ব্যবস্থাপনার ছাত্রছাত্রীদের কেন শিল্প মনোবিজ্ঞান পাঠ করা উচিত?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, কর্মক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞান কীভাবে ব্যবস্থাপনার ছাত্রছাত্রীদের সাহায্য করে থাকে? উত্তর:

ভূমিকা : শিল্প প্রতিষ্ঠানে ব্যবস্থাপকদের কাছে শিল্প মনোবিজ্ঞান যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, তেমনি ব্যবস্থাপনায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কাছেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনে শিল্প প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। এ ছাত্রছাত্রীদের মধ্য থেকে অনেকেই ব্যবস্থাপক হবে, কেউবা শিল্পের উদ্যোক্তা হবে, আবার কেউবা হবে বিভিন্ন পেশাগত প্রতিষ্ঠানের পরিচালক।

ব্যবস্থাপনার ছাত্রছাত্রীদের শিল্প মনোবিজ্ঞান পাঠ করা উচিত : নিম্নে কর্মক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞান কিভাবে ব্যবস্থাপনার ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারে, সে সম্পর্কে আরো সুনির্দিষ্টভাবে আলোচনা করা হলো :

১. ব্যবস্থাপনার ছাত্রছাত্রীদের শিল্প মনোবিজ্ঞানের জ্ঞান থাকলে তারা শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের আচার-আচরণ ও মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভালোভাবে জানতে পারবে।

২.শিল্প মনোবিজ্ঞানের জ্ঞান থাকলে আগামী দিনের তরুণ ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের জন্য উপযুক্ত কর্মী নির্বাচন ও নিয়োগ করতে পারবে।

৩.ব্যবস্থাপনার ছাত্রছাত্রীরা শিল্প মনোবিজ্ঞান পাঠ করে কর্মীদের সাথে তাদের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করতে এবং এ সম্পর্ক উন্নত করার বিষয়গুলো জানতে পারবে।

৪. শিল্প মনোবিজ্ঞান পাঠ করলে তারা নেতৃত্ব ও পরিচালনার ব্যাপারেও অশেষ উপকৃত হতে পারবে। বর্তমানকালের কর্মীদের সফলভাবে পরিচালনা করতে হলে তাদের আচার- আচরণ, ইচ্ছা-অনিচ্ছা, মনস্তাত্ত্বিক অবস্থা ইত্যাদি ভালভাবে জানতে হয়।

৫.ছাত্রছাত্রীরা এগুলো জানলে কর্মীদের সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে। শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু পাঠ করলে ব্যবস্থাপনার ছাত্রছাত্রীরা কর্মীদের প্রেষণা ও মনোবল সম্পর্কে জানতে এবং তা বৃদ্ধি করতে সক্ষম হবে।

৭.শিল্প মনোবিজ্ঞান অধ্যয়ন করে ছাত্রছাত্রীরা শিল্প কর্মীদের মানবীয় সমস্যাগুলো, যেমন- আবেগ, দুঃশ্চিন্তা, হতাশা, একঘেঁয়েমি, ক্লান্তি ইত্যাদি জানতে ও তা সমাধা করতে পারবে।

৮. শিল্প মনোবিজ্ঞানের জ্ঞান তরুণ ব্যবস্থাপকদের কর্মী উন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নের পটভূমি তৈরি করে দিতে পারবে। তারা এ জ্ঞানকে কাজে লাগিয়ে কর্মী দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রগুলো নির্ধারণ করতে সক্ষম হবে।

৯. শিল্প মনোবিজ্ঞানের জ্ঞান তাদেরকে শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের উন্নত মানসিক স্বাস্থ্য রক্ষার উপায়গুলো সম্পর্কে ধারণা লাভে সাহায্য করবে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ব্যবস্থাপনার ছাত্রছাত্রীদের জন্য শিল্প মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। এজন্য আগামী দিনের তরুণ ও সম্ভাবনাময় প্রত্যেক ব্যবস্থাপকদের বিষয়টি ভালভাবে পাঠ করা উচিৎ।