রাফিক মানুষ সম্পর্কে লেখাকে বুঝায়।
১৩। সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা কে?
উঃ W.F. Ogbum (অগবার্ন)।
১৪। রূপকথা কী?
উঃ লোক সমাজের আচার-আচরণ সম্পর্কে এ ধরনের বিশ্বাস করাকে বুঝায়।
১৫। অভিবাসন কি?
উঃ একস্থান থেকে অন্যস্থানে পূনর্বাসনকে অভিবাসন বলা হয় ।
১৬। জাতিসম্পর্ক বিষয়ে সর্বপ্রথম কে মতবাদ দিয়েছেন?
উঃ জাতিসম্পর্ক বিষয়ে সর্বপ্রথম মর্গান মতবাদ দিয়েছেন।
১৭। সরোরেট বিবাহ কী?
উঃ কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।
১৮। বর্তমানে উপজাতির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা হয়?
উঃ বর্তমানে উপজাতি শব্দের পরিবর্তে এথনিক গোষ্ঠী ব্যবহার করা হয়।
১৯। ফসিল কী?
উঃ প্রাকৃতিকভাবে সংরক্ষিত অতীতকালের কোন জীবের দেহ বা দেহাংশ বা কোনো চিহ্ন যা বিলুপ্ত জীবের অস্তিত্ব নির্দেশ করে তাকে জীবাশ্ম বা ফসিল বলে।
২০। “Postoralism” এর অর্থ কি?
উঃ পশু পালন করা।
২১। চাকমাদের উৎসবগুলো কি?
উঃ চাকমাদের উৎসবগুলো হলো বিঝু ও বেসাবি।
২২। ‘হাজং’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস কোন জেলায়?
উঃ ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও সিলেট জেলায়।
২৩। আদিম সমাজে শিকার কাজে ব্যবহৃত একটি হাতিয়ারের নাম লিখ।
উঃ আদিম সমাজে শিকার কাজে ব্যবহৃত একটি হাতিয়ারের নাম হলো ধনুক।
২৪। “আদিম সমাজে জীবন ছিল ভুরিভোজ না হয় উপবাস” —উক্তিটি কার?
উঃ উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী মিনু মাসানী।
২৫। বর্ণবাদ কি?
উঃ বর্ণবাদ বা বর্ণবৈষম্যবাদ এমন এক আদর্শ ও সামাজিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত যেখানকার জনগোষ্ঠী তাদের শারীরিক অবয়বে স্বতন্ত্র আলাদারূপে পরিচিত।
২৬। ককেশীয়রা কোন অঞ্চলে বাস করে?
উঃ ককেশীয়রা ইউরোপ, আমেরিকা, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলে বাস করে।
২৭। পুনালুয়ান পরিবার কী?
উঃ আপন জ্ঞাতিসম্পর্কের একদল পুরুষ বা মহিলা যৌথভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে পুনালুয়ান পরিবার বলে।
২৮। পালাক্রম চাষ কী?
উঃ পালাক্রম চাষ হলো পর্যায়ক্রমে অবসর ও খাদ্য উৎপাদনের প্রক্রিয়া।
২৯। নৃ-বিজ্ঞানের শাখাগুলো কি?
উঃ নৃবিজ্ঞানের প্রধান শাখাগুলো হলো : (১) দৈহিক নৃবিজ্ঞান ও (২) সাংস্কৃতিক নৃবিজ্ঞান।
৩০। ব্যান্ড কি?
উঃ ব্যান্ড হলো- একটি স্বশাসিত সামাজিক গোষ্ঠি।
৩১। মঙ্গোলিয়ানদের গায়ের রং কি?
উঃ মঙ্গোলিয়ানদের গায়ের র ং ফর্সা।
৩২। ট্যাবু কী?
উঃ ট্যাবু শব্দের অর্থ নিষিদ্ধ। ইহা হচ্ছে এমন নিষেধাজ্ঞা যা অবজ্ঞা করলে শাস্তি প্রদান করবে বলে বিশ্বাস করা হয়।
৩৩। ‘Anthropology’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ‘Anthropology’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন দার্শনিক ইম্যানুয়েল কান্ট ৷
৩৪। নৃবিজ্ঞানের দুটি পদ্ধতির নাম লিখ।
উঃ (১) অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, (২) পরীক্ষামূলক পর্যবেক্ষণ।
৩৫। সাংস্কৃতিক দ্বন্দ্ব কি?
উঃ দুই বা ততোধিক ভিন্নধর্মী সংস্কৃতির মধ্যকার দ্বন্দ্বকে সাংস্কৃতিক দ্বন্দ্ব বলে।
৩৬। “Culture is that we are”-উক্তিটি কার?
উঃ ম্যাকাইভার।
৩৭। ‘ধর্মের উৎপত্তি হয়েছে নৃত্যের মাধ্যমে’ – উক্তিটি কার?
উঃ R.R. Marett (ম্যারেট) – এর উক্তি।
৩৮। “Civilization is what we use” উক্তিটি কার?
উঃ ম্যাকাইভার এর উক্তি।
৩৯। রাষ্ট্রের উপাদানগুলো উল্লেখ কর।
উঃ রাষ্ট্রের উপাদানগুলো হলো- জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
৪০। নৃ-বিজ্ঞানের উল্লেখযোগ্য পদ্ধতি কি কি?
উঃ নৃ-বিজ্ঞানের উল্লেখযোগ্য পদ্ধতিগুলো হলো- পর্যবেক্ষণ ও অংশগ্রহণমূলক পদ্ধতি, অনানুষ্ঠানিক সাক্ষাৎকার, বংশগত নিরুপণ পদ্ধতি ও ঘটনা অনুধান পদ্ধতি।
৪১। কোন গ্রীক শব্দ থেকে ‘Anthropology’ শব্দটি এসেছে?
উঃ গ্রীকশব্দ Anthropos এবং Logia থেকে।
৪২। মনিপুরীদের ভাষার নাম কী?
উঃ মৈথৈ/মেতেই ভাষা।
৪৩। Globalization শব্দটি প্রথম কখন ব্যবহার করা হয়?
উঃ বিশ্বায়ন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন C.T. Russell. ১৮৯৭ সালে।
৪৪। মনা কী?
উঃ মনা হলো-একটি প্রাকৃত শক্তি বা ক্ষমতা।
৪৫। বাংলাদেশের একটি মাতৃ-প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম লিখ।
উঃ বাংলাদেশে বসবাসরত গারো উপজাতির পরিবার মাতৃতান্ত্রিক।
৪৬। আদিবাসী ও উপজাতির মধ্যে একটি মৌলিক পার্থক্য লিখ।
উঃ আদিবাসী ও উপজাতির মধ্যে একটি মৌলিক পার্থক্য হলো : কোনো ভৌগলিক অঞ্চলে অতি প্রাচীনকাল হতে বসবাসরত গোষ্ঠিই অধিবাসী। অন্যদিকে উপজাতি হলো এমন একটি জনগোষ্ঠি যারা মোটামুটিভাবে একটি অঞ্চলে সংগঠিতভাবে বাস করে এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে।
৪৭। জুম চাষ কী?
উঃ পাহাড়ের ঢালে একই সময় একাধিক ফসল চাষ করাকে জুম চাষ বলে।
৪৮। শিশু পাচার কী?
উঃ শিশু পাচার এক প্রকার সামাজিক অপরাধ।
৪৯। অপরাধ কী?
উঃ যে সকল কাজ সমাজ ও আইন পরিপন্থী এবং যার জন্য শাস্তির ব্যবস্থা আছে তাই অপরাধ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। পরিবারের বৈশিষ্ট্য ও কার্যাবলি লিখ। ১০০%
২। যাদুবিদ্যা ও ধর্মের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
৪। নৃবিজ্ঞান কত প্রকার ও কি কি? ১০০%
৫। নৃতাত্ত্বিক পদ্ধতিগুলো উল্লেখ কর। ১০০%
৬। ‘নৃ-বিজ্ঞান হলো মানুষের সামগ্রিক পাঠ— উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৭। আদিম যুগে পশুপালন পর্যায় উল্লেখ কর। ১০০%
৮। ‘এমিক -এটিক প্যারাডাইম’ ধারণাটি বুঝিয়ে লিখ। ১০০%
৯। বাংলাদেশে লিঙ্গ বৈষম্যের কারণসমূহ কি? ১০০%
১০। “সাংস্কৃতিক ব্যবধান” তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
১১। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য উল্লেখ কর। ৯৯%
১২। সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদ বলতে কি বুঝ? ৯৯%
১৩। বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রভাব কী? ৯৯%
১৪। জাকিনীবিদ্যা ও মায়াবিদ্যার সংজ্ঞা দাও। ৯৯%
১৫। জাতীয়তার উপাদানগুলো লিখ। জ্ঞাতি সম্পর্কের ধরনসমূহ সংক্ষেপে লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। সাংস্কৃতিক পরিবর্তনের কৌশল বর্ণনা কর। ১০০%
২। সমাজ জীবনে বিবাহের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৩। আদিম অর্থনীতি কী? আদিম সমাজের খাদ্য সংগ্রহের কৌশলসমূহ আলোচনা কর।
৪। বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির পার্থক্য দেখাও। রাষ্ট্র ও সরকারের পার্থক্য লিখ। ১০০%
৫। নৃবিজ্ঞান কী? নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৬। আদিম যুগে বণ্টন ও বিনিময় ব্যবস্থার কৌশলসমূহ আলোচনা কর। ১০০%
৭। আদিমযুগে কৃষির সূচনা কিভাবে হয়েছিল? আদিমযুগে বিভিন্ন ধরনের কৃষি পদ্ধতির উল্লেখ কর। ১০০%
৮। সাংস্কৃতিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৯। দুর্নীতি কী? বাংলাদেশে দুর্নীতির প্রভাব বর্ণনা কর। ১০০%
১০। বিবাহের প্রকারভেদ লিখ। বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তরবিন্যাস বর্ণনা কর। ১০০%
১১। পরিবারের বিবর্তনে মর্গানের তত্ত্বটি আলোচনা কর। পরিবারের ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১২। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কী? অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ৯৯%
১৩। উপজাতি বলতে কী বোঝ? উপজাতি সমাজের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। ৯৯%
১৪। আদিম অর্থনীতির বৈশিষ্ট্য কি? “আদিম সমাজে জীবন ছিল ভূরিভোজ না হয় উপবাস” -বিশ্লেষণ কর। ৯৯%
১৫। বাংলাদেশে সাংস্কৃতিক নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%