অথবা, ব্রিটিশ আমলে বাংলার স্বশাসিত গ্রামীণ ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল কেন?
অথবা, ব্রিটিশ শাসনে গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা ধ্বংশের কারণ উল্লেখ কর।
অথবা, ব্রিটিশ শাসনে বাংলার গ্রামীণ ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণ সম্পর্কে লিখ।
ভূমিকা : ব্রিটিশপূর্ব ভারতবর্ষে স্বশাসিত স্থানীয় শাসন থাকলেও ব্রিটিশরা ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার সাথে সাথে তা পরিবর্তন হতে থাকে। মুঘল শাসন অবসানের পর যখন ইংরেজগণ এ দেশের শাসনভার হস্তগত করেন, তখন স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।
ব্রিটিশ শাসনে গ্রামীণ স্বায়ত্তশাসিত ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণ : ঔপনিবেশিক শাসন স্থায়ী করার জন্য তারা প্রথমেই ঐতিহ্যগত স্বায়ত্তশাসিত গ্রাম সরকারের উপর আঘাত হানে। ১৭৯৩ সালে স্থায়ী বন্দোবস্ত আইনের দ্বারা ব্রিটিশ সরকার জমিদারি প্রথা চালু করে ইচ্ছাকৃতভাবে পূর্বতন স্বায়ত্তশাসিত গ্রাম সরকারের উপর আক্রমণ করে। জমিদারদের সামন্তবাদী চরিত্রের জন্য গ্রামবাসীকে শোষণ করে স্বায়ত্তশাসিত গ্রামগুলোকে বিলুপ্ত করেছিল। নিজেদের জীবন প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ এবং নিম্নপর্যায় প্রশাসনে জনগণের অংশ গ্রহণ, স্বাভাবিকভাবে তার অবসান হয় এবং ব্রিটিশ শাসনে গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ধ্বংস হয়ে যায়। ব্রিটিশ আমলে গ্রামীণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ধীরে
ধীরে লোপ পাওয়ার কয়েকটা কারণ নিম্নে উল্লেখ করা হলো :
ক. ব্রিটিশ রাজ্যের দ্বারা প্রতিষ্ঠিত সুসংগঠিত প্রশাসন ব্যবস্থার অধীনে সুদূর গ্রামগুলো আনয়ন করা।
খ. যেগুলো এতদিন গ্রামের লোকদের দ্বারা পরিচালিত হতো তা ব্রিটিশ সরকারের প্রতিনিধি দ্বারা পরিচালিত করা।
গ. ব্রিটিশ রাজ্যের অধীন যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি হওয়া।
ঘ. সরকারি সাহায্য না পাওয়ায় আর্থিক দিক থেকে গ্রামীণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিলুপ্তি হতে থাকে।
ঙ. চাকরি সন্ধানে অথবা অন্য কারণে গ্রামের এলিটদের একটা বিরাট অংশ গ্রাম ছেড়ে শহরে গমন করে।
চ, গ্রামীণ স্বাস্থ্য ও জনসেবা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয়।
ছ. জমিদারদের অধিকাংশই শহরে বাস করে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ব্রিটিশ শাসনামলে গ্রামের জনসাধারণ অধিক থেকে অধিকতর সরকারি প্রশাসন যন্ত্রের উপর ক্রমেই নির্ভর হয়ে পড়েছিল। ইংরেজ সরকার গ্রামীণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা ব্যাপক কমিয়ে দেন। এভাবে নানাবিধ কারণে পূর্বের স্বশাসিত গ্রামীণ ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়ে ছিল।